![]() |
দশম শ্রেণীর ভূ গোল
অনুশীলন উত্তরপ্রশ্নমান - 1
বিভাগ (A) বহুবিকল্পভিত্তিক প্রশ্ন :
* সঠিক উত্তরটি চিহ্নিত করো (MCQ) :
1. নদী বিভাজিকা থেকে উৎপন্ন নদীগুলির মধ্যবর্তী ঢালু উচ্চভূমিটিকে বলা হয়
(a) জলবিভাজিকা
(b) স্বাভাবিক বাঁধ
(c) অভিক্ষিপ্তাংশ
(d) ভৃগুতট।
উঃ-(a) জলবিভাজিকা
2. নদীর পার্বত্য প্রবাহে ক্ষয়কাজের ফলে গড়ে ওঠে
(a) ফিয়র্ড
(b) কেটেল
(c) সোয়ালো হোল
(d) মন্থকূপ।
উঃ-(d) মন্থকূপ
3. পৃথিবীর সর্বোচ্চ জলপ্রপাতটি হল
(a) যোগ
(b) নায়াগ্রা
(c) অ্যাঞ্জেল
(d) ভিক্টোরিয়া।
উঃ-(c) অ্যাঞ্জেল
4. মিসিসিপি নদীর বদ্বীপ কার মতো?
(a) মাত্রাহীন বাংলা ‘ব’অক্ষরের মতো
(b) পাখির পাখার মতো
(c) পাখির আঙুলের মতো
(d) ধনুকের মতো।
উঃ-(c) পাখির আঙুলের মতো
5. অশ্বক্ষুরাকৃতিহ্রদ গড়েওঠে
(a) নদীর ক্ষয়কাজের ফলে
(b) হিমবাহের ক্ষয়কাজের ফলে
(c) নদীর সঞ্চয়কাজের ফলে
(d) নদীর ক্ষয় ও সঞ্চয়কাজের ফলে।
উঃ-(c) নদীর সঞ্চয়কাজের ফলে
6. সুন্দরবন হল
(a) সক্রিয় বদ্বীপ
(b) পরিণত বদ্বীপ
(c) মৃতপ্রায় বদ্বীপ
(d)'ধনুকাকৃতিবদ্বীপ।
উঃ-(a) সক্রিয় বদ্বীপ
7. পাশাপাশি দুটি করি বা সার্ক গঠিত হলে সৃষ্টি হয়
(a) বোল্ডার ক্লে
(b) অ্যারেট
(c) হিমদ্রোণি
(d) রসেমতানে।
উঃ- (b) অ্যারেট
৪. ড্রামলিন সাধারণত দেখা যায়
(a) পর্বতগাত্রে
(b) পর্বতের পাদদেশের নিম্নভূমিতে
(c) উপকূল অঞ্চলে
(d) মরু অঞ্চলে।
উঃ-(b) পর্বতের পাদদেশের নিম্নভূমিতে
9. ঝুলন্ত উপত্যকা সৃষ্টি হয়
(a) পার্বত্য হিমবাহ দ্বারা
(b) মহাদেশীয় হিমবাহ দ্বারা
(c) উপকূলীয় হিমবাহ দ্বারা
(d) পাদদেশীয় হিমবাহ দ্বারা।
উঃ- (a) পার্বত্য হিমবাহ দ্বারা
10. পেডিমেন্ট গড়ে ওঠে
(a) মরু অঞ্চলে
(b) মেরু অঞ্চলে
(c) উপকূল অঞ্চলে
(d) হিমবাহ অধ্যুষিত অঞ্চলে।
উঃ-a) মরু অঞ্চলে
11. ইয়ারদাঙ গঠিত হয়-
(a) হিমবাহের সঞ্জয়ের ফলে
(b) বায়ুর সঞ্চয়ের ফলে
(c) বায়ুর ক্ষয়কাজের ফলে
(d) জলধারার ক্ষয়কাজের ফলে।
উঃ-(c) বায়ুর ক্ষয়কাজের ফলে
12. বায়ুর গতিপথে আড়াআড়িভাবে গঠিত
অর্ধচন্দ্রাকৃতি বালিয়াড়িকে বলে
(a) সিফ বালিয়াড়ি
(b) বাৰ্খান বালিয়াড়ি
(c) অ্যাকলে বালিয়াড়ি
(d) অধিবৃত্তীয় বালিয়াড়ি ।
উঃ-(b) বাৰ্খান বালিয়াড়ি
বিভাগ (B) অতিসংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন :
শূন্যস্থান পূরণ করো :
1. পাশাপাশি অবস্থিত দুটি নদী অববাহিকাকে পৃথক করে যে উচ্চভূমি তাকে বলে------।
উঃ-জলবিভাজিকা
। 2. উচ্চগতিতে নদীর প্রধান কাজ----
উঃ-ক্ষয় ।
13. পলল শঙ্কু গঠিত হয় পর্বতের----।
উঃ-পাদদেশে।
4. নদী তার গতিপথে সৃষ্ট শিলাধাপের উপর
দিয়ে নেমে এলে সৃষ্টি হয় –
উঃ-খরস্রোত।
15. চিরতুষারাবৃত অঞ্চলের নিম্নতম প্রান্তরেখাকে বলে -----।
উঃ- হিমরেখা।
6. গ্র্যান্ড ব্যাংক হল একটি------।
উঃ-ক্যানিয়ন।
7. কোনো পর্বতশৃঙ্গের চারপাশে করি বা সার্ক গঠিত হলে---- সৃষ্টি হয়।
উঃ-পিরামিড চূড়া।
৪. হিমবাহের সঞ্চয়কাজের ফলে পর্বতগাত্রে--সৃষ্টি হয়।
উঃ-গ্ৰাবরেখা বা মোরেন।
9. হিমবাহের সঞ্চয়ের ফলে উলটানো নৌকার মতো যে ভূমিরূপ গড়ে ওঠে তাকে--- বলে ।
উঃ-ড্রামলিন।
10------অঞ্চলে জিউগেন দেখা যায়।
উঃ-মরু।
11. মরু অঞ্চলে অবস্থিত কঠিন শিলাগঠিত টিলাকে বলে
উঃ-ইনসেলবার্জ।