![]() |
সপ্তম শ্রেণীর। পরিবেশ
প্রথম অধ্যায়
গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর
প্রশ্ন- ডিগ্রি সেলসিয়াস পরিবর্তন ও 1 ডিগ্রি ফারেনহাইট পরিবর্তনের মধ্যে কোন্টি বড়ো?
উঃ- 1 ডিগ্রি সেলসিয়াস পরিবর্তন বড়ো।
কারণ 100 ডিগ্রি সেলসিয়াস পরিবর্তন
= 180 ডিগ্রি ফারেনহাইট পরিবর্তন
.:. 1 ডিগ্রি সেলসিয়াস পরিবর্তন
9
--ডিগ্রি ফারেনহাইট পরিবর্তন
5
প্রশ্ন-থামোমিটারের প্রাথমিক অন্তর কি
উঃ- থার্মোমিটারের ঊর্ধ্বস্থিরাঙ্ক ও নিম্নস্থিরাঙ্কের মধ্যে উয়তায় ব্যবধানকে প্রাথমিক অন্তর বলে।
প্রশ্ন- মানবদেহের তাপমাত্রা মাপার জন্য কোন্ থার্মোমিটার ব্যবহার করা হয়?
উঃ- মানবদেহে তাপমাত্রা মাপার জন্য ডাক্তারি থার্মোমিটার ব্যবহার করা হয়।
প্রশ্ন- 20°C ও 0°F -এর মধ্যে কোন্টি কম?
উঃ- 0°F কম।
প্রশ্ন- মানবদেহের স্বাভাবিক তাপমাত্রা কত?
উঃ- মানবদেহের স্বাভাবিক তাপমাত্রা 98.4°F বা 37°C।
প্রশ্ন- A থেকে B-তে তাপ প্রবাহিত হচ্ছে। কোন্টির তাপমাত্রা বেশি হবে?
উঃ- A-র তাপমাত্রা বেশি হবে।
প্রশ্ন-তাপের একক কী?
উঃ- CGS পদ্ধতিতে তাপের একক ক্যালোরি ও SI-তে জুল।
প্রশ্ন- ক্যালোরি তাপ বলতে কী বোঝ?
উঃ- 1 গ্রাম বিশুদ্ধ জলের উন্নতা 1°C বৃদ্ধি করতে যে তাপ লাগে তাকেই 1 ক্যালোরি বলে।
প্রশ্ন-· ক্যালোরি ও জুলের সম্পর্ক কী?
উঃ- 1 ক্যালোরি = 4.1855 জুল।
প্রশ্ন-1 সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের উয়তার মধ্যে সম্পর্কটি লেখো।
উঃ-কোনো উন্নতার পাঠ সেলসিয়াসে C এবং ফারেনহাইটে
C F - 32
---- =. -----------
5. 9
প্রশ্ন- পদার্থের অবস্থান্তর ভৌত পরিবর্তন না রাসায়নিক পরিবর্তন?
উঃ- পদার্থের অবস্থান্তর হল ভৌত পরিবর্তন।
প্রশ্ন- নির্দিষ্ট গলনাঙ্ক নেই এমন দুটি পদার্থের নাম করো।
উঃ- নির্দিষ্ট গলনাঙ্ক নেই এমন দুটি পদার্থ হল মোম ও কাচ।
প্রশ্ন- SI এককে বরফ গলনের লীন তাপ কত?
উঃ- SI এককে বরফ গলনের লীন তাপ 336 kJ/kg |
প্রশ্ন- জলের স্ফুটনাঙ্ক কোথায় বেশি হবে? দার্জিলিং নাকলকাতা?
উঃ- দার্জিলিং-এর তুলনায় কলকাতায় জলের স্ফুটনাঙ্ক বেশি।
প্রশ্ন- 0°C -এর বরফ ও 0°C-এর সমপরিমাণ জল কোন্টিতে হাত দিলে বেশি ঠান্ডা লাগবে?
উঃ- 0°C-এর বরফে হাত দিলে বেশি ঠান্ডা লাগবে।
প্রশ্ন- বিশুদ্ধ জল ও লবণ জল—এদের মধ্যে কোন্টির স্ফুটনাঙ্ক বেশি?
