class 8 bangla story tikitrer aylbam anushilani question answer

 অষ্টম শ্রেণি
 বাংলা
 টিকিটের এ্যালবাম
লেখক - সুন্দর রামস্বামী


"পরাজয়" গল্পের অনুশীলন উত্তর দেখুন।

১.১ সুন্দর রামস্বামী কোন্ ভাষার লেখক?
উত্তর- সুন্দর রামস্বামী তামিল ভাষার লেখক।


১.২ তিনি কোন্ ছদ্মনামে লিখতেন?
উত্তর- তিনি ‘পদুবিয়া' ছদ্মনামে লিখতেন।


২. নীচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও:

২.১ ‘টিকিটের অ্যালবাম' গল্পের লেখক কে?
উত্তর সুন্দর রামস্বামী ‘


২.৩ গল্পটিতে মোট ক-টি চরিত্রের দেখা পাওয়া যায়?
উত্তর >> গল্পটিতে মূলত সাতটি চরিত্রের উল্লেখ আমরা পাই।
 তারা হলেন—রাজাপ্পা, নাগরাজন, আপ্লু, কৃয়ান, কামাক্ষী, পার্বতী, রাজপ্পার মা। এ ছাড়াও নাগরাজনের বাবা, কাকা এবং রাজাপ্পার বাবারও উল্লেখ আছে।

২.২ মূল গল্পটি কোন ভাষায় রচিত?
উত্তর - মূল গল্পটি তামিল ভাষায় রচিত।
:
২.৪ মেয়েদের পক্ষ থেকে কে নাগরাজনের থেকে অ্যালবামটি চেয়ে নিত।
উত্তর - মেয়েদের পক্ষ থেকে পার্বতী নাগরাজনের থেকে অ্যালবামটি চেয়ে নিত।


২.৫ রাজাপ্পা কীভাবে তার অমূল্য ডাকটিকিটগুলি সংগ্রহ করত?


উত্তর » লেখক রাজাপ্পার ডাকটিকিট সংগ্রহ করাকে মৌমাছির  মধু সংগ্রহের সঙ্গে তুলনা করেছেন অর্থাৎ মৌমাছিরা যেভাবে  মধু সংগ্রহ করত ঠিক সেইভাবে রাজাপ্পা অনেক জায়গায় ঘুরে, পরিশ্রম করে তার ডাকটিকিটগুলি সংগ্রহ করত।



২.৬ নাগরাজনের অ্যালবামটি তাকে কে উপহার দিয়েছিলেন?
উঃ নাগরাজনের কাকা তাকে অ্যালবামটি উপহার,দিয়েছিলেন।



২.৭ সেই অ্যালবামের প্রথম পাতায় কী লেখা ছিল?
উত্তর নাগরাজনের অ্যালবামের প্রথম পাতায় লেখা ছিল “এই অ্যালবামটা চুরি করতে চেষ্টা করছ যে নির্লজ্জ হতভাগা,তাকে বলছি... ওপরে আমার নামটা দেখেছ? এটা আমার অ্যালবাম। এটা আমার এবং যতদিন ঘাসের রং সবুজ আর পদ্মফুল লাল, সূর্য পূর্বে উঠবে আর পশ্চিমে অস্ত যাবে একমাত্র আমারই থাকবে।”

Post a Comment (0)
Previous Post Next Post