সপ্তম শ্রেণী ইতিহাস আজকের ভারত: সরকার, গণতন্ত্র ও স্বায়ৰ্ত্তশাসন প্রশ্ন উত্তর | নবম অধ্যায়

 সপ্তম শ্রেণী ইতিহাস আজকের ভারত: সরকার, গণতন্ত্র ও স্বায়ৰ্ত্তশাসন প্রশ্ন উত্তর | নবম অধ্যায় |7th Class History Today's India: Government, Democracy and Autonomy Question Answers | Chapter Nine


ইতিহাস
প্রশ্ন উত্তর

 

 

1. দু - এককথায়উত্তরদাও:

 

1সরকারশব্দটিকোথাথেকেএসেছে?

উত্তর - ফারসিশব্দ থেকে এসেছে

 

2 বিচারবিভাগেরকাজকী?

উত্তর - সংবিধানেরনিয়মানুসারে দেশ শাসন হচ্ছেকিনা , জনগণের স্বার্থ রক্ষাহচ্ছে কিনা , আর কেউনিয়ম ভাঙলে তার প্রতিব্যবস্থা নেওয়াই হল বিচার বিভাগেরকাজ

 

3 গ্রামপঞ্চায়েতপ্রধানকেকীবলাহয়?

উত্তর - পঞ্চায়েতপ্রধান বলা হয়

 

4 অনেকগুলিব্লকনিয়েকীগড়েওঠে?

উত্তর - একটিজেলা গড়ে ওঠে

 

5 রাজতন্ত্রকাকেবলে?

উত্তর - রাজা, সুলতান , বাদশাহ দ্বারা পরিচালিতশাসন ব্যবস্থাকেই রাজতন্ত্র বলা হয়


6 ভারতীয়সংবিধানেরপ্রধানরূপকারকেছিলেন?

উত্তর - . বি . আর . আম্বেদকর

 

7 বি. আর. আম্বেদকরকতখ্রিস্টাব্দেজন্মগ্রহণপরলোকগমনকরেন?

উত্তর - ১৮৯১খ্রি . তিনি জন্মগ্রহণ করেনএবং ১৯৫৬ খ্রি . পরলোকগমন করেন

 

8 পৌরসভারপ্রধানকেকীবলাহয়?

 উত্তর - পৌরপ্রধান বলাহয়

 

9 ব্লকেরস্বায়ত্তশাসনেরভারকারওপরন্যস্তথাকে?

উত্তর - পঞ্চায়েতসমিতির ওপর

 

10 জেলারস্বায়ত্বশাসনেরভারকারওপরন্যস্তথাকে?

উত্তর - জেলাপরিষদের ওপর


2. সংক্ষেপেউত্তরদাও

 

( 1) সরকারেরকাজকীকী?

উত্তর - সরকারশব্দটি ফারসি থেকে এসেছে মধ্যযুগে ভারতেএই শব্দটির দ্বারা শাসনকার্য বাশাসনব্যবস্থা দুই বোঝাত সরকারধারণাটা তার কাজের মধ্যেদিয়েই স্পষ্ট হয়ে ওঠে সাধারণভাবে বলতেগেলে সরকারের কাজ হল দেশেরশাসনব্যবস্থা পরিচালনা করা প্রতিটিদেশেই সরকারের কাজ দেশের আভ্যন্তরীণশান্তি শৃঙ্খলা বজায় রাখা এবংদেশের সকল ক্ষেত্রে উন্নতিরচেষ্টা করা জনগণেরউন্নতির স্বার্থে সরকার নানা পরিকল্পনা কর্মসূচি গ্রহণ করে , করসংগ্রহ করে দেশেরস্বাধীনতা বজায় রাখার মতোজরুরি কাজ করে থাকেন

 

( 2) যুক্তরাষ্ট্রসংবিধানকাকেবলে?

