Bomjatrir dayri part 3

  


আগের পর্ব ২ দেখুন

   ৮ পাতা

৩১)বটিক ইন্ডিকা প্রফেসর শঙ্কু কোন গাছের রস থেকে ,কার জন্য তৈরি করেছিলেন ?


উত্তর -বট ফলের রস থেকে প্রহ্লাদের জন্য তৈরি করেছিলেন


৩২ ) প্রফেসর শঙ্কু বটফলের রস থেকে যে বড়ি তৈরি করেছিলেন তার নাম কি ছিল?

উত্তর-বটিক ইন্ডিকা


৩৩) বটিক ইন্ডিকা ছিল -

হোমিওপ্যাথিক /আয়ুর্বেদিক /সঞ্জীবনী ঔষধ 

উত্তর -হোমিওপ্যাথিক


৩৪) "বটিক ইন্ডিকা" খেলে কত ঘন্টা খিদে তেস্টা মিটে যায় ? 

উত্তর -চব্বিশ ঘন্টা।


৩৫) প্রহ্লাদ রকেটে কি বই পাঠ করতো?

 উত্তর- রামায়ণ


৩৬) "ঘাড়টাকে চিৎ করে বলল -গাগোঃ"-এখানে গাগোঃ কথার বাংলা কি ?

উত্তর -ভালো।


৩৭) বিধু শিখর রকেটের মধ্যে কোন গানটা গাইবার চেষ্টা করছিল?

 উত্তর -ধনধান্য পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা।


                ৯ পাতা 


৩৮)প্রফেসর শঙ্কু কোন গ্রহে যাত্রা করেছিল? উত্তর- মঙ্গল গ্রহে 


৩৯) "বোধ হয় ওর মাথাটা বিগড়ে গিয়েছিল"- এখানে কার কথা বলা হয়েছে ?

উত্তর -বিধু শেখর এর কথা বলা হয়েছে।


৪০)  প্রশ্ন মঙ্গল গ্রহে নদীর জলকে প্রফেসর শঙ্কুর কি মনে হয়েছিল?

 উত্তর -স্বচ্ছ পেয়ারার জেলি।


৪১)"তারপর নিউটনকে খেতে দেখে ভরসা পেলাম ".-এখানে নিউটন কি খেয়েছিল ?উত্তর -মঙ্গল গ্রহে নদীর জল খেয়েছিল।


                10 পাতা

৪২) " বিধুশেখর গম্ভীর গলায় বলল- "বিভং ভীবং বিভং"- বিধুশেখর কি বলতে চেয়েছিল উত্তর -বিপদ ভীষণ বিপদ


                  ১১ পাতা 

৪৩) মঙ্গল গ্রহে যে প্রাণীর কথা লেখক উল্লেখ করেছেন তার বর্ণনা দাও। অথবা মঙ্গলীয় প্রাণীগুলোর বর্ণনা দাও।

উত্তর -মানুষ নয়, জন্তূ নয়, মাছও নয়, কিন্তু তিনের সঙ্গে কিছু কিছু মিল আছে ।লম্বায় তিন হাতের বেশি নয়। পা আছে ।কিন্তু হাতের বদলে মাছের মত ডানা। বিরাট মাথায় মুখ জোড়া দন্তহীন হাঁ, ঠিক মাঝখানে প্রকান্ড একটা সবুজ চোখ  আর সর্বাঙ্গে মাছের মত আঁশ।


৪৪) মাঙ্গলীরা কি বলে চিৎকার করছিল?

উত্তর -"তিন্তিড়ি", "তিন্তিড়ি" বলে চিৎকার করছিল।


৪৫) মাঙ্গলীরা ভালো ছুটতে পারে ।-কথাটা ঠিক /ভুল 

উত্তর- ভুল₹ ছুটতে পারত না।)


৪৬) মাঙ্গলীরাদের গা থেকে কেমন গন্ধ বের হচ্ছিল?

 উত্তর -আঁশটে আঁশটে গন্ধ বের হচ্ছিল।







Post a Comment (0)
Previous Post Next Post