বঙ্গভূমির প্রতি (Bongabhumir Proti) প্রশ্ন উত্তর | Class 7 | WBBSE

 বঙ্গভূমির প্রতি (Bongabhumir Proti) প্রশ্ন উত্তর | Class 7 | WBBSE


বঙ্গভূমির প্রতি প্রশ্ন উত্তর


ঠিক উত্তরটি খুঁজে নিয়ে লেখোঃ

 

.বঙ্গভূমির প্রতিকবিতায় যে শীর্ষ উল্লেখটি আছে, সেটি কবি বায়রন-এর রচনা তাঁর রচিত একটি বিখ্যাত গ্রন্থ হলো ডন জুয়ান |

 

. লালবর্ণের পদ্মকোকনদ সেরকম নীল রঙের পদ্মকে ইন্দিবর সাদা রঙের পদ্মকে পুণ্ডরীক বলা হয়

 

সংক্ষিপ্ত উত্তর দাওঃ

 

. মিনতি করি পদে’ – কবি কার কাছে কী প্রার্থনা জানিয়েছেন?

উত্তর – কবি মাইকেল মধুসূদন দত্তবঙ্গভূমির প্রতিকবিতায় স্বদেশ ছেড়ে বিদেশভূমিতে পারি দেওয়ার আগে নিজের মাতৃতুল্য বঙ্গভূমির কাছে প্রার্থনা জানিয়েছেন কবি বলেছেন দেশমাতা যেন তাঁকে সবসময় মনে রাখেন জীবনে চলার পথে যদি  কোনো ভুল হয় তাহলে বঙ্গজননী যেন  তাঁকে ভুলে না যান এমনকি বিদেশ ভূমিতে থাকাকালীন কবির যদি মৃত্যুও হয় তাতে কবির কোনো দুঃখ থাকবে না, বঙ্গজননী যেন কবিকে মনে রাখেন এটাই প্রার্থনা করেছেন

 

.সেই ধন্য নরকুলে’ – কোন মানুষ নরকুলে ধন্য হন?

উত্তর – বঙ্গভূমিকবিতায় মাইকেল মধুসূদন দত্ত নরকুল বলতে মানবকুল কে বুঝিয়েছেন তিনি বলেছেন কোনো মানুষের মৃত্যুর পর মানবকুল যদি তাকে সম্মানের সাথে শ্রদ্ধার আসনে বসিয়ে মনে রাখে তখন ওই মৃত ব্যক্তিটি ধন্য হয়ে ওঠে

 

গদ্যরূপ লেখোঃ

 

শব্দ

গদ্যরূপ

পরমাদ

প্রমাদ

যাচিব

চাইবো

কহ

বলো

যথা

যেমন

জন্মিলে

জন্ম নিলে

দেহ

দাও

হেন

এইরকম

সাধিতে

সাধন করা

 

শূন্যস্থানে উপযুক্ত বিশেষণে বসাওঃ

উত্তর – মনের মন্দির, অমৃত হ্রদ , মধুময় তামরস

 

5 পদ পরিবর্তন করে বাক্য রচনা করোঃ

 

বিশেষ্য

বিশেষণ

বাক্যরচনা

মধু

মধুর

দুই ভাইয়ের মধ্যে এক মধুর সম্পর্ক আছে

প্রকাশ

প্রকাশিত

কাল মাধ্যমিকের ফলাফল প্রকাশিত হবে

দেহ

দৈহিক

অলস মানুষেরা দৈহিক শ্রমের মূল্য বোঝে না

অমর

অমরত্ব

অসুরের দল অমৃত পান করে অমরত্ব লাভ করতে চেয়েছিল

দোষ

দোষী

বিচারকের বিচারে লোকটি দোষী হয়েছে

বসন্ত

বাসন্তী

আমার একটা বাসন্তী রঙের পাঞ্জাবি আছে

দৈব

দেব

হিন্দু মতে দেব দেবী দের মূর্তি পূজিত হয়

 

6 বিপরীতার্থক শব্দ লেখোঃ

 

শব্দ

বিপরীত শব্দ

প্রবাস

স্বদেশ

অমর

নশ্বর

স্থির

অস্থির

জীবন

মরণ

অমৃত

গরল

 

7পরমাদশব্দটি কোন মূল শব্দ থেকে এসেছে?

উত্তর – পরমাদশব্দটি প্রমাদ মূল শব্দ থেকে এসেছে

 

8 কবির নিজেকে বঙ্গভূমির দাস বলার মধ্যে দিয়ে তাঁর কোন মনোভাবের পরিচয় মেলে?

উত্তর – কবি মাইকেল মধুসূদন দত্তবঙ্গভূমির প্রতিকবিতায় নিজেকে বঙ্গভূমির দাস বলেছেন তিনি বঙ্গমাতার সেবা করার জন্য অত্যন্ত আগ্রহী তাই নিজেকে বঙ্গভূমির দাস বলার মধ্য দিয়ে এই দেশের প্রতি কবির শ্রদ্ধাজ্ঞাপন মনোভাবের পরিচয় মেলে

 

9মধুহীন কোরো না গো’ – ‘মধুশব্দটি কোন দুটি অর্থে প্রযুক্ত হয়েছে?

উত্তর – প্রশ্নোদ্ধৃত অংশটি কবি মাইকেল মধুসূদন দত্তবঙ্গভূমির প্রতিকবিতা থেকে নেওয়া হয়েছে এখানেমধুশব্দটি কবি নিজেকে এবং পদ্মের মধুকে বুঝিয়েছেন

 

10 কবিতা থেকে পাঁচটি উপমা বা তুলনাবচক শব্দ খুঁজে নিয়ে লেখো

উত্তর – মনঃকোকনদ , জীব-তারা , দেহ-আকাশ, জীবন-নদ, অমৃত-হ্রদ, স্মৃতিজল

 

11মন্দিরশব্দটির আদি প্রচলিত অর্থ দুটি লেখো

উত্তর – মন্দির শব্দের আদি অর্থ গৃহ বা বাড়ি এবং প্রচলিত অর্থ দেবালয় বা দেবতাদের উপাসনাগার

 

12 কবিতাটিতে কোন কোন ঋতুর উল্লেখ রয়েছে?

উত্তর – কবিতাটিতে বসন্ত, শরৎ কালের উল্লেখ রয়েছে

 

13মানসশব্দটি কবিতায় কোন কোন অর্থে ব্যবহৃত হয়েছে?

উত্তর –  মানসশব্দটি কবিতায় কবি নিজের দেশের মানুষদের মন এবং মানস সরোবরের অর্থে ব্যবহার করেছেন

 

14 কবির দৃষ্টিতে নশ্বর মানুষ কীভাবে অমরতা লাভ করতে পারে তা লেখো

উত্তর – মানুষের আয়ু চিরস্থায়ী নয়, জন্ম নিলে মৃত্যু হবেই এটাই প্রকৃতির নিয়ম তাই মানুষ কখনোই অমরতা লাভ করতে পারে না কিন্তু ভালো কাজের মধ্য দিয়ে কোনো সাধারণ মানুষ আজীবন অন্য মানুষের মনে চিরজীবী লাভ করতে পারে এইভাবেই কবির দৃষ্টিতে নশ্বর মানুষ অমরতা লাভ করতে পারে


<< Read More >>

 

Class 7 All Subject Solution >>

Click Here

Post a Comment (0)
Previous Post Next Post