 উত্তর - যে শাসনব্যবস্থায়কেন্দ্রীয় রাজ্য দুরকমসরকারের ক্ষমতাই স্বীকার করা হয় , তাকেবলে যুক্তরাষ্ট্র ভারতীয়সরকার যুক্তরাষ্ট্রীয় ; কেননা এর শাসনব্যবস্থায়কেন্দ্রীয় রাজ্য দু- ধরনের সরকারই আছে প্রতিটি দেশ কীভাবে চালিতহবে তার জন্য বেশকিছু নিয়মকানুন আছে এইনিয়মকানুন গুলিই হল সংবিধান ' বিধান ' শব্দটিরমানেই নিয়ম প্রতিটিদেশেরই লিখিত সংবিধান আছে ভারতীয় সংবিধানপৃথিবীর মধ্যে সর্বাপেক্ষা বৃহৎসংবিধান

 

 

 ( 3 ) স্বায়ত্তশাসন বলতেতুমিকীবোঝো?

উত্তর - স্বশাসিতশাসন ব্যবস্থাকেই স্বায়ত্তশাসন বলে স্বায়ত্তকথাটি অর্থ হল নিজেরঅধীন ( ' স্ব ' মানে নিজের, ' আয়ত্ত ' মানে অধীন ) অর্থাৎ জনগণ যেখানে নিজেইনিজের অধীন , সেই শাসনব্যবস্থাকেইবলে ' স্বায়ত্তশাসন ' ভারতেরজনগণ শুধু এই শাসকইনির্বাচন করেন না , নিজেরাওশাসনে অংশ নেন এই সরাসরি শাসনে অংশনেওয়াকে ' স্বায়ত্তশাসন ' বলে

 

( 4 ) নির্বাচনকে সাধারণভাবে কী বলে ? ভারতেকত বছর অন্তর সরকারনির্বাচন হয় ? সরকার নির্বাচনেরসঙ্গে গণতন্ত্রের কী সম্পর্ক ?

উত্তর - নির্বাচনকেসাধারণভাবে বলা হয়ে থাকেভোটদান ' ভারতেপ্রতি পাঁচ বছর অন্তরসরকার নির্বাচন হয়ে থাকে ভারতীয় সংবিধানের নিয়মাবলি অনুযায়ী দেশের সরকার নির্বাচনেরক্ষেত্রে জনগণের অধিকারকেই স্বীকারকরা হয়েছে ভারতীয়জনগণ প্রতি পাঁচ বছরঅন্তর ভোটদানের মাধ্যমে আগামী পাঁচ বছরেরজন্য সরকার বেছে নেন শাসক বাসরকার নির্বাচনে জনগণের এই অধিকারকেইগণতন্ত্র বলা হয়ে থাকে ভারতে কেন্দ্রীয় রাজ্য সরকার দুটিইজনগণ নির্বাচন করে থাকেন তাই ভারত একটি গণতান্ত্রিকদেশ সরকারনির্বাচনের মাধ্যমে লোকজন বা জনগণনিজেরাই দেশের তন্ত্র বাব্যবস্থা ঠিক করেন বলেইএটা ' গণতন্ত্র

 

( 5) বর্তমানভারতেশাসনব্যবস্থারকীকীবৈশিষ্ট্যলক্ষকরাযায়?

উত্তর - ভারতগণতান্ত্রিক দেশ জনগণএখানে শাসন পরিচালনার জন্যনিজেরাই ভোটদানের মধ্যে দিয়ে সরকারবেছে নেন ভারতেরশাসনক্ষেত্রে সর্বোচ্চ পদে অধিষ্ঠিত থাকেনরাষ্ট্রপতি প্রধানমন্ত্রী ভারতের শাসনব্যবস্থা কীভাবে পরিচালিত হবেএক্ষেত্রে একটি লিখিত সংবিধানআছে সংবিধানমেনেই প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি শাসনব্যবস্থা পরিচালনা করেন ভারতযুক্তরাষ্ট্রীয় দেশ অর্থাৎ এখানকারশাসনব্যবস্থায় কেন্দ্রীয় রাজ্য দু- ধরনের সরকারই আছে ভারতে একটাই কেন্দ্রীয় সরকারএবং প্রতিটি রাজ্যের নিজস্ব সরকার আছে, যাকে রাজ্য সরকার বলে সরকারের কাজকর্মচালানোর জন্য ভারতে তিনটিবিভাগ আছেআইন বিভাগ, শাসন বিভাগ , বিচার বিভাগ


3. বিশদে উত্তরদাও( পূর্ণমান-) :

 

( 1) প্রাচীনকালেভারতেঅন্যকোথাওগণতন্ত্রেরকথাজানাযায়কী? সেইগণতন্ত্রকেমনছিলবলেতুমিমনেকরো?

