![]() |
, |
বিভাগ (B) অতিসংক্ষিপ্ত উত্তরভিত্তিকপ্রশ্ন :
প্রশ্নমান - 1
* শূন্যস্থান পূরণ করো :
1. বায়ু গঠনকারী গ্যাসের মধ্যে নাইট্রোজেন ও ---------এই দুটি গ্যাসই প্রধান।
উঃ-অক্সিজেন
2. ট্রপোস্ফিয়ারের ঊর্ধ্বে এবং
ভূপৃষ্ঠ থেকে প্রায় 50 কিমি উচ্চতা পর্যন্ত বায়ুস্তরকে--------বলে।
উঃ-স্ট্র্যাটোস্ফিয়ার
3. অরোরা বোরিয়ালিস দেখা যায়------
অঞ্চলে।
উঃ-সুমেরু
4. মেরুজ্যোতি সৃষ্টি হয়-------স্তরে।
উঃ- থার্মোস্ফিয়ার বা আয়োনোস্ফিয়ার
5. বায়ুমণ্ডলের গঠনে শতকরা------ভাগ
নাইট্রোজেন থাকে।
উঃ- 78 .084%
6. স্ট্যাটোস্ফিয়ার স্তরকে--------
-ও বলা হয়।
উঃ-শান্ত মণ্ডল
7. উল্কাপিণ্ড পুড়ে ছাই হয়ে যায়------
স্তরে।
উঃ- মেসোস্ফিয়ার
৪. হোমোস্ফিয়ারের ঊর্ধ্বসীমা হল------
কিমি।
উঃ-50
9. -------.যন্ত্রের সাহায্যে বায়ুর চাপ মাপা হয়।
সৃষ্টি হয়।
উঃ- ব্যারোমিটার
10. জলীয়বাষ্পের------ফলে বায়ুমণ্ডলে কুয়াশার সৃষ্টি হয়।
উঃ- সংস্পর্শের
11.------বেলায় সমুদ্রবায়ু প্রবাহিত হয়।
উঃ- বিকাল
12. পর্বতের------ঢালে বৃষ্টিচ্ছায়া অঞ্চল দেখা যায়।
উঃ- অনুবাত
* সত্য/মিথ্যা নিরূপণ করো :
1. ট্রপোস্ফিয়ার প্রতি 100 মিটার উচ্চতায় 6.4°C হারে উয়তা হ্রাস পায়।
উঃ-সত্য
2. স্ট্রাটোস্ফিয়ারকে শান্তমণ্ডল বলা
হয।
উঃ-সত্য
3. কুমেরু অঞ্চলের বায়ুস্তরে ওজোন গ্যাসের
ঘনত্ব কমে যাওয়ায় ওজোন গহ্বর সৃষ্টি হয়েছে।
উঃ-সত্য
4. ইনসোলেশান কথাটির বাংলা অর্থ বিগত
সৌরকিরণ।
উঃ-সত্য
5. তাপ পরিমাপকযন্ত্র হল থার্মোমিটার।
উঃ-মিথ্যা
6. সমোষ্বরেখাগুলি সমান উন্নতাজ্ঞাপক কাল্পনিক রেখা।
উঃ-সত্য
7. ক্রমবর্ধমান স্বাভাবিক উয়তা বৃদ্ধিকে
বিজ্ঞানীরা বিশ্ব উয়ায়ন বলেছেন।
উঃ-সত্য
8. থার্মোমিটার যন্ত্রে পারদস্তম্ভের উচ্চতা দেখে বায়ুর চাপ মাপা হয়।
উঃ-মিথ্যা
9. আয়নবায়ুকে বাণিজ্য বায়ু বলে।
উঃ-সত্য
10. বিকালে বা সন্ধ্যার সময় স্থলবায়ুর বেগ সর্বাধিক হয়।
উঃ-মিথ্যা (এখানে কথাটা সমুদ্র বায়ু হবে)
![]() |
Wbbse Class 10 geography 2 chapter anushilan question answer part 2
11. অস্ট্রেলিয়ার উত্তর-পশ্চিম উপকূলে ক্রান্তীয় ঘূর্ণবাতকে হ্যারিকেন বলে।
উঃ-মিথ্যা
12. আকাশে মেঘাচ্ছন্নতার হিসাব অক্টাসে করা হয়।
উঃ-সত্য
পরের পর্ব ৩ দেখুন