Maku hate kalame question answer part 1



পরের পর্ব -২ দেখুন

 অতি সংক্ষিপ্ত উত্তর দাও (শব্দসংখ্যা ১০-২৫)



১. আম্মা কে ছিলেন?

উঃ-" আম্মা" ছিলেন বাপির ছোটবেলাকার  ধাইমা । বাপি ওকে আইমা বলে ডাকতো।



২.সংকে? সে বনের মধ্যে কী করছিল?

উঃ- মাকু গল্পে অন্যতম এক চরিত্র সং। তিনি সরকারসপার্টির খেলা দেখাতেন।

সং বনের মধ্যে জন্তু-জানোয়ারদের জল খাওয়াতে নিয়ে এসেছিল।


৩. ঘড়িওলার দাদা কে?

উঃ- ঘড়িওয়ালা দাদা হলেন হোটেল ওয়ালা। (গল্পে আসলে নোটোমাস্টার)



৪.সোনা-টিয়া যাকে পেয়াদা ভেবেছিল সে আসলে কে?

উঃ- সোনা-টিয়া যাকে পেয়াদা ভেবেছিল সে আসলে , পোস্ট অফিসের পিওন।



৫. যে চাবি দিয়ে টিয়া মাকুকে চালু করেছিল সেটা আসলে কী ছিল?

উঃ- কান খুশকি মতো ছোট গোল একটা গোলাপি কাঠি।



৬.জাদুকর সোনা-টিয়াকে কী দিয়েছিল?

উঃ- গোল গাল দুটি সাদা খরগোশের বাচ্চা দিয়েছিল। লাল টুকটুকে তাদের চোখ ।গলায় লাল ফিতেতে ছোট দুটি ঘণ্টি বাঁধা। নড়লে  ঠুং ঠুং করে বাজে।





৭. পিসেমশাই কী চাকরি করতেন?

উঃ- পিসেমশাই পুলিশের চাকরি করতেন।




৮. ‘স্বর্গের সুরুয়া’ কেমনভাবে রান্না করা হতো?

উঃ-  স্বর্গের সুরুয়া লুকিয়ে লুকিয়ে রান্না করতে হতো। যখন সুরুয়া টগবগ করে ফুটতো তখন দাড়ি গোঁফজোড়া তাতে ফেলে দিয়ে ফোটানো হতো। তাতেই  সুরুয়ার স্বাদ পাল্টে যেত।

পর্ব ২ দেখুন







Post a Comment (0)
Previous Post Next Post