 উত্তর - প্রাচীনকালে ভারতেঅর্থাৎ অষ্টম শতকে পালশাসনের প্রারম্ভে গণতন্ত্রের কথা জানা যায় অন্যদিকে আজথেকে আড়াই হাজার বছরআগে গ্রিস দেশের এথেন্সেগণতন্ত্র প্রচলিত ছিল বর্তমানভারতে যে ধরনের গণতন্ত্রদেখতে পাওয়া যায় তাকোনো নতুন ব্যাপার নয় আজ থেকেআড়াই হাজার বছর আগেগ্রিস দেশেও এই ব্যবস্থাছিল বলে জানা যায় গ্রিস দেশেএথেন্সের লোকেরা তাদের মধ্যেথেকে শাসক বেছে নিত তবে তখনকারগণতান্ত্রিক ব্যবস্থা বর্তমান কালের গণতন্ত্রের থেকেকিছুটা আলাদা ছিল শোনা যায় যে , লোকেরাভাঙা কলশির টুকরোর ওপরপছন্দমতো চিহ্ন আরেকটা আস্তকলশির মধ্যে ফেলে দিত যার পক্ষেকলশির টুকরো বেশি জমাপড়ত , সেই হত শাসক অন্যদিকে বাংলায়শশাঙ্কের মৃত্যুর পর বহু ক্ষুদ্ররাজ্যের সৃষ্টি হয় এখানে আইন শৃঙ্খলার অবনতিঘটে ক্রমেদুর্বলের প্রতি সবলের অত্যাচারএক নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি করে যারথেকে পরিত্রাণ নেই জনসাধারণঅর্থাৎ প্রজামণ্ডলী গোপালকে বাংলার শাসক নির্বাচিতকরেছিল থেকে বোঝা যায় যেভারতে তখনই গণতান্ত্রিক শাসনগুরুত্ব পেত যখন রাজতন্ত্রেরপক্ষে শাসন ব্যবস্থা বাদেশ পরিচালনা সম্ভব হত না

 

( 2) সরকারেরকয়টিভাগ? ভাগগুলিকোনটিকীকাজকরে? বিচারবিভাগকেকেনআলাদাকরেরাখাহয়?

উত্তর - কাজকর্মপরিচালনার দিক থেকে সরকারকেতিনটি ভাগে ভাগ করাহয়েছে এগুলিআইন বিভাগ , শাসন বিভাগ এবংবিচার বিভাগ ছাড়া আরও দুটি সরকারহল কেন্দ্রীয় সরকার রাজ্যসরকার উপরেরওই তিনটি বিভাগের নির্দিষ্টকিছু কাজকর্ম আছে আইনবিভাগআমাদের দেশ পরিচালনারজন্য বেশ কিছু আইনতৈরি করা হয় , যেআইনের দ্বারা সমগ্র শাসনব্যবস্থা পরিচালিত হবে শাসনবিভাগআইন বিভাগের তৈরিআইন অনুসারে যারা দেশ পরিচালনাকরবেন তাঁরাই শাসকশ্রেণির দায়িত্বেথাকবেন এইবিভাগই দেশের শান্তি - শৃঙ্খলাবজায় রাখতে সচেষ্ট থাকে বিচার বিভাগসংবিধান অনুসারে দেশ শাসন হচ্ছেকিনা , জনগণের স্বার্থ রক্ষাহচ্ছে কিনা , কোনো বিশৃঙ্খলপরিস্থিতি তৈরি হচ্ছে কিনাএসবের প্রতি নজর রাখবে আর কেউসংবিধানের নিয়ম ভাঙলে আইনেরনিয়মাবলি অমান্য করলে , শান্তি- শৃঙ্খলার ব্যাঘাত ঘটালে , তার ব্যবস্থা নেওয়াইবিচার বিভাগের কাজ প্রতিটিদেশেই বিচার বিভাগকে বাকিদুটি আইন শাসনবিভাগ থেকে আলাদা করেরাখার চেষ্টা করা হয় এর প্রকৃতকারণ হলকোনোভাবেই যাতেসুবিচারের পথ বন্ধ নাহয় , তার জন্যই এইব্যবস্থা এককথায়একে বলে ক্ষমতা স্বতন্ত্রীকরণনীতি স্বতন্ত্রীকরণমানে আলাদা করা গণতন্ত্র যাতে বলবৎ থাকে, তার জন্যই এই নীতিনেওয়া হয়

 

( 3) পৌরসভাগ্রামপঞ্চায়েতগুলিকীকীকাজকরে?

