ঝড় (Jhar) অনুশীলনী প্রশ্ন উত্তর | Class 5 | Chapter 11 | WBBSE

 ঝড় (Jhar) অনুশীলনী প্রশ্ন উত্তর | Class 5 | Chapter 11 | WBBSE


ঝড়

কবিতার প্রশ্ন উত্তর আলোচনা :

 

. ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো :

 

. পশ্চিমবঙ্গে কালবৈশাখী যে ঋতুতে হয় – (গ্রীষ্ম/ বর্ষা/ শরৎ/ শীত)

উত্তর : পশ্চিমবঙ্গে কালবৈশাখী যে ঋতুতে হয়গ্রীষ্ম

 

. দিনের যে সময়ে কালবৈশাখী ঝড় আসে (সকাল/ দুপুর/ বিকেল/ রাত)

উত্তর : দিনের যে সময়ে কালবৈশাখী ঝড় আসে বিকেল

 

. যখন ঝড় ওঠে, তখন আকাশ থাকে (কালো/ লাল/ নীল/ সাদা)

উত্তর : যখন ঝড় ওঠে, তখন আকাশ থাকে কালো

 

. গ্রীষ্মের একটি ফুল হল (গাঁদা/ গন্ধরাজ/ চাঁপা/ পদ্ম)

উত্তর : গ্রীষ্মের একটি ফুল হল চাঁপা


. ‘স্তম্ভের সঙ্গেস্তম্ভ মিলিয়ে লেখো :

উত্তর :

 

মাঝি

নাইয়া

ঝড়

প্রবল হাওয়া

সাগর

সমুদ্র

চাঁপা

চম্পক

এলোমেলো

অগোছালো

 

. ‘চেয়েভারীশব্দদুটিকে দুটি আলাদা আলাদা অর্থে বাক্যে ব্যবহার করো :

উত্তর :

চেয়েতাকিয়ে থেকে, অপেক্ষা

ভারীওজনবিশিষ্ট ভারবহনকারী

 

. বিশেষ্য বিশেষণ আলাদা করে লেখো :

 

উত্তর :

 

বিশেষ্য

বিশেষণ

বাতাস

এলোমেলো

বন

চাঁপা

জল

কালো

দোয়াত

কালি

ঠোঁট

কোমল

 

. ক্রিয়ার নীচে দাগ দাও :

 

. কোথা থেকে বাতাস এল

উত্তর : কোথা থেকে বাতাস এল

 

. আসলো মাঝি তাড়াতাড়ি

উত্তর : আসলো মাঝি তাড়াতাড়ি


. আমি তোমার মেঝের উপর ঢালি

উত্তর : আমি তোমার মেঝের উপর ঢালি

 

. পালিয়ে গেল অনেক দূরে

উত্তর : পালিয়ে গেল অনেক দূরে

 

. চেয়ে দেখি আকাশখানা এক্কেবারে কালো

উত্তর : চেয়ে দেখি আকাশখানা এক্কেবারে কালো

 

. কোনটি বেমানান, তার নীচে দাগ দাও :

 

. হাটবার, মাঠের ধার, দুপুরবেলা, ঝড়, কালি

উত্তর : হাটবার, মাঠের ধার, দুপুরবেলা, ঝড়, কালি

 

. কালো আকাশ, বকুলতলা, চাঁপার বন, কালো জল, হাটবার

উত্তর : কালো আকাশ, বকুলতলা, চাঁপার বন, কালো জল, হাটবার

 

.. ছেলে, কালির দোয়াত, মেঝে, ফেলে দেওয়া কালি, মাঠের ধার

উত্তর : ছেলে, কালির দোয়াত, মেঝে, ফেলে দেওয়া কালি, মাঠের ধার

 

. আকাশ, বিদ্যুৎ, ঝড়, সাত সমুদ্র, কালির দোয়াত

উত্তর : আকাশ, বিদ্যুৎ, ঝড়, সাত সমুদ্র, কালির দোয়াত

 

. বাতাস, মাঝি, ঝড়, জল, ঘর

উত্তর : বাতাস, মাঝি, ঝড়, জল, ঘর

 

. ‘অন্ধকারশব্দটির মতোন্ধএর প্রয়োগ আছে, এমন পাঁচটি শব্দ তৈরি করো :

উত্তর : বন্ধ, গন্ধ, সিন্ধু, সন্ধান, প্রবন্ধ

 

