মন ভালাে করা (mone valo kora) প্রশ্ন উত্তর | Class 6 | Chapter 4 | WBBSE

মন ভালাে করা (mone valo kora) প্রশ্ন উত্তর | Class 6 | Chapter 4 | WBBSE


 মন ভালাে করা


. শক্তিচট্টোপাধ্যায়কোনকলেজেরছাত্রছিলেন?

উত্তর - শক্তি চট্টোপাধ্যায় কলকাতারবিখ্যাত প্রেসিডেন্সি কলেজের ছাত্র ছিলেন'

 

. ভঁররচিতদুটিকাব্যগ্রন্থেরনামলেখাে

উত্তর - তার রচিত দুটিকাব্যগ্রন্থ হল যেতে পারিকিন্তু কেন যাবাে সােনার মাছি খুন করেছি

 

. নীচের শব্দগুলির বিপরীতার্থক শব্দ লিখে তা দিয়ে বাক্যরচনা করাে :

হ্রস্ব, খর, শান্ত

উত্তর – হ্রস্ব = দীর্ঘতুমি দীর্ঘজীবী হও!

খর = ধীর/শান্তধীরপ্রকৃতির ছাত্রছাত্রীরা সফল হয়

শান্ত= চঞ্চলছেলেটি বড়ােই চলকিন্তু বুদ্ধিমান

 মন ভালাে করা (mone valo kora) প্রশ্ন উত্তর


. নীচের শব্দগুলিকোনমূলশব্দথেকেএসেছেলেখাে:  

রােদুর, গা

উত্তর - বােদ্ব = রৌদ্র > রােদুর | গা= গাত্র > গা।।

 

8. ‘হাওয়ায়-বাতাসেপাতারাওনড়ে-হাওয়াবাতাসেরমতােএকইঅর্থবােধকপাঁচটিশব্দবন্ধরচনাকরেস্বাধীনবাক্যেপ্রয়ােগকরাে

উত্তর - কাগজপত্র-কাগজপত্র না দেখে কিছুবলা যাবে না

হাটেবাজারেআজকাল হাটেবাজারে লােকসমাগমবেড়েছে

মাঠ ময়দানেগ্রামের মাঠ ময়দানে এখনখেলাধুলা কম হয়

চিঠিপত্রমােবাইল ব্যবহারের ফলে চিঠিপত্র লেখাকমে গেছে

মাথামুণ্ডুতােমার কথার মাথামুণ্ডুআমার বােধগম্য হচ্ছে না

 

. মন-ভালাে-করা, নীল-নীলান্তরমতােএকাধিকশব্দবন্ধতৈরিকরাে

উত্তর - ননীর-পুতুলচঁাদের-কিরণ

 

. গদ্যে লেখাে: মন-ভালাে-করারােদুরকেন/মাছরাঙাটিরগায়েরমতন

উত্তর - মন ভালাে করারৌদ্র মাছরাঙার গায়ের মতন হবারকারণ জানাও

 মন ভালাে করা (mone valo kora) প্রশ্ন উত্তর


. নীচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখাে :

 

৭.১ কবিতায় কবিমনেকোনকোনপ্রশ্নজেগেছেতানিজেরভাষায়লেখাে

উত্তর - কবিতায় কবিমনে প্রশ্ন জেগেছেমন ভালাে করা রােদুরেররং মাছরাঙাটির গায়ের রং এরমতাে হবার কারণ কীমাছরাঙটিরগাত্রবর্ণ কেন খর, শান্ত, লাল, হলুদ সবুজাভযা সূর্যের সাত রং এরসঙ্গে তুলনীয়

 

৭.২ মন ভালােকরারােদ্দরকেকবিকীসেরসঙ্গেতুলনাকরেছেন?

উত্তর - মাছরাঙা পাখির গায়ের রংলাল, হলুদ সবুজরঙের মিশ্রণ দেখা যায় কবিমন ভালাে করা রােদ্দরকে| মাছরাঙা পাখির গাত্রবর্ণের সঙ্গেতুলনা করেছেন

 

৭.৩ মাছরাঙা পাখিররংকবিরচোখেকীভাবেধরাপড়েছে?  

উত্তর - মাছরাঙা পাখির গায়ের রং বিচিত্র বর্ণের সমাবেশসেখানে খর শান্ত, লাল, হলুদ সরজেরআভা দেখা যায়মাছরাঙা পাখির গায়ের রংকবির নাকে ভালাে করেদেয়

 

৭.8 গাছের ডালে বসা মাছরাঙাপাখিটিকীভাবেকবিকঙ্গনাকেপ্রভাবিতকরেছে, তাবুঝিয়েদাও

উত্তর - সৌন্দর্যপিয়ানী কানাপ্রবণ কৰি শক্তি চট্টোপাধ্যায়মাছরাঙা পাখির বিচিত্র বর্ণদেখে মুগ্ধ হয়েছিলেনকল্পনার টিকে করি মাছরাঙাপাখির গাত্রবর্ণে সূর্যের বিচিত্র বর্ণচ্ছটার হদিশ পেয়েছিলেনসেই দৃশ্য উপভােগ করেকবিচিত্ত আনন্দে আত্মহারা হয়েছিল তাইতিনি তাৎক্ষণিক দুঃখকে বিস্মৃত হয়েআনন্দে মাতােয়ারা হয়ে উঠেছিলেন

<< Read More >>

Class 6 English (Blossoms) Solutions >> 

Click Here

 

Class 6 Bengali (সাহিত্যমেলা ) Solutions >> 

Click Here

 

Class 6 পরিবেশ ও বিজ্ঞান  Solutions >> 

Click Here


Class 6 অতীত ও ঐতিহ্য Solutions >> 

Click Here


Class 6 গণিত প্রভা  Solutions >> 

Click Here

Post a Comment (0)
Previous Post Next Post