উত্তর - পশ্চিমবঙ্গেরস্বায়ত্তশাসন ব্যবস্থার দুটি অঙ্গ হলপৌরসভা গ্রাম পঞ্চায়েত এই দুটিইশাসন ক্ষেত্রে নির্দিষ্ট কাজ করে থাকে প্রতিটি ছোটোছোটো শহর বা নগরেইপৌরসভা আছে পৌরকথাটি এসেছেপুরথেকে সংস্কৃতে পুর মানে নগর প্রতিটি পৌরসভায়একজন পৌরপ্রধান থাকেন শহরবা নগরের জনসেবা , জনস্বাস্থ্য, উন্নয়ন প্রশাসন এগুলিপরিচালনা করাই হল পৌরসভারপ্রধান কাজ শিক্ষারপ্রসারে বিদ্যালয় নানান শিক্ষাপ্রতিষ্ঠানপ্রতিষ্ঠিত করে তাসুষ্ঠুভাবে পরিচালনার মাধ্যমে শিক্ষার প্রসার ঘটানো পেরিপ্রধানের কাজ ছাড়া হাসপাতাল নির্মাণ - এর মাধ্যমে স্বাস্থ্যউন্নয়নে পৌরসভাগুলি উদ্যোগ নেয় শহর বা নগরের পৌরসভারমতোই গ্রামে আছে গ্রামপঞ্চায়েত গ্রামেরবাসিন্দারা ভোট দিয়ে গ্রামপঞ্চায়েতের সদস্যদের নির্বাচন করেন তাদেরমধ্যে থেকে একজন হনপঞ্চায়েত প্রধান প্রধানতনির্মাণ , গ্রামের পরিচ্ছন্নতা রক্ষা করা , সাধারণমানুষের হাঁটা চলা যাতায়াতের জন্য সুন্দর পরিকল্পিত পথ - ঘাট নির্মাণকরাই হল গ্রাম পঞ্চায়েতেরকাজ ছাড়া শিক্ষা ব্যবস্থার উন্নতিসাধনেপ্রাথমিক উচ্চবিদ্যালয় নির্মাণ তা সুষ্টভাবে পরিচালনব্যবস্থা , জনস্বাস্থ্য ঠিক রাখার জন্যবিভিন্ন চিকিৎসাকেন্দ্র তৈরি গ্রাম পঞ্চায়েতকরে থাকে ছাড়া গ্রামের প্রাকৃতিক পরিবেশ নিয়ন্ত্রণে বনসৃজনকর্মসূচি পরিচালনা করাই গ্রাম পঞ্চায়েতেরকাজ


