Class 6 গণিত কষে দেখি (Koshe dekhi) - 18.3 | Page 217 | WBBSE

Class 6 গণিত কষে দেখি (Koshe dekhi) - 18.3 | Page 217 | WBBSE


কষে দেখি - 18.3

 

1. 1000 -এর নিকটতম পূর্ণবর্গ সংখ্যা খুঁজি

সমাধানঃ 

 


1000 এর নিকটবর্তী পূর্ণবর্গ সংখ্যাটি হবে 31

অথবা (31+1)2 = 32

এখন, 31= 961

আবার, 32= 1024

এখন, (1000 − 961) = 39

এবং (1024 − 1000) = 24

সুতরাং, 961 1024 এর মধ্যে 1000 -এর নিকটতম পূর্ণবর্গ সংখ্যা হল 1024

উত্তর - 1000 -এর নিকটতম পূর্ণবর্গ সংখ্যা হল 1024

 

 2. 9585 থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়ােগ করলে বিয়ােগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে হিসাব করি

সমাধানঃ 

 


9585 কে বর্গমূল করে আমরা অবশিষ্ট পেলাম 176

সুতরাং, 9585 সংখ্যাথেকে 176 বাদ দিলেই আমরা একটি পূর্ণবর্গ সংখ্যা পাব 

উত্তর - 9585 থেকে 176 ক্ষুদ্রতম সংখ্যা বিয়ােগ করলে বিয়ােগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে 

 

 3. 5320 -এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যােগ করলে যােগফল পূর্ণবর্গ সংখ্যা হবে হিসাব করি

সমাধানঃ 

 


72 + 1 = 73 এর বর্গ

73= 5329

= 5320 + 9

উত্তর - 5320 -এর সাথে 9 ক্ষুদ্রতম সংখ্যাটি যােগ করলে যােগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে 

 

4. শূন্য ছাড়া এমন একটি ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা খুঁজি যা 15, 25, 35 45 দ্বারা বিভাজ্য

সমাধানঃ 

 


15, 25, 35 45 কে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে পাই,

15, 25, 35 45 এর .সা.গু 

= 3 × 3 × 5 × 5 × 7

= 32 × 52 × 7

= 1575

 15, 25, 35 45 এর .সা.গু পূর্ণবর্গ সংখ্যা নয়

 ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণবর্গ সংখ্যা পাওয়ার জন্য 15, 25, 35 45 এর .সা.গু কে 7 দিয়ে গুণ করতে হবে 

 ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণবর্গ সংখ্যাটি হল 

= 1575 × 7

= 11025

উত্তর - নির্ণেয় ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যাটি হল 11025 যা  15, 25, 35 45 দ্বারা বিভাজ্য

 

 5. চার অঙ্কের ক্ষুদ্রতম বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা খুঁজি যা 8, 15, 20 25 দিয়ে বিভাজ্য

সমাধানঃ 

 


8, 15, 20. 25 দ্বারা বিভাজ্য সংখ্যা = 600

নির্ণেয় ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা =36001

6. চার অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা খুঁজি

সমাধানঃ 

 


নির্ণেয় চার অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ  সংখ্যা = 1024


 7. চার অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা খুঁজি

সমাধানঃ 

 


নির্ণেয় চার অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা 9999 - 198 = 9801

 

8. ভাগ পদ্ধতিতে নীচের সংখ্যার বর্গমূল খুঁজি

(i) 256

সমাধানঃ 

 


উত্তর - নির্ণেয় সংখ্যাটির বর্গমূল 16

 

(ii) 529

সমাধানঃ 

 


উত্তর - নির্ণেয় সংখ্যাটির বর্গমূল 23

 

 (iii) 625

সমাধানঃ 

 


উত্তর - নির্ণেয় সংখ্যাটির বর্গমূল 25

 

 (iv) 784

সমাধানঃ 

 


উত্তর - নির্ণেয় সংখ্যাটির বর্গমূল 28

 

 (v) 1024

সমাধানঃ 

 


