সংবাদপত্রে চিঠি হাসপাতালের সামনে জোরে মাইক বাজানো অমার্জনীয় অপরাধ। এই মর্মে সচেতনতা গড়ে তোলার জন্য

 হাসপাতালের সামনে জোরে মাইক বাজানো অমার্জনীয় অপরাধ। এই মর্মে সচেতনতা গড়ে তুলতে সংবাদপত্রে চিঠি 

 

আজকাল পত্রিকা

বিবিসি গাঙ্গুলী স্ট্রীট
কলকাতা ৭০০০০৩                         
 হাসপাতালের সামনে জোটে মাইক বাজানো

মাননীয় সম্পাদক মহাশয় ,
           , আমাদের ব্লক স্বাস্থ্য কেন্দ্রের সামনে গত কয়েকদিন ধরে কিছু লটারি টিকিট বিক্রেতা জোরে জোরে মাইক বাজিয়ে তাদের টিকিট বিক্রি করে। সকাল দশটা হইতে রাত্রি আটটা নটা পর্যন্ত তারা জোরে জোরে মাইক বাজায় । এর ফলে সরকারি হাসপাতালে পরিষেবা বিঘ্ন হয়। অনেক রোগীদের অসুবিধা হয়। রোগীর সঙ্গে আসো আত্মীয়দের নানা সমস্যার মধ্যে পড়তে হয় । ওই জোরে জোরে মাইক বাজানোর জন্য আপনি যদি এ বিষয়ে একটা প্রতিবেদন তৈরি করে আপনার সংবাদপত্রে তুলে ধরেন, তাহলে হয়তো মাইক বাজানো বন্ধ হতে পারে । কারণ  হাসপাতালের সামনে মাইক বাজানো আমার জন্য অপরাধ বলে আমরা জানি। এটা যদি আপনি একটু সচেতনামূলকভাবে জনস্বার্থে প্রচার করে তাহলে উপকৃত হইবো।


                                 নমস্কারান্তে
      বাগুইহাটি                সুবীর সেন
সুতা নটি থানা
জেলা নদীয়া
১২ই জানুয়ারি, ২০১৫

শিক্ষামূলক ভ্রমণের অংশগ্রহণ করার জন্য প্রধান শিক্ষকের নিকট চিঠি

 

 বিষয় : ক্রীড়া প্রতিযোগিতা সাফল্যের পরিপ্রেক্ষিতে প্রধান শিক্ষকের কাছে  ছুটির আবেদন ।

Post a Comment (0)
Previous Post Next Post