Wbbse Class 9 history 2 chapter manush ilan question answer part 1

 

ভৌত বিজ্ঞান নয় অধ্যায় প্রশ্নের উত্তর দেখুন।

নবম শ্রেণী ইতিহাস দ্বিতীয় অধ্যায় অনুশীলন উত্তর বিপ্লবী আদর্শ নেপোলিয়নীয় সম্রাজ্য ও জাতীয়তাবাদ

পরের পর্ব দেখুন

বিভাগ ক বহু বিকল্পভিত্তিক প্রশ্নাবলি

সঠিক উত্তরটি নির্বাচন করো ।

১. ডাইরেক্টরি নামে নতুন প্রজাতন্ত্রী শাসন শুরু হয়েছিল—


A ইংল্যান্ডে © ইটালিতেB ফ্রান্সে © রাশিয়ায়


B ফ্রান্সে


২. দ্বিতীয় জাস্টিনিয়ান নামে অভিহিত হন—

A নেপোলিয়ন।® বিসমার্ক © মেটারনিক

© হিটলার


A নেপোলিয়ন।




৩. ‘কোড নেপোলিয়ন'-এ স্থান পায়—

® ১৮১টি উক্তি© ১২৮১টি উক্তি ® ২৮১টি উক্তি

© ২২৮১টি উক্তি


© ২২৮১টি উক্তি



বিভাগ খা অতিসংক্ষিপ্ত প্রশ্নাবলি

 একটি বাক্যে উত্তর দাও।



১. ডাইরেক্টরি কী?


উত্তর- ফ্রান্সের দুই কক্ষ বিশিষ্ট পাঁচজন ডাইরেক্টর কে নিয়ে যে আইনসভা গঠিত হয়েছিল ‌তাকে ডাইরেক্টরি বলে।


 ২. কে দ্বিতীয় জাস্টিনিয়ান নামে অভিহিত হন?

উত্তর-নেপোলিয়নকে দ্বিতীয় জাস্টিনিয়ান নামে অভিহিত

হন?




 ৩. ফরাসি বিপ্লবের তিনটি মূল আদর্শ কী ছিল?



উত্তর-ফরাসি বিপ্লবের তিনটি মূল আদর্শ ছিল স্বাধীনতার, সাম্যও মৈত্রী।



৪. নেপোলিয়ন কোন্ কোন্ রাজ্যাংশ নিয়ে ‘কিংডম অব ওয়েস্টফেলিয়া’ গঠন করেন?


উত্তর-নেপোলিয়ন হ‍্যানোভার, ব্রান্সউইক , হেসে রাজ্যাংশ নিয়ে ‘কিংডম অব ওয়েস্টফেলিয়া’ গঠন করেন।



 ৫. কোন্ সন্ধির মাধ্যমে নেপোলিয়নকে এলবা দ্বীপে নির্বাসনে পাঠানো হয়?



উত্তর- "ফনটেনব্ল‍্য সন্ধি"র মাধ্যমে নেপোলিয়নকে এলবা দ্বীপে নির্বাসনে পাঠানো হয়‌।



 ৬. কোন রাজবংশের অধীনে বেলজিয়ামকে নেদারল্যান্ডস-এর সঙ্গে যোগ করার সিদ্ধান্ত নেওয়া হয়? 


উত্তর-অরেঞ্জ রাজবংশের অধীনে বেলজিয়ামকে নেদারল্যান্ডস-এর সঙ্গে যোগ করার সিদ্ধান্ত নেওয়া হয়।


৭. কার সঙ্গে নেপোলিয়ন ফনটেন ব্ল্যু চুক্তি স্বাক্ষর করেন?



উত্তর-স্পেনের রাজা চতুর্থ চার্লসের সঙ্গে নেপোলিয়ন ফনটেন ব্ল্যু চুক্তি স্বাক্ষর করেন।

পরের পর্ব দেখুন
Post a Comment (0)
Previous Post Next Post