উত্তর - নির্ণেয় সংখ্যাটির বর্গমূল 32

 

 (vi) 1225

সমাধানঃ 

 


উত্তর - নির্ণেয় সংখ্যাটির বর্গমূল 35

 

 (vii) 961

সমাধানঃ 

 


উত্তর - নির্ণেয় সংখ্যাটির বর্গমূল 31

 

 (viii) 841

সমাধানঃ 

 


উত্তর - নির্ণেয় সংখ্যাটির বর্গমূল 29

 

 (ix) 900

সমাধানঃ 

 


উত্তর - নির্ণেয় সংখ্যাটির বর্গমূল 30

 

 (x) 1764

সমাধানঃ 

 


উত্তর - নির্ণেয় সংখ্যাটির বর্গমূল 42

 

9. বর্গমূল না করে নীচের সংখ্যাগুলির এককের ঘরের অঙ্ক কী কী হতে পারে তা লিখি এবং সংখ্যাগুলির বর্গমূল কয় অঙ্কের সংখ্যা হবে তাও লিখি

 

(a) 784

সমাধানঃ 

784 সংখ্যাটিতে এককের ঘরের অঙ্ক 4 .

এখন দেখি, 0 থেকে 9 পর্যন্ত কোন কোন একই সংখ্যা দুবার গুণ করলে এককের অঙ্ক 4 পাওয়া যায়

2 × 2 = 4

8 × 8 = 64

সুতরাং, 784 সংখ্যাটির বর্গমূল করলে আমরা এককের ঘরের অঙ্ক পাব 2 অথবা

সংখ্যাটি দুজোড়া সংখ্যা 

উত্তর - সুতরাং, 784 সংখ্যাটির বর্গমূল দুই অঙ্কের সংখ্যা হবে

 

(b) 3676

সমাধানঃ 

3676 সংখ্যাটিতে এককের ঘরের অঙ্ক 6 .

এখন দেখি, 0 থেকে 9 পর্যন্ত কোন কোন একই সংখ্যা দুবার গুণ করলে এককের অঙ্ক 6 পাওয়া যায়

4 × 4 = 16

6 × 6 = 36

সুতরাং, 3676 সংখ্যাটিরবর্গমূল করলে আমরা এককের ঘরের অঙ্ক পাব 4 অথবা 6

সংখ্যাটি দুজোড়া সংখ্যা 

উত্তর - সুতরাং, 3676 সংখ্যাটির বর্গমূল দুই অঙ্কের সংখ্যা হবে 

 

 (c) 160000

সমাধানঃ 

160000 সংখ্যাটিতে এককের ঘরের অঙ্ক 0 .

এখন দেখি, 0 থেকে 9 পর্যন্ত কোন কোন একই সংখ্যা দুবার গুণ করলে এককের অঙ্ক 0 পাওয়া যায়

0 × 0 = 0

সুতরাং, 160000 সংখ্যাটিরবর্গমূল করলে আমরা এককের ঘরের অঙ্ক পাব 0 

 সংখ্যাটি তিনজোড়া সংখ্যা 

উত্তর - সুতরাং, 160000 সংখ্যাটির বর্গমূল তিন অঙ্কের সংখ্যা হবে (উত্তর)

 

 (d) 1225

সমাধানঃ 

1225 সংখ্যাটিতে এককের ঘরের অঙ্ক 5 .

এখন দেখি, 0 থেকে 9 পর্যন্ত কোন কোন একই সংখ্যা দুবার গুণ করলে এককের অঙ্ক 5 পাওয়া যায়

5 × 5 = 25

সুতরাং, 1225 সংখ্যাটিরবর্গমূল করলে আমরা এককের ঘরের অঙ্ক পাব 5

সংখ্যাটি দুজোড়া সংখ্যা 

উত্তর - সুতরাং, 1225 সংখ্যাটির বর্গমূল দুই অঙ্কের সংখ্যা হবে 

 

 (e) 2401

সমাধানঃ 

2401 সংখ্যাটিতে এককের ঘরের অঙ্ক 1 .

