rachana banglar utsab easy discussion

 রচনা বাংলার উৎসব


ভূমিকা : বাঙালির বারো মাসে তেরো পার্বণ”। উৎসব মানুষের একঘেয়েমি জীবনকে দূর করে। আত্মীয় পরিজনদের সঙ্গে সাক্ষাৎ  ঘটায়। নতুন নতুন পোশাক পরিচ্ছদ পরিধানের সময় হয়ে ওঠে। খাওয়া-দাওয়া ও বদল ঘটে।



উৎসবের সময়কাল -কোন কোন উৎসব একদিনেই শেষ হয় এবং কোন কোন  ৫থেকে১০ দিন স্থায়িত্ব হয়। যেমন নদী মেলা মেলা ঈদ বিশ্বকর্মা পূজা এগুলি একদিনের উৎসব আবার দুর্গাপূজা সরস্বতী পূজা এগুলো একাধিক দিনের উৎসব।

উৎসব ধরণ -কোন কোন উৎসব তিথিকে কেন্দ্র করে হয়, কোন কোন উৎসব নির্দিষ্ট দিনকে কেন্দ্র করে হয়, কোন কোন উৎসব নিজেদের সময় মত তৈরি করে নেওয়া হয়।  দোলযাত্রা রাস পূর্ণিমা জন্মাষ্টমী এগুলি নির্দিষ্ট তিথি কে কেন্দ্র করে হয়। আবার নববর্ষ বিশ্বকর্মা পূজা নির্দিষ্ট দিনে হয়ে থাকে। আবার বিবাহ অন্নপ্রাশন এগুলি নির্দিষ্ট দিন স্থির করে উৎসব পালন করা হয়।

বিভিন্ন উৎসব বর্ণনা : মাস অনুসারে উৎসবের বর্ণনা গুলি এভাবে দেয়া যায় ।বাংলা বছরের প্রথম দিনই নববর্ষ উৎসব পালন করা হয়। এরপর আষাঢ় মাসে আসে রথযাত্রা। ভাদ্রমাসে জন্মাষ্টমী পালন করা হয়।তারপর আশ্বিন মাসে দুর্গাপূজা। কার্তিক মাসে কালী পূজা।অঘ্রায়ন মাসে ঘরে ঘরে নবান্ন উৎসব। পৌষ মাসে ঘরে ঘরে পিঠে পুলি উৎসব। মাঘ মাসের সরস্বতী পূজা । ফাল্গুন মাসের দোলযাত্রা । চৈত্র মাসে শিবের গাজন ও চড়ক পূজা দিয়ে উৎসব শেষ হয়। এছাড়াও বিবাহ, অন্নপ্রাশন , জন্মদিন পালন করা হয় মুসলিম সমাজে ইদুজ্জোহা, মহরম, সবেবরাত, ইদলফেতর, ফতেয়া দোয়াজ দাহম উৎসবগুলি অনুষ্ঠিত হয়। গুরু নানকের জন্মদিন , যিশুখ্রিস্টের পালিত হয়। এছাড়াও নদীর মেলা গ্রাম্য মেলা অনুষ্ঠান দেখা যায় অর্থাৎ সারা বছর বিভিন্ন উৎসবে বাংলার আকাশ বাতাস মুখরিত হয়।

উপকারিতা - উৎসব গ্রাম বাংলার ব্যবসা কে অনেক উন্নতি করে  তাদের বেচাকেনা বাড়ে। বিভিন্ন যাত্রা   দলের মত বিভিন্ন মনোরঞ্জনকারী দলগুলো তাদের কাজ পায়, তারা আয় বৃদ্ধি করতে পারে।

 অপকারিতা- বিভিন্ন উৎসবে যেমন উপকারিতা দেখা যায় তেমনি অপকারিতাও আছে, একদিকে অর্থের অপচয় ঘটে অন্যদিকে উৎসবকে কেন্দ্র করে বিভিন্ন অশান্তি দাঙ্গা মারামারি বাসা বাঁধে। তাছাড়াও বাজি ফটকা ফোটানো কে কেন্দ্র করে বা রং মাখানো কেন্দ্র করে বিবাদ তৈরি হয়।

উপসংহার : বিভিন্ন উৎসবে বাংলার মানুষ ধনী-দরিদ্র, জাতি-ধর্ম ভুলে গিয়ে আনন্দে মেতে ওঠে। নিজেদের মধ্যে বিবাদ ভুলে যায়।


প্রধান শিক্ষকের নিকট পত্রগুলি দেখুন

Post a Comment (0)
Previous Post Next Post