পাইন দাঁড়িয়ে আকাশে নয়ন তুলি প্রশ্ন উত্তর | Class 6 | Chapter 3 | WBBSE

পাইন দাঁড়িয়ে আকাশে নয়ন তুলি প্রশ্ন উত্তর | Class 6 | Chapter 3 | WBBSE


 পাইন দাঁড়িয়ে আকাশে নয়ন তুলি


. কবি হাইনরিখ হাইনের জন্মস্থান কোথায়?

উত্তর - জার্মানির রাইন নদী তীরবর্তীডুসেলডর্ফ শহরে হাইনের জন্ম

 

 .কবি হাইনের লেখা দুটি কবিতার বইয়ের নাম লেখাে

উত্তর - জার্মানিএক শীতের রুপকথাএবং উত্তর সাগর গীতিকাহল কবি হাইনের লেখাদুটি কবিতাগ্রন্থ

 

. কবি হাইনের লেখা দুটি গদ্যগ্রন্থের নাম লেখাে

উত্তর - ধর্মের ইতিহাস এবংফরাসি পরিস্থিতি তার দুটি গদ্যগ্রন্থেরনাম

 

. ঠিক উত্তরের উপরে  দাও :

 

. (উত্তরে/দক্ষিণে/পশ্চিমে) বুনাে নগ্ন পাহাড় পাইন দাঁড়িয়ে

উত্তর – উত্তরে বুনােনগ্ন পাহাড়ে পাইন দাঁড়িয়ে

 

. যেন বরফের(সােনালি/রূপালি/সবজে) কাপড় পরে

উত্তর - যেন বরফের রূপালি কাপড় পরে 

 

. মরুতটে দাঁড়িয়ে রয়েছে (পাইন/পাম/খেজুর) গাছ

উত্তর - মরুতটে দাঁড়িয়ে রয়েছেখেজুর গাছ

 

. জার্মানভাষায়কবিতালেখেননিগােয়ঠে/রিলকে/ শেক্সপিয়র)

উত্তর - জার্মান ভাষায় কবিতা লেখেননিশেক্সপিয়র |

 পাইন দাঁড়িয়ে আকাশে নয়ন তুলি প্রশ্ন উত্তর


. নীচের প্রশ্নগুলির দু-একটি বাক্যে উত্তর লেখাে :

 

. পাইনগাছসাধারণতকোন্অঞ্চলেদেখতেপাওয়াযায়?

উত্তর - সাধারণত পাহাড়ি অঞ্চলে পাইন গাছদেখতে পাওয়া যায়

 

. পাইনগাছকীধরনেরপােশাকপরেআছেবলেকবিরমনেহয়েছে?

উত্তর - কবির মনে হয়েছেপাইন গাছ রুপালি কাপড়পরে দাঁড়িয়ে আছে

 

. পামগাছকোথায়দাঁড়িয়েআছে?

উত্তর - মরুতটে পামগাছ দাঁড়িয়েআছে

 

. পাইনগাছকীভাবেস্বপ্নদেখে?

উত্তর - তুষারাবৃত পাহাড়ে দাঁড়িয়ে পাইন গাছ দলেদলে স্বপ্নে দেখে মরতটে পামগাছকষ্ট সহ্য করে দাঁড়িয়েআছে

 

. নীচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখাে :

 

. পামগাছেরবুকবেদনায়ভরাকেন?

উওর পামগাছসূর্যকিরণে দগ্ধ হয়ে উয়মরুভূমিতে দাঁড়িয়ে থাকে সেঅনেক কষ্ট সহ্য করেবলে পামগাছের বুক বেদনায়-ভরা

 

. পাইনগাছকীস্বপ্নদেখে?

উত্তর - বরফ ঢাকা পাহাড়েঅবস্থান করে পাইন গাছেমরুতটে উয় আবহাওয়ায় থাকাপামগাছের কষ্ট অনুভব করে সেস্বপ্ন দেখে পামগাছ মরুতটেবেদনাভরা হৃদয়ে দাঁড়িয়ে কতকষ্টভােগ করে

 

. বরফেরদেশেরপাইনগাছ, মরুভূমিরপামগাছেরস্বপ্নদেখেকেন?