এখন দেখি, 0 থেকে 9 পর্যন্ত কোন কোন একই সংখ্যা দুবার গুণ করলে এককের অঙ্ক 1 পাওয়া যায়

1 × 1 = 1

9 × 9 = 81

সুতরাং, 2401 সংখ্যাটিরবর্গমূল করলে আমরা এককের ঘরের অঙ্ক পাব 1 অথবা 9 

সংখ্যাটি দুজোড়া সংখ্যা 

উত্তর - সুতরাং, 2401 সংখ্যাটির বর্গমূল দুই অঙ্কের সংখ্যা হবে

 

 (f) 10201

সমাধানঃ 

10201 সংখ্যাটিতে এককের ঘরের অঙ্ক 1 .

এখন দেখি, 0 থেকে 9 পর্যন্ত কোন কোন একই সংখ্যা দুবার গুণ করলে এককের অঙ্ক 1 পাওয়া যায়

1 × 1 = 1

9 × 9 = 81

সুতরাং, 10201 সংখ্যাটিরবর্গমূল করলে আমরা এককের ঘরের অঙ্ক পাব 1 অথবা 9

সংখ্যাটি তিনজোড়া সংখ্যা 

উত্তর - সুতরাং, 10201 সংখ্যাটির বর্গমূল তিন অঙ্কের সংখ্যা হবে

 

10. 5000 -এর নিকটতম দুটি অখন্ড পূর্ণবর্গ সংখ্যা খুঁজি

সমাধানঃ 

 



5000 এর নিকটবর্তী পূর্ণবর্গ সংখ্যাটি হবে 70

অথবা (70+1)2 = 71

 

এখন,

702

= 4900

আবার,

712

= 5041

এখন,

(5000 − 4900) = 100

এবং 

(5041 − 5000) = 41

সুতরাং, 4900 5041 এর মধ্যে 5000 -এর নিকটতম পূর্ণবর্গ সংখ্যা হল 5041

উত্তর - 5000 -এর নিকটতম পূর্ণবর্গ সংখ্যা হল 5041

 

11. দুটি ধনাত্মক পূর্ণসংখ্যার গুণফল 1576 এবং ভাগফল  9/7; সংখ্যাগুলি কী হবে হিসাব করি

সমাধানঃ 

Note : বইতে যেপ্রশ্ন দেওয়া আছে তাতে একটু ভুল আছে আমি প্রশ্নটি সংশোধন করে অঙ্কটি করে দিলাম 



সংশোধিত প্রশ্নটি হলদুটি ধনাত্মক পূর্ণসংখ্যার গুণফল 1575 এবং ভাগফল  9/7 ; সংখ্যাগুলি কী হবে হিসাব করি

 

উত্তর - নির্ণেয় সংখ্যা দুটি যথাক্রমে 45 35

 

12. 202* -এর  * অঙ্কটি কী হলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে তা হিসাব করি

সমাধানঃ 



202* -এর  * চিহ্নিতস্থানে 0 থেকে 9 পর্যন্ত অঙ্ককে এক একবার করে বসিয়ে আমরা যে সংখ্যাগুলি পাই সেগুলি হল 

2020, 2021, 2022, 2023, 2024, 2025, 2026, 2027, 2028 এবং 2029

এই সংখ্যাগুলির মধ্যে একমাত্র 2025 হল পূর্ণবর্গ সংখ্যা 

2025 = (45)

উত্তর - 202* -এর  * অঙ্কটি 5 হলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে 

<< Read More >>


Class 6 English (Blossoms) Solutions >> 

Click Here

 

Class 6 Bengali (সাহিত্যমেলা ) Solutions >> 

Click Here

 

Class 6 পরিবেশ ও বিজ্ঞান  Solutions >> 

Click Here


Class 6 অতীত ও ঐতিহ্য Solutions >> 

Click Here


Class 6 গণিত প্রভা  Solutions >> 

Click Here


Class 6 আমাদের পৃথিবী Solutions >> 

Click Here


Post a Comment (0)
Previous Post Next Post