. এলোমেলো  বর্ণগুলিকে সাজিয়ে শব্দ তৈরি করো :


লো লো মেএলোমেলো

 

না কা খাআকাশখানা

 

ড়া ড়ি তা তাতাড়াতাড়ি

 

কে ক্কে বা এক্কেবারে

 

লা কু বকুলতলা

 

. শূন্যস্থান পূরণ করো :

 

. আকাশখানা এক্কেবারে কালো

 

. আসলো মাঝি তাড়াতাড়ি

 

. আমার যেন লাগল ভারী ভালো

 

. হাসল কোমল ঠোঁট মেলে

 

. কালির দোয়াত কেমন করে হঠাৎ দিল ফেলে

 

১০. বাক্য রচনা করো :

 

হাট - আমাদের এখানে সপ্তাহে ২ দিন হাট বসে ।

ভালো - আপনি নিজে ভালো থাকুন , অপরকেও ভালো রাখুন ।

সময় - সময় পেরিয়ে গেলে আর পাওয়া যাই না ।

পাড়ি - আমার বাড়ি নদী পারি ।

ভীষণ - আজ ভীষণ ঠান্ডা পড়েছে ।

 

১১. বিপরীতার্থক শব্দ লেখো :

 

এলোমেলোগোছানো

 

তাড়াতাড়িদেরি

 

কোমলকঠোর

 

জ্বেলেনিভিয়ে

 

দূরেকাছে

 

১২. প্রদও সূত্র অনুসারে একটি গল্প তৈরি করো :

 

তুমি একাবিরাট মাঠআকাশে ঘন মেঘগাছের পাতা নড়ছে নাঝড় এলপ্রবল বৃষ্টিকোথাও আশ্রয় নিলেঝড় থামলে রাতে বাড়ি ফিরলে

 

আমি একা বিরাট মাঠের এক গাছ তলায় বসে আছি তার অপেক্ষায় , সময় টা ছিল বিকাল বেলা হঠাৎ দেখি পূর্ব আকাশে ঘন মেঘ আসছে সাথে নিয়ে আসছে বিকট শব্দ যা ছিল বাজের দেখতে দেখতে ১৫ মিনিটের মধ্যে ঝড় চলে এল মাঠের মধ্যে থাকা ধুলো , প্লাস্টিক সব উড়তে লাগলো আর তার সাথে এল প্রবল বৃষ্টি তাই আমি ছুটতে লাগলাম ছুটতে ছুটতে একটা ভাঙা বাড়িতে গেলাম ঘন্টা পর ঝড় থামলো আমিও বাড়ি এলাম


১৩. ‘কোমলকমলশব্দযুগলের অর্থপার্থক্য বাক্য রচনা করে বুঝিয়ে দাও

উত্তর : কোমলনরম কমলপদ্ম

 

১৪. কোনটি কোন শ্রেণির বাক্য লেখো :

 

১৪. ওই এসেছে ঝড় !

উত্তর : বিস্ময়বোধক বাক্য

 

১৪. ঝড় কারে মা কয় ?

উত্তর : প্রশ্নবোধক বাক্য

 

১৪. কেমন জানি করল আমার মন !

উত্তর : বিস্ময়বোধক বাক্য

 

১৪. চেয়ে দেখিআকাশখানা এক্কেবারে কালো

উত্তর : বর্ণনামূলক বাক্য

 

১৪. পালিয়ে গেল অনেক দূরেসাত সাগরের পার

উত্তর : বর্ণনামূলক বাক্য

 

১৫. মৈত্রেয়ী দেবীর লেখা দুটি বইয়ের নাম লেখো

উত্তর : মৈত্রেয়ী দেবীর লেখা দুটি বইয়ের নাম হলমংপুতে রবীন্দ্রনাথ’, ‘স্বগের কাছাকাছি

 

১৫. তিনি কত সালেপদ্মশ্রীউপাধি পান ?

উত্তর : তিনি ১৯৭৭ সালেপদ্মশ্রীউপাধি পান

 

১৬. নীচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো :


১৬. কবিতায় শিশুর দল ছুটে চলে যেতে চেয়েছিল কেন ?

