Bomjatrir dayri class 9 bangla

 



পরের ২পর্ব দেখুন 

ব্যোমযাত্রীর ডায়রি

১পাতা



১) ব্যোমযাত্রীর ডায়রি গল্পটি কার লেখা? 

উত্তর- সত্যজিৎ রায়


২)প্রফেসর ত্রিলোকেশ্বর শঙ্কুর ডাইরিটা লেখক কোথা থেকে পেয়েছিলেন?


 উত্তর-তারক  চাটুজ্জোর কাছ থেকে।




৩) তারক বাবুর লেখাগুলোর জন্য লেখক কত টাকা করে দিতেন ?

উত্তর-পাঁচ-দশ টাকা করে দিতেন।


৪) প্রফেসর শঙ্কুর বছর পনেরো নিরুদ্দেশ সময়কাল কত ছিল?

উত্তর-বছর পনেরো।



৫) প্রফেসর শঙ্কুছিলেন-

ডাক্তার/ উকিল/ বৈজ্ঞানিক

উত্তর- বৈজ্ঞানিক



 ৬) " ব্যাপার তো একটাই।"-কোন ব্যাপারটার কথা বলা হয়েছে?


উত্তর- বছরখানেক আগে একটা উল্কাখণ্ড সুন্দবনের মাথারিয়া অঞ্চলে এসে পড়েছিল।সেই ব্যাপারটার কথা বলা হয়েছে।




৭) কাগজে উল্কাখণ্ডের  ছবি দেখে লেখক এর কি মনে হয়েছিল।


 উত্তর- কাগজে ছবি দেখে একটা কালো মড়ার খুলি বলে মনে হয়েছিল।



৮)তারকবাবু সুন্দবনের মাথারিয়া অঞ্চলে কেন গিয়েছিলেন?


উত্তর-বাঘছালের সন্ধানে। 

            ২পাতা



৯)তারকবাবু সুন্দবনের মাথারিয়া অঞ্চল থেকে কি নিয়ে এসেছিলেন ?

উতর ;গোসাপের ছাল ।




১০)প্রফেসর শঙ্কুর খাতাটা কোথা থেকে পেয়েছিলেন?

উত্তর- পাথরটা পড়ায় একটা গর্ত হয়েছিল।সেই‘গর্তের ঠিক মধ্যিখানে। 



১২)লেখক তারক চ্যাটুর্জেকে ডায়রির জন্য কত টাকা দিয়েছিলেন,?

উত্তর- কুড়িটা টাকা।



 

১৩)"হাতের কাঁপুনিতে খাতাটা মাটিতে পড়ে গেল"। কেন হাতের কাঁপুনি শুরু হয়েছিল?

 উত্তর - তারক চ্যাটার্জির কাছ থেকে পাওয়া ডাইরিটার  বারবার রং বদল হচ্ছিল ।তাই লেখক কাঁপতে শুরু করেছিলেন।


     ৩পাতা


১৪) প্রফেসর শঙ্কুর খাতার কাগজ গুলো কেমন ছিল?

 উত্তর -রাবারের মতো।


১৫) প্রহ্লাদ কত বছর লেখকের সঙ্গে আছেন উত্তর -২৭ বছর।


১৬)শঙ্কু প্রহ্লাদকে কেমন ভাবে শিক্ষা দিয়েছিলেন?

 

উত্তর-লেখক Snuff-gun বা নস্যাস্ত্র

ওপর পরীক্ষা করেছিলেন।।  এখন এগারোটা। ওর হাঁচি এখনও থামেনি। আমার হিসাব যদি ঠিক হয় তো তেত্রিশ ঘণ্টার আগে ও হাঁচি থামবে না।

পরের পর্ব 2দেখুন এই লিংকে ক্লিক করে



Post a Comment (0)
Previous Post Next Post