নবম শ্রেণী জীবন বিজ্ঞান পঞ্চম অধ্যায় অনুশীল প্রশ্নের উত্তর

 

  নবম শ্রেণী জীবন বিজ্ঞান পঞ্চম অধ্যায় পরিবেশ ও সম্পদ অনুশীল প্রশ্নের উত্তর

 

  চতুর্থ অধ্যায়ের প্রশ্নগুলি উত্তর দেখুন

 

 

 বহুবিকল্পভিত্তিক প্রশ্ন
সঠিক উত্তরটি নির্বাচন করে তার

(1) জীব ও তার চারপাশের পরিবেশের আন্তঃক্রিয়াই হল –
(A) ইকোলজি (B) ইকোস্ফিয়ার (C) ইকোসিস্টেম (D) ইকোটোন
উত্তর-(A) ইকোলজি


 (2) উজ্জ্বল আলোতে ভালো জন্মায় U
এমন উদ্ভিদের বলে–
(A) হেলিয়োফাইট (B) সিয়োফাইট (I
(C) লিখোফাইট (D) স্যামোফাইট
উত্তর-(A) হেলিয়োফাইট



 (3) খুব নিম্ন তাপমাত্রায় বসবাসকারী উদ্ভিদদের বলে –
 (A) মেগাথারমস্ (B) মাইক্রোমস্ (C) প্যাকিলোধারমস (D) হেকিস্টোথারমস
উত্তর-(D) হেকিস্টোথারমস



(4) বাস্তু তন্ত্রের বিয়োজকের ভূমিকা পালন করে-
(A) ব্যাকটেরিয়া (8) আণুবীক্ষণিক ছত্রাক (C) উভয়ই (D) খাদক

উত্তর-A) ব্যাকটেরিয়া

(5) বাস্তুতন্ত্রে ক্লোরোফিল যুক্ত উদ্ভিদদের বলে-
(A) খাদক (B) উৎপাদক (C) বিয়োজক (D) রূপান্তরক।
উত্তর-(B) উৎপাদক



(6) বাস্তুতন্ত্রে শক্তি প্রবাহ সর্বদাই–(A) একমুখী(B) উভমুখি দ্বিমুখী (D) অভিমুখী

উত্তর-(A) একমুখী


7 পাললিক চক্রের উদাহরণ হল—
(A) সালফার চক্র (B) ফসফরাস চক্র (C) নাইট্রোজেন চক্র (D) A ও B

উত্তর-(D) A ও B


(8) পুনঃস্থাপন অযোগ্য প্রাকৃতিক সম্পদ হল—
(A) কয়লা (B) পেট্রোলিয়াম (C) A ও B (D) জল
উত্তর-C) A ও B

9) আর্সেনিকের প্রভাবে মানবদেহে যে রোগ হয় তা হল—
(A) ফ্লুওরোসিস (B) ব্ল্যাকফুট ডিজিজ (C) মিনামাটা রোগ (D) ডিসলেক্সিয়া
উত্তর-(B) ব্ল্যাকফুট ডিজিজ



(10) পানীয় জলের প্রাকৃতিক ও জৈব পরিবেশ নিয়ে বিজ্ঞানের যে শাখায় আলোচনা করা হয় তাকে বলে—
(A) অ্যাকোয়াকালচার (B) লিমনোলজি (C) হর্টিকালচার (D) আরবোরিকালচার

উত্তর-(B) লিমনোলজি

(11) খাদ্যশৃঙ্খলে পুষ্টিস্তরের সংখ্যা
হল—
(A) 1–2 টি (B) 3–5 টি (C) 7-10 টি (D) 10
টির বেশি
উত্তর-(A) 1–2 টি( থাকে 3-5)

12 কোন্ প্রকার খাদ্যশৃঙ্খল সবুজ উদ্ভিদের
পরিবর্তে পচনশীল জৈব বস্তু দ্বারা সূচিত হয়? (A) গ্রেজিংখাদ্যশৃঙ্খল (B) ডেট্টিটাস খাদ্যশৃঙ্খল (C) পরজীবীয় খাদ্যশৃঙ্খল
(D) মৃতজীবীয় খাদ্যশৃঙ্খল

উত্তর-ডেট্টিটাস খাদ্যশৃঙ্খল


13 অপুষ্টির কারণে প্রতিবছর পৃথিবীতে শিশু মৃত্যুর সংখ্যা হল – (A) 3.1 মিলিয়ন
(B) 1-1 মিলিয়ন (C) 5 মিলিয়ন (D) ৪ মিলিয়ন
উত্তর-(A) 3.1 মিলিয়ন

( 14) অপ্রচলিত খাদ্যের উৎস হল – (A) মাশরুম (B) সিঙ্গল সেল প্রোটিন
(C) সয়াবিন (D) A ও B উভয়ই 15 পানীয় জলে
উত্তর-(D) A ও B উভয়ই



15.আর্সেনিকের সহনশীল মাত্রা হল – (A) 0.5 B/L / C (B) 0-05 g/L (C) 1g/L (D) 0.1g/L
উত্তর-(B) 0-05 g/L (এখানে একটু ভুল আছে গ্রাম পার লিটার হবে না এটা মিলিগ্রাম পার লিটার হবে।)


 16 যেসব উদ্ভিদ কম আলো বা ছায়াযুক্ত পরিবেশে জন্মায়, তাদের বলা হয়— (A) হেলিয়োফাইট (B) সিয়োফাইট
(C) লিথোফাইট (D) স্যামোফাইট

উত্তর-(B) সিয়োফাইট

 17 যেসব উদ্ভিদ পাথরের ওপর জন্মায়, তাদের এককথায় বলা হয় –(A) সিওফাইট
(B) হেলিয়োফাইট (C) লিথোফাইট (D) স্যামোফাইট
উত্তর-(C) লিথোফাইট


18 যেসব উদ্ভিদ বালিমাটিতে জন্মায়, তাদের এককথায় বলা হয় –(A) স্যামোফাইট (B) লিথোফাইট (C) সিয়োফাইট (D) হেলিয়োফাইট

উত্তর-–(A) স্যামোফাইট

19 যেসব উদ্ভিদ উচ্চ তাপমাত্রাযুক্ত স্থানে জন্মায়, তাদের এককথায় বলা হয় – (A) মেগাথারমস্ (B) মাইক্রোথারমস্ (C) পরকিলোথারমস্ (D) হেকিস্টো- থারমস

উত্তর-–(A) মেগাথারমস্

20 যেসব উদ্ভিদ অতি নিম্ন তাপমাত্রাযুক্ত
স্থানে জন্মায়, তাদের এককথায় বলা হয়-
(A) পয়কিলোথারমস্ (B) হেকিস্টোথারমস্
(C) মাইক্রোথারমস্ (D) মেগাথারমস্
উত্তর-(B) হেকিস্টোথারমস্




জাতিসংক্ষিপ উত্তরভিত্তিক প্রশ্ন : প্রশ্নমান 1

Post a Comment (0)
Previous Post Next Post