পরীক্ষার পর প্রিয় বন্ধুকে গ্রামে বেড়াতে আসার আমন্ত্রণ জানিয়ে পত্র :

 পত্ররচনা

বার্ষিক পরীক্ষার পর প্রিয় বন্ধুকে গ্রামে বেড়াতে আসার আমন্ত্রণ জানিয়ে পত্র :


                                       নতুন গ্রাম,
                                          বর্ধমান
                                       
প্রিয় সুমিতা,
আশাকরি দু-একদিনের মধ্যেই তোর পরীক্ষা শেষ হয়ে যাবে । গতকাল আমি হোস্টেল  থেকে ফিরেছি ।  ফিরে প্রথম দিকে বাড়িতে বেশ ভালোই লাগছিল। কিন্তু এখন তোর জন্য বেশ ফাঁকা লাগে। তুইও তাদের মধ্যে একজন হয়ে গেছিস তুই এলে খুব ভালো লাগবে ।তাই পরীক্ষা শেষ হলে ভাইকে সঙ্গে করে আমাদের বাড়ি চলে আয়।  আমাদের গ্রামে! ভীষণ ভালো লাগবে। এখান থেকে গঙ্গা দু-মিনিটের হাঁটা পথ। বিকেলে দু-জনে নদীর ধারে বসে গল্প করব, সূর্যাস্ত দেখব। সকালটাও দারুণ লাগবে। ধান ওঠার পর এখন আমাদের গ্রামের ক্ষেতগুলোতে কড়াই চাষ হচ্ছে। সবুজ হয়ে আছে মাঠ। চাষিরা ভোরের দিকে মাঠে কাজ করার সময় কিছু শুকনো ঝোপে আগুন লাগিয়ে কেমন হাত-পা সেঁকে নেয়। দেখাব খেজুর গাছ থেকে কীভাবে রস বার করে শিউলিরা। সেই রস জ্বাল দিয়ে গুড় তৈরি হয়। আর রাতে দেখবি সত্যিই আকাশে তারা ফোটে আর বাঁশঝাড়ে আলো জ্বালে জোনাকির দল। শেয়ালের হুক্কাহুয়া ডাক। এসবই প্রকৃতি তোকে বিনা পয়সায় দেখাবে। চলে আয় নীতা। অপেক্ষা করছি তোর জন্য।
 
তাং
  ২০-১২-২০২২           

                            তোর প্রিয় বন্ধু
                                            সুদিপা।
ঠিকানা-------------
নাম-সুমিত্রা সেন
 প্রযত্নে -দিবাকর সেন
 গ্রাম দিসপুর
পোস্ট অফিস দিসপুর
জেলা হুগলি

পিন ৩৩১২৫২৭



অসুস্থতার কারণে বিদ্যালয়ে অনুপস্থিত থাকায়, ছুটি মঞ্জুরের আবেদন জানিয়ে প্রধান শিক্ষকের কাছে চিঠি দেখুন

Post a Comment (0)
Previous Post Next Post