উত্তর : কবি মৈত্রেয়ী দেবীর লেখাঝড়কবিতায় শিশুর দল দুপুরবেলা যখন মাঠের ধারে খেলছিল সেই সময় হঠাৎ করে কোথা থেকে বাতাস এল অন্ধকারে সমস্ত দিক কীভাবে যেন ঢেকে গেল তাই দেখে শিশুর দল ভয়ে ছুটে যেতে চেয়েছিল

 

১৬. দুপুরবেলা চারিদিক অন্ধকার হয়ে গেল কেন ?

উত্তর : কবি মৈত্রেয়ী দেবীর লেখাঝড়কবিতায় দুপুরবেলা হঠাৎ করে কোথা থেকে এলোমেলো বাতাস বয়ে ঝড় এল তাই দুপুরবেলা চারিদিক অন্ধকার হয়ে গেল

 

১৬.পালিয়ে গেল অনেক দূরে’ – কে পালিয়ে গেল ? পালিয়ে সে কোথায় গেল ?

উত্তর : কবি মৈত্রেয়ী দেবীর লেখাঝড়কবিতায় ঝড় পালিয়ে গেল পালিয়ে সে সাত সাগরের পারে গেল

 

১৬. ঝড়ের সঙ্গে শিশুর মনে কীসের তুলনা কবিতায় ধরা পড়েছে ?

উত্তর : কবি মৈত্রেয়ী দেবীর লেখাঝড়কবিতায় ঝড়ের সঙ্গে শিশুর মনে দোয়াতের কালির তুলনা কবিতায় ধরা পড়েছে শিশুটির মনে হয়েছিল সে যেমন করে দোয়াত থেকে কালি মেঝের উপর ঢেলে দেয়, তেমনই কোনো ছেলে যেন আকাশের উপর দোয়াতের কালি ঢেলে দিয়েছে

 

১৬.ঝড়’-এর বর্ণনা দিতেমেঘ করে আসাআরবিদ্যুৎ চমকানো কথা কবিতায় কোন কোন পঙক্তিতে ফুটে উঠেছে ?

উত্তর : ‘ঝড়’-এর বর্ণনা দিতেমেঘ করে আসাকবিতায় দ্বিতীয় পঙক্তিতে আরবিদ্যুৎ চমকানো কথা কবিতায় শেষ পঙক্তিতে ফুটে উঠেছে

 

১৬. ঝড়ের সময় নদী বা সমুদ্রে থাকলে কী ধরনের বিপদ ঘটতে পারে বলে তোমার মনে হয় ?

উত্তর : ঝড়ের সময় নদী বা সমুদ্রে থাকলে নানান বিপদ ঘটতে পারে ঝড়ের সময় নদী বা সমুদ্রে প্রবল ঢেউ ওঠে তাই সেই সময় নদী বা সমুদ্রে থাকলে ঢেউয়ের দোলায় জলযান উল্টে গিয়ে ডুবে যাওয়ার সম্ভাবনা থাকে বলে আমার মনে হয়

 

১৬. সাতটি সাগরের নাম তোমার শিক্ষকের থেকে জেনে খাতায় লেখো

উত্তর : সাতটি সাগরের নাম হলআর্টিক মহাসাগর, উত্তর আটলান্টিক মহাসাগর, দক্ষিণ আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর, উত্তর প্রশান্ত মহাসাগর, দক্ষিণ প্রশান্ত মহাসাগর, দক্ষিণ (বা অ্যান্টার্কটিক) মহাসাগর

 

১৬. কোনো একটি দিনে তোমার ঝড় দেখার কথা বন্ধুকে একটি চিঠি লিখে জানাও

 

প্রিয়  রাজা ,

 

আমি একা বিরাট মাঠের এক গাছ তলায় বসে আছি তার অপেক্ষায় , সময় টা ছিল বিকাল বেলা হঠাৎ দেখি পূর্ব আকাশে ঘন মেঘ আসছে সাথে নিয়ে আসছে বিকট শব্দ যা ছিল বাজের দেখতে দেখতে ১৫ মিনিটের মধ্যে ঝড় চলে এল মাঠের মধ্যে থাকা ধুলো , প্লাস্টিক সব উড়তে লাগলো আর তার সাথে এল প্রবল বৃষ্টি তাই আমি ছুটতে লাগলাম ছুটতে ছুটতে একটা ভাঙা বাড়িতে গেলাম ঘন্টা পর ঝড় থামলো আমিও বাড়ি এলাম |

ইতি

রাহুল


Post a Comment (0)
Previous Post Next Post