![]() |
Wbbse class 10 geography 1st chapter anushilan question answer part 2
আগের পর্ব ১ দেখতেএই লিংকে ক্লিক করুন
এই পর্বটি 2 পর্ব
প্রশ্নমান - 1
* সত্য/মিথ্যা নিরূপণ করো :
1. পার্বত্য প্রবাহে নদীর ক্ষয়কাজ খুব কম হয়।
উঃ-ভুল।
(ক্ষয়কাজ খুব বেশি হয়।)
2 মধ্যগতিতে নদীর প্রবাহ পথে 'V' আকৃতির উপত্যকা সৃষ্টি করে।
উঃ-ভুল।
(উচ্চগতিতে নদীর প্রবাহ পথে 'V' আকৃতির
উপত্যকা সৃষ্টি করে।)
3. গ্র্যান্ড ক্যানিয়ন পৃথিবীর দীর্ঘতম ক্যানিয়ন।
উঃ-ঠিক।
4. পলল শঙ্কুর আকার হাতপাখার
মতো।
উঃ- ঠিক।
5. নদীর খাঁড়িগুলি বৃষ্টির জলে পুষ্ট হয়।
উঃ-ভুল।
₹নদীর নিম্ন গতিতে মূল নদী থেকে বিচ্ছিন্ন হয়ে সৃষ্টি হয়।)
6. সুন্দরবন হল সক্রিয় বদ্বীপ।
উঃ-ঠিক।
7. হিমশৈলের নয় ভাগের আট ভাগ জলের ওপরে থাকে।
উঃ-ভুল
(হিমশৈলের নয় ভাগের আট ভাগ জলের নীচে থাকে। )
৪. 'U' আকৃতির উপত্যকা সৃষ্টি হয় হিমবাহের ফলে।
উঃ-ঠিক।
9. কঠিন শিলাবিশিষ্ট আগ্নেয় উদবেধকে টেল বলে।
উঃ- ভুল।
(কঠিন শিলাবিশিষ্ট আগ্নেয় উদবেধকে ক্রাগ বলে। )
10. প্রায় সমান্তরাল শৈলশিরার মতো গঠিত ভূমিরূপকে ড্রামলিন বলে।
উঃ-ভুল।
উলটানো.নৌকার মতো যে ভূমিরূপকে ড্রামলিন বলে ।
স্তম্ভ মেলাও :
ৰামস্তম্ভ। ডানস্তম্ভ
(i)মরুদ্যান
(ii) মন্থকূপ। (a) জলপ্রপাত
(iii) ঝুলন্ত উপত্যকা। (b) বায়ুর অপসারণ
(iv) বায়ু ও জলধারার মিলিত(c)কেম
সঞ্চয়ের ফলে গঠিত ভূমি(d) নদীর উচ্চভূমি
বহির্জাত প্রক্রিয়া
(v) হিমবাহ ও জলধারার (e) বাজাদা
মিলিত সঞ্চয়ের ফলে গঠিত
ভূমিরূপ
উত্তর
ৰামস্তম্ভ। ডানস্তম্ভ
(i)মরুদ্যান. (b) বায়ুর অপসারণ
(ii) মন্থকূপ। (d) নদীর উচ্চভূমি
(iii) ঝুলন্ত উপত্যকা। (a)জলপ্রপাত
(iv) বায়ু ও জলধারার মিলিত (e) বাজাদা
সঞ্চয়ের ফলে গঠিত ভূমি
বহির্জাত প্রক্রিয়া
(v) হিমবাহ ও জলধারার (c)কেম
মিলিত সঞ্চয়ের ফলে গঠিত
ভূমিরূপ
* একটি বা দুটি শব্দে উত্তর দাও :
1. নদীর উৎস অঞ্চলের অববাহিকাকে কী বলে?
উঃ-নদীর উৎস অঞ্চলের অববাহিকাকে ধারণ অববাহিকা বলে।
2. শুষ্ক অঞ্চলের গিরিখাতকে কী বলে?
উঃ-শুষ্ক অঞ্চলের গিরিখাতকে ক্যানিয়ন বলে।
3. ভারতের উচ্চতম জলপ্রপাতের নাম কী?
উঃ-ভারতের উচ্চতম জলপ্রপাতের যোগ বা জেরসোপ্পা।
4. একটি ত্রিকোণাকার বদ্বীপের নাম করো।
উঃ- গঙ্গা ব্রহ্মপুত্রে মিলিত বদ্বীপ।
5. পৃথিবীর দীর্ঘতম মহাদেশীয় হিমবাহের নাম লেখো।
উঃ-পৃথিবীর দীর্ঘতম মহাদেশীয় হিমবাহের নাম ল্যাম্বার্ট হিমবাহ।
6. হিমরেখা কী?
উঃ- চিরতুষারাবৃত অঞ্চলের নিম্নতম প্রান্তরেখাকে বলে হিমরেখা।
7. হিমবাহ এবং বরফাবৃত পর্বতগাত্রের মধ্যে সৃষ্ট ফাটলকে কী বলে?
উঃ-হিমবাহ এবং বরফাবৃত পর্বতগাত্রের মধ্যে সৃষ্ট ফাটলকে বলে বার্গমুন্ড।
৪. পর্বতের পাদদেশে গঠিত আঁকাবাঁকা শৈলশিরার মতো ভূমিরূপকে কী বলে?
উঃ-পর্বতের পাদদেশে গঠিত আঁকাবাঁকা শৈলশিরার মতো ভূমিরূপকে বলে এসকার।
9. ড্রামলিন অধ্যুষিত অঞ্চলের
ভূপ্রকৃতিকে কী বলে?
উঃ- ঝুড়ি ভর্তি ডিমের অঞ্চল বলে।
10. মরু অঞ্চলে গঠিত ব্যাঙের
ছাতার মতো ভূমিরূপকে কী বলে?
উঃ-মরু অঞ্চলে গঠিত ব্যাঙের
ছাতার মতো ভূমিরূপকে বলে গৌর।
11.মরুভূমিতে দেখতে পাওয়া শুষ্ক নদীখাতকে কি বলে ?1??1. মরুভূমিতে দেখতে পাওয়া শুষ্ক নদীখাতকে কী বলে?
উঃ-মরুভূমিতে দেখতে পাওয়া শুষ্ক নদীখাতকে বলে ওয়াদি।
পরের পর্ব ৩ দেখতে এই লিংকে ক্লিক করুন