![]() |
১২ পাতা প্রশ্ন নেই
১৩ পাতা
৪৭)মাঙ্গলীয়দের দেখে প্রহ্লাদের কি অবস্থা হয়েছিল?
উত্তর- অজ্ঞান হয়ে গিয়েছিল।
৪৮) "বিধুশেখর চলতি ভাষা না বলে শুদ্ধ ভাষা ব্যবহার করছে"। -এর কারণ লেখককের কি মনে হয়েছিল?
উত্তর - প্রহ্লাদের মুখে রামায়ণ মহাভারত শোনার ফল স্বরূপ এমন ঘটনা ঘটছে বলে মনে হয়েছিল।
১৪ পাতা
৪৯)"কি হলো বিধুশেখর এত ফুর্তি কিসের?" এর উত্তরে বিধুশেখর কি জানিয়েছিল?
উত্তর -"গবাক্ষ উদঘাটন করাহ"।
প্রশ্ন -১৫ পাতা
৫০) সে তার চেয়ারে বসে দুলছে আর মধ্যে মধ্যে "টাফা" বলছে ।এখানে টাফা কথার অর্থ কি বোঝানো হয়েছে ?
উতর -"তোফা"।
৫১) বিধুশেখর কোথায় সৌরজগতের প্রথম সভ্য লোক বাস করে বলে মনে করেছেন? উত্তর -টাফায়।
৫২ ) "টাফার " লোকেদের বর্ণনা দাও ।
উত্তর -অতিকায় পিঁপড়ে জাতীয় একটা কিছু কল্পনা করতে পারলে এদের চেহারা কিছুটা আন্দাজ করা যাবে ।বিরাট মাথা আর চোখ। কিন্তু সেই অনুপাতে হাত পা ছোট ।
। ১৬ পাতা (প্রশ্ন নেই )
১৭ পাতা
৫৩) টাফায় লোকেরা কিভাবে বাস করে?
উত্তর -এদের ঘরবাড়ি বলে কিছু নেই। এমনকি গাছপালাও নেই ।এরা গর্ত দিয়ে মাটির ভিতরে ঢুকে যায় ।এবং সেখানেই বাস করে ।
৫৪)"কাল থেকে উধাও "-এখানে কার উধাও হওয়ার কথা বলা হয়েছে ?কেন উধাও হয়েছে বলে প্রফেসর শঙ্কুর মনে হয়েছে?
উত্তর -এখানে বিধুশেখরের উধাও হওয়ার কথা বলা হয়েছে।
কারণ সে শঙ্কুকে টাকায় লোকেদের সম্বন্ধে মিথ্যা বর্ণনা দিয়েছিল।
৫৫) টাফার লোকেরা কোনটা এখনো শিখিনি বলে প্রফেসর শঙ্কুর কে মনে হয়েছিল?
উত্তর- হাঁচতে শেখেনি,।
প্রশ্ন শেষ ।
অন্য ধরনের প্রশ্ন গুলি দেখার জন্য এই লিংকে ক্লিক করুন।