class 9 life sciences 4th chapter anushilani question answer

 

  পঞ্চম অধ্যায়ের প্রশ্নের উত্তরগুলি দেখুন

 নবম শ্রেণী জীবন বিজ্ঞান অনুশীলনী প্রশ্নের উত্তর
বহুবিকল্পভিত্তিক প্রশ্ন :
প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার
ক্রমিক সংখ্যাসহ বাক্যটি সম্পূর্ণ করে লেখো :
প্রশ্নমান 1



1 অ্যান্টিবডি উৎপন্নকারী বস্তু কে বলে-
(A) কোলাজিনেজ (B) অ্যান্টিজেন (C) মিউসিনোজেন (D) হ্যাপটোজেন

উত্তর-(B) অ্যান্টিজেন

2. AIDS রোগটি—–(A) ব্যাকটেরিয়াঘটিত
(B) ভাইরাসঘটিত (C) প্রোটোজোয়াঘটিত (D) রাসায়নিক পদার্থঘটিত
উত্তর-B) ভাইরাসঘটিত



3 ম্যালেরিয়া রোগসৃষ্টিকারী জীবাণুটি
একপ্রকার—(A) ব্যাকটেরিয়া (B) প্রোটোজোয়া (C) ভাইরাস
(D) ছত্রাক

উত্তর-B) প্রোটোজোয়া


 4 ডেঙ্গুজ্বরের বাহক প্রাণীটি হল—(A) স্ত্রী
অ্যানোফিলিস (B) স্ত্রী এডিস (C) কিউলেক্স (D) সি-সি মাছি
উত্তর-B) স্ত্রী এডিস



5 অ্যান্টিবডির রাসায়নিক প্রকৃতি হল-
(A) প্রোটিন (B) গ্লাইকোপ্রোটিন (C) কার্বোহাইড্রেট (D) লিপিড
উত্তর-A) প্রোটিন


6 AIDS একটি ভাইরাসঘটিত রোগ। নীচের কোনটি দ্বারা AIDS সংক্রামিত হয় না? (A) রক্তসঞ্চারণ (B) একই ইনজেকশনের ছুঁচ ব্যবহার (C) করমর্দন (D) যৌনমিলন
উত্তর-C) করমর্দন


® মানবশিশুকে জন্মের পর যে টিকাটি দেওয়া হয়, তা হল – (A) DPT ভ্যাকসিন (B) BCG ভ্যাকসিন (C) MMR ভ্যাকসিন (D) OPV
উত্তর-B) BCG ভ্যাকসিন (

8 নীচের কোন্‌টি একটি জলবাহিত রোগ? (A) টিটেনাস (B) ডিপথেরিয়া
(C) ডায়ারিয়া (D) যক্ষ্মা
উত্তর-C) ডায়ারিয়া



9 উচ্চশ্রেণির উদ্ভিদের মূল
ও ছত্রাকের সহাবস্থান হল- (A) সায়ানোব্যাকটেরিয়া B) মাইকোরাইজা (C) ব্যাকটেরিয়া (D) প্রোটোজোয়া
উত্তর-B) মাইকোরাইজা



10 নীচের কোন্‌টি নাইট্রোজেন সংবন্ধন করতে পারে?
১) প্রোটোজোয়া (B) সায়ানোব্যাকটেরিয়া (C) ভাইরাস (D) ছত্রাক

উত্তর-B) সায়ানোব্যাকটেরিয়া


11 অণুজীব সার হিসেবে ব্যবহৃত হয়-
( (A) ব্যাকটেরিয়া (B) নীলাভ-সবুজ শ্যাওলা (C) ছত্রাক ( (D) সবকটি
উত্তর-B) নীলাভ-সবুজ


 12 পতঙ্গের জৈবিক নিয়ন্ত্রণে ব্যবহৃত
| ভাইরাসটি হল—  নিউক্লিওপলিহেড্রোসিস ভাইরাস। (B) প্যারা মিক্সোভাইরাস (C) গ্রানুলোসিস ভাইরাস (D) A ও C উভয়
উত্তর-নিউক্লিওপলিহেড্রোসিস ভাইরাস।



(13) ভাইরাস আক্রান্ত কোশ থেকে যে অ্যান্টি
ভাইরাল প্রোটিন ক্ষরিত হয়, তা হল – (A) ইন্টারফেরন (B) HCI (C) লাইসোজাইম (D) কোনোটিই নয়
উত্তর-(A) ইন্টারফেরন


14)ব্রাডিকাইনিন নিঃসৃত হয়–(A) ক্ষতিগ্রস্ত কলা কোশ থেকে (B) মাস্টকৈাশ থেকে (C) বেসোফিল থেকে (D) প্লিহা থেকে

উত্তর-–(A) ক্ষতিগ্রস্ত কলা কোশ থেকে


 15 কোন্ অণুজীবটি জৈবিক নিয়ন্ত্রণে
ব্যাপকভাবে ব্যবহার হচ্ছে? (A) ব্যাসিলাস
থুরিনজিয়েনসিস (B) কর্নিব্যাকটেরিয়াম ডিপথেরি (c) ক্লসট্রিডিয়াম টিটেনি (D) ডিপ্লোকক্কাস নিউমোনি

উত্তর-c) ক্লসট্রিডিয়াম টিটেনি

(16) দেহ প্রতিরক্ষায় সাহায্যকারী যে প্রোটিন প্লাজমায় পাওয়া যায়, তাদের বলা হয় – (A) অ্যান্টিজেন (B) ইমিউনোগ্লোবিউলিন (C) টক্সয়েড (D) ইন্টারফেরন
উত্তর-D) ইন্টারফেরন


(17)একটি IgG অণু গঠিত হয় — (A) দুটি ভারী শৃঙ্খল ও দুটি হালকা শৃঙ্খল দিয়ে (B) একটি ভারী শৃঙ্খল ও তিনটি হালকা শৃঙ্খল দিয়ে (C) তিনটি ভারী শৃঙ্খল ওএকটি হালকা শৃঙ্খল দিয়ে (D) সবকটি ভারী শৃঙ্খল দিয়ে
উত্তর-(A) দুটি ভারী শৃঙ্খল ও দুটি হালকা শৃঙ্খল দিয়ে




18 হিস্টামিন নিঃসরণ করে—(A ) বেসোফিল (B) মাস্ট কোশ (C) উভয়ই (D) কোনোটিই নয়
উত্তর-(C) উভয়ই


 19 প্রদাহ সৃষ্টি করে জীবাণু
(A)ব্রডিকাইনিন (B) হিস্টানিন (C) হেপারিন(D) লাইসোজোম
"উত্তর-(C) হেপারিন


(20)এন্টিবডির অনুতে পলি পেপটাইড শৃঙ্খলের সংখ্যা হল (A) দুটি (8) তিনটি (C) চারটি | ভাইরাস (D) পাঁচটি
উত্তর-(C) চারটি



 (21) এক অণু পরিমাণ ATP-তে সঞ্চিত শক্তি
(A) 4.3 Kcal (B) 5.3 Kcal (C) 6.3 Kcal |  (D) 7.3 Kcal

উত্তর-(D) 7.3 Kcal

Post a Comment (0)
Previous Post Next Post