![]() |
৪ পাতা
১৭) প্রফেসর শঙ্কু রকেটে যাত্রার প্রথমবারে কেলেঙ্কারিদের জন্য কাকে দায়ী করেছেন?
উত্তর -প্রহ্লাদকে দায়ী করেছেন।
১৮) প্রথমবার রকেটটা কোথায় পড়ে গিয়েছিল?
উত্তর ;অভিনাশ বাবুর মুলোর ক্ষেতে।
১৯) অবিনাশ বাবুর মুলোর ক্ষেত্রে নষ্ট হওয়ার জন্য প্রফেসর শঙ্কুর কাছে কত টাকা দাবি করেছিল?
উত্তর -৫০০ টাকা।
20)প্রহ্লাদ টা বোকা হলেও ওকে সঙ্গে নিলে হয়তো সুবিধা হবে এখানে কোন সুবিধার কথা বলা হয়েছে ?
উত্তর -প্রহ্লাদে খুব সাহস থাকার কথা বলা হয়েছে ।
২১)পল্লাদের ওজন কত ছিল ?
উত্তর-
২২) ওজন কত ছিল ?
উত্তর -সাড়ে পাঁচ মণ।
২৩) লেখকের ওজন কত ছিল ?
উত্তর -এক মন এগারো সের।
২৪)" ওই হাউইটা কালীপুজোর দিন ছাড়ুন না" -কথাটি কে কাকে বলেছিল?
উত্তর -অবিনাশ বাবু প্রফেসর শঙ্কুকে বলেছিল ।
২৫)অবিনাশ বাবু চায়ে চিনি বদলে কি খান? উত্তর- স্যাকারিন।
২৬) 'এই বড়িই হল আমার নতুন অস্ত্র"- শঙ্কু এই অস্ত্রটি তৈরি কোথা থেকে এই বিদ্যা শিখেছিলেন?
উত্তর -মহাভারতে জৃম্ভুণাস্ত্র থেকে।
৫ পাতা
২৭) "কাল ওকে Fish Pill খাওয়ালাম "-এখানে কাকে খাওয়ানোর কথা বলা হয়েছে? উত্তর- বিড়াল নিউটনকে খাওয়ানোর কথা বলা হয়েছে ।
৬ পাতা
প্রশ্ন নেই ছবি আছে
৭ পাতা
২৮)এই দুটো মাস উল্কাপাত হয় সবচেয়ে বেশি "-কোন দুটো মাসে কথা বলা হয়েছে? উত্তর আশ্বিন কার্তিক মাস।
২৯)এক আশ্চর্য দৃশ্য এখানে আশ্চর্য দৃশ্যটি কি?
উত্তর- প্রফেসর শঙ্কু রাত্রে খাবার পর যখন আরাম কেদারায় বাগানে শুয়েছিলেন ,তখন আকাশের দিকে তাকিয়ে দেখেন একটা উল্কা ক্রমে ক্রমে তার দিকে এগিয়ে আসছে । শেষে উল্কাটা বাগানের পশ্চিম দিকের গোলঞ্চ গাছটা পাশে থেমে গিয়ে ,একটা প্রকাণ্ড জোনাকির মত জ্বলতে লাগলো।
৩০) শংকুর বাগানে যে গাছটি কথা বলা হয়েছে সেই গাছ টির নাম কি ?
উত্তর- গোলঞ্চ গাছ।