( 4) পশ্চিমবঙ্গেস্বায়ত্তশাসনব্যবস্থারবিষয়েএকটিটীকালেখো

উত্তর - স্বায়ত্তশাসনবলতে বোঝায় স্ব - শাসিতশাসন ব্যবস্থা ' স্বমানে নিজের আরআয়ত্তমানে অধীন অর্থাৎজনগণ যেখানে নিজেই পরিচালিতহয় নিজের দ্বারা কেননা পশ্চিমবঙ্গের জনগণ শুধু শাসকনির্বাচন করেন না , নিজেরাওশাসনে ছাত্রবাবু অংশ নেন পশ্চিমবঙ্গে এই স্বায়ত্তশাসন দু- ভাবে দেখা যায় শহরবা নগর এর ক্ষেত্রেপৌরসভা , আর গ্রামের ক্ষেত্রেপঞ্চায়েত পশ্চিমবঙ্গেরপ্রতিটি ছোটো ছোটো শহর নগরে পৌরসভা আছে ওই শহরবা নগরের আঠারো বছরবা তার বেশি বয়সেরবাসিন্দারা ভোট দিয়ে পৌরসভারসদস্যদের বেছে নেন এদের পৌরপ্রতিনিধি বলে , যাদের মধ্যেএকজন পৌরপ্রধান হন নগরবা শহরের জনসেবা , জনস্বাস্থ্যউন্নয়ন প্রশাসনগুলির পরিচালনাকরাই হল পৌরসভার প্রতিনিধিদেরকাজ পশ্চিমবঙ্গেরগ্রামীণ স্বায়ত্ত্বশাসনে গ্রাম পঞ্চায়েতের সদস্যদেরনির্বাচন করে গ্রামের বাসিন্দারা এদের মধ্যেথেকেই একজন হন পঞ্চায়েতপ্রধান জনসেবা জনস্বাস্থ্যের কথা মাথায় রেখেপানীয় জলের সরবরাহ , গ্রামেরপরিচ্ছন্নতা পথ - ঘাট নির্মাণইত্যাদি ছিল পঞ্চায়েত কর্মীদেরকাজ অনেকগুলিগ্রাম নিয়ে গঠিত হয়একটা ব্লক সেইব্লকে একইভাবে থাকে একটা পঞ্চায়েতসমিতি আবারকয়েকটি ব্লক নিয়ে গঠিতহয় ' জেলা পরিষদগ্রামের মতো ব্লক জেলার স্বায়ত্তশাসনের ভার থাকে পঞ্চায়েতসমিতি জেলা পরিষদেরওপর পৌরসভাহোক বা পঞ্চায়েত ব্যবস্থাসবক্ষেত্রেই পাঁচ বছর অন্তরজনগণ ভোট দানের মাধ্যমেতাদের জনপ্রতিনিধি নির্বাচন করেন আবারএই দুই ক্ষেত্রেই নানাভাবেজনগণ নিজেরাও শাসনব্যবস্থা নানা কর্মসূচিতেঅংশ নেন

 

( 5) ভারতকেকেনগণতান্ত্রিকযুক্তরাষ্ট্রীয়বলাহয়? দেশপরিচালনায়সংবিধানেরভূমিকাকীবলেতুমিমনেকরো?

উত্তর - নিজেরানিজেদের মধ্যে থেকে শাসকবেছে নেওয়ার পদ্ধতিকেই বলা হয় ' গণতন্ত্র' তন্ত্র মানেব্যবস্থা লোকজনবা জনগণ নিজেরাই দেশেরতন্ত্র বা ব্যবস্থা ঠিককরেন বলেই একে বলাহয়গণতন্ত্র ' অর্থাৎযে দেশে জনগণরাই শাসকনির্বাচন করেন সেই দেশকেইবলে গণতান্ত্রিক রাষ্ট্র ভারতওএকটি গণতান্ত্রিক রাষ্ট্র কেননাভারতের জনগণ বাচন বাভোটদানের মাধ্যমে নিজেরাই শাসক বেছে নেন।। যুক্তরাষ্ট্রীয় সরকারব্যবস্থা বলতে বোঝায় , যেশাসনব্যবস্থায় কেন্দ্রীয় রাজ্য দু'রকম সরকারের ক্ষমতাইস্বীকার করা হয় ভারত একটি যুক্তরাষ্ট্রীয় দেশ কেননা কেন্দ্রীয় রাজ্য এই দু- ধরনের সরকারই এই শাসনব্যবস্থায়বর্তমান

 প্রতিটি দেশ কীভাবে পরিচালিতহবে তার নিয়মকানুনগুলিকেই বলেসংবিধান ' বিধান' কথার অর্থই নিয়ম এই বিধান অস্বীকার করাজনগণের পক্ষে কোনোভাবেই সম্ভবপরনয় সংবিধানেরমাধ্যমে প্রতিটি দেশই আইন বিভাগ, শাসন বিভাগ বিচারবিভাগ - এর করণীয় নির্দেশাবলিস্থির করে একমাত্রসংবিধানের মাধ্যমেই শাসকের উচ্চাকাঙ্ক্ষা , অরাজকতাকেধরে রাখা সম্ভব কোনো সংবিধানে উল্লেখ থাকে শাসকযদি অরাজক হন , ক্ষমতালোভীহন তবে জনগণ তাকেক্ষমতাচ্যুত করতে পারবেন এবংএর জন্য তাকে শাস্তিওদেওয়া হবে তেমনিসংবিধানের মাধ্যমেই জনগণের অবশ্য পালনীয়কর্মসূচিগুলিকে নির্দিষ্ট করা যায় তাই দেশের শান্তি - শৃঙ্খলা উন্নতি সবই সংবিধানেরওপরই নির্ভরশীল


Post a Comment (0)
Previous Post Next Post