উঃ- লবণ জলের স্ফুটনাঙ্ক বেশি।
প্রশ্ন- খনির মধ্যে বায়ুমণ্ডলীয় চাপের মান ভূ-পৃষ্ঠের থেকে বেশি। খনিতে জলের স্ফুটনাঙ্ক বাড়বে, না কমবে?
উঃ-খনিতে জলের স্ফুটনাঙ্ক বাড়বে।
প্রশ্ন- 80°C তাপমাত্রার 1 গ্রাম জল থেকে 80 ক্যালোরি তাপ বের করে নিলে কী হবে? চূড়ান্ত তাপমাত্রা কত হবে?
উঃ-জল বরফে পরিণত হবে।
উঃ-চূড়ান্ত তাপমাত্রা 0°C-ই থাকবে।
প্রশ্ন-তাপমাত্রার পরিবর্তন না ঘটিয়ে যে তাপ কোনো বস্তুর অবস্থার পরিবর্তন ঘটায় তাকে কী তাপ বলে?
লীন তাপ তাপমাত্রার পরিবর্তন না ঘটিয়ে শুধুমাত্র অবস্থান্তর ঘটায়।
প্রশ্ন- কোন্ তাপ থার্মোমিটারে পাঠ পরিবর্তন করে না?
লীন তাপ থার্মোমিটারের পাঠ পরিবর্তন করে না।
প্রশ্ন- 100°C তাপমাত্রার 1 গ্রাম জলীয় বাষ্প থেকে 537 ক্যালোরি তাপ বের করে নিলে চূড়ান্ত তাপমাত্রা কত হবে?
উঃ- 100°C তাপমাত্রার 1 গ্রাম জলীয় বাষ্প থেকে 537 ক্যালোরি তাপ বের করে নিলে ওই জলীয় বাষ্প জলে পরিণত হবে কিন্তু তাপমাত্রা 100°C-ই থাকবে।
9 প্রশ্ন- কোন্ উন্নতায় ফারেনহাইট এবং সেলসিয়াস স্কেলের পাঠ সমান?
উঃ- -40°F বা –40°C উন্নতায় ফারেনহাইট ও সেলসিয়াস স্কেলের পাঠ সমান।
প্রশ্ন- কোনো বস্তুর উন্নতা °C হলে কেলভিন স্কেলে ওই উন্নতা কত?
>উঃ- কেলভিন স্কেলে ওই উন্নতা
= (t + 273) K
প্রশ্ন-কেলভিন স্কেলে 27°C-এর পাঠ কত হবে?
উঃ-কেলভিন স্কেলে ওই উন্নতা = (27+ 273) K = 300K |
★★ প্রশ্ন- 0°C উন্নতায় 1 গ্রাম বরফকে 0°C উন্নতায় 1 গ্রাম জলে পরিণত করতে কত তাপ লাগবে?
উঃ- ৪০ ক্যালোরি তাপ লাগবে।
46 প্রশ্ন- বায়ুশূন্য স্থানে তরলের স্ফুটনাঙ্ক কীরূপ হয়?
উঃ- বায়ুশূন্য স্থানে বায়ুচাপ শূন্য। কাজেই তরল যে-কোনো উন্নতায় ফুটতে থাকবে।
প্রশ্ন- এমন পদার্থের নাম করো যা সরাসরি কঠিন থেকে বাষ্পে পরিণত হয়।
উঃ-কপূর, নিশাদল, আয়োডিন, ন্যাপথলিন ইত্যাদি কঠিন থেকে সরাসরি গ্যাসীয় অবস্থায় রূপান্তরিত হয়।
প্রশ্ন- সকল পদার্থেরই কি নির্দিষ্ট গলনাঙ্ক আছে?
উঃ- সকল পদার্থের নির্দিষ্ট গলনাঙ্ক নেই।
প্রশ্ন- পদার্থের গলনাঙ্ক ও হিমাঙ্ক কি একই হয়?
উঃ-বিশুদ্ধ কেলাসের গলনাঙ্ক ও হিমাঙ্ক একই হয়।
প্রশ্ন- সমস্ত প্রাণীরই কি শরীরের তাপ নিয়ন্ত্রণ ক্ষমতা আছে?
উঃ-না, কেবল স্তন্যপায়ী প্রাণী ও পাখিদেরই এই ক্ষমতা আছে।