![]() |
দশম শ্রেণীর ভূগোল ২অধ্যায়
অনুশীলনী উত্তর
●- বিভাগ (A) বিকল্পভিত্তিক প্রশ্ন : প্রশ্নমান - 1
● চিহ্নিত করো (MCQ):
1. বায়ুমণ্ডলের উর্ধসীমা হল (a) 950 কিমি (b) 975 কিমি (c) 10,000 কিমি (d) 10,050 কিমি.
উঃ-(c) 10,000 কিমি
2. বায়ুমণ্ডলের প্রধান গ্যাসীয় উপাদান হল
(a) নাইট্রোজেন (b) হাইড্রোজেন (c) অক্সিজেন (d) হিলিয়াম।
উঃ-নাইট্রোজেন
3. বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের
পরিমাণ (a) 0.003% (b) 0.033% (c) 0.035%(d) 0.023% 15.
উঃ-0.03%
4.বায়ুমণ্ডলে নাইট্রোজেন ও অক্সিজেনের হয়
অনুপাত হল (a) 4 : 1 (b) 1 : 4 (c) 4:3 (d) 2:31
উঃ-(a) 4 : 1
5. ক্ষুব্বমণ্ডল নামে পরিচিত?
(a) স্ট্র্যাটোস্ফিয়ার (b) মেসোস্ফিয়ার (c) ট্রপোস্ফিয়ার (d) আয়নোস্ফিয়ার।
উঃ-(c) ট্রপোস্ফিয়ার
6. একটি নিষ্ক্রিয় গ্যাস হল-
(a) হাইড্রোজেন (b) অক্সিজেন 6
(c) জেনন (d) কার্বন ডাইঅক্সাইড।
উঃ-(c) জেনন
7. অতিবেগুনি রশ্মি শোষিত হয় (a) ট্রপোস্ফিয়ার স্তরে (b) স্ট্র্যাটোস্ফিয়ার
স্তরে (c) ওজোনোস্ফিয়ার স্তরে (d) আণবিক নাইট্রোজেন স্তরে।
উঃ-c) ওজোনোস্ফিয়ার
8. বিমান চলাচলের উপযোগী বায়ুস্তর হল
(a) ট্রপোস্ফিয়ার (b) স্ট্র্যাটোস্ফিয়ার (c) মেসোস্ফিয়ার (d) আয়নোস্ফিয়ার।
উঃ-(b) স্ট্র্যাটোস্ফিয়ার
9. পৃথিবীর তাপমণ্ডলকে প্রধানত
ক-টি ভাগে ভাগ করা হয়?
(a) তিনটি (b) ছয়টি
(c) চারটি (d) পাঁচটি।
উঃ-(a) তিনটি
10. পৃথিবীর অ্যালবেডোর
পরিমাণ (a) 34% (b) 45% (c) 64% (d) 66%।
উঃ-(a) 34%
পরের প্রশ্নগুলি উত্তর দেখুন এই লিংকে ক্লিক করে