উত্তর - অবস্থানজনিত কারণে বরফের দেশেরপাইন গাছ সুখেই বাসকরে সেস্বপ্নে ভাবে মরুভূমির পামগাছগরম বালির মধ্যে বহুকষ্ট সহ্য করে দিনকাটায় সুখীপাইন গাছ দুখী পাইনগাছের কথা স্বপ্নে ভাবেএবং কষ্টভােগ করে

 পাইন দাঁড়িয়ে আকাশে নয়ন তুলি প্রশ্ন উত্তর


. মরুভূমিমরুতটশব্দদুটি লক্ষ করাে :

মরু + ভূমি = মরুভূমি মরু+ = মরুতট

একইভাবেসূর্য নয়ন এরসঙ্গে একাধিক শব্দ যােগকরে নতুন শব্দ তৈরিকরাে

উত্তর -

সূর্য= সূর্য + আলােক = সূর্যালােক

সূর্য= সূর্য + সম = সূর্যসম

সূর্য= সূর্য + কিরণ = সূর্যকিরণ

নয়ন= নয়ন + কমল = নয়নকমল

নয়ন= নয়ন + গােচর = নয়নগােচর

নয়ন= নয়ন + তারা = নয়নতারা


. সমগ্র কবিতাটিরমধ্যেকতকগুলিবিশেষণখুঁজেপাওলেখাে

উত্তর - বুনাে, নগ্ন, রূপালি তপ্ত

 

. নানারকম গাছেরনামলিখেনীচেরছকটিপূরণকরাে:

উত্তর -

পার্বত্য অঞ্চল

মরু অঞ্চল

পাইন, বাঁশ, শাল, সেগুন, ওক, ফার

বাবলা, খেজুর, পাম, ফণিমনসা

 পাইন দাঁড়িয়ে আকাশে নয়ন তুলি প্রশ্ন উত্তর


৮. পার্বত্য অঞ্চল ও মরুভূমি অঞ্চলের ভূপ্রকৃতি ফুটিয়ে তুলতে তুমি নীচের মানস মানচিত্রে কী কী।

শব্দ ব্যবহার করবে? তমি এর মধ্যে যে কোনাে একটিতে মানস অভিযানে গেলে কী কী জিনিস সঙ্গে নেবে? সেই অভিযানের কাল্পনিক বিবরণ কয়েকটি বাক্যে লেখাে।

 

উত্তর -

পার্বত্য অঞ্চল

মরু অঞ্চল

চড়াই উতরাই

তুষার

উইলাে/ফার

ছােটো ঝরনা

পাকদণ্ডি

জলাভাব

বালিয়াড়ি

মরীচিকা

মরুদ্যান

ফণিমনসা/বাবলা

 

পার্বত্য অঞ্চলেমানসঅভিযানেযাবারসময়আবশ্যকীয়যেদ্রব্যসামগ্রীসঙ্গেনেবতাহল-

জুতাে, ছাতা, শুকনাে বাবার, আইসপ্যাক, স্লিপিং ব্যাগ


অভিযানের কাল্পনিকবিবরণ: পাহাড়ি পথে প্রচণ্ড ঠান্ডা তাইসকালে অভিযানের প্রস্তুতিস্বরূপ জুতাে মােজা জ্যাকেটপরে পিঠে রুকস্যাক নিয়েপায়ে হেঁটে অভিযান শুরুকরলাম শালপাইনের জঙ্গলের মধ্য দিয়ে সরুপথ অনুসরণ করে হাঁটাশুরু হল দিনভর হাঁটতে হাঁটতে দূর দূরান্তে পাহাড়ি নদী, জলপ্রপাত আর বরফে ঢাকা পাহাড়ের চূড়া দেখতে পেলাম। অনেক চড়াই-উতরাই পেরিয়ে, আমি সন্ধ্যার আগে একটি ছোট পাহাড়ি জলপ্রপাতের কাছে দিনের ট্রিপ শেষ করে রাতের জন্য তাঁবু খাই। স্লিপিং ব্যাগের নীচে একটি আরামদায়ক এবং নিরবচ্ছিন্ন রাত। পরের দিন ভিরে সুন্দর সূর্যোদয় দেখে মনটা পুলকিত হলো। সূর্যের রশ্মি তুষার-ঢাকা পাহাড়ের উপর পড়েছিল এবং একটি সুন্দর ছায়া ফেলেছিল যা আমার হৃদয়কে পূর্ণ করেছিল। দিন বাড়ার সাথে সাথে আমরা আমাদের ব্যাগ গুছিয়ে দ্বিতীয় দিনের জন্য আবার যাত্রা শুরু করলাম।

পাইন দাঁড়িয়ে আকাশে নয়ন তুলি প্রশ্ন উত্তর


<< Read More >>

Class 6 English (Blossoms) Solutions >> 

Click Here

 

Class 6 Bengali (সাহিত্যমেলা ) Solutions >> 

Click Here

 

Class 6 পরিবেশ ও বিজ্ঞান  Solutions >> 

Click Here


Class 6 অতীত ও ঐতিহ্য Solutions >> 

Click Here


Class 6 গণিত প্রভা  Solutions >> 

Click Here

Post a Comment (0)
Previous Post Next Post