মেরুপ্রভা অরোরা কি এবং এটি কেন সৃষ্টি হয়?




প্রশ্ন-মেরুপ্রভা অরোরা কি এবং এটি কেন সৃষ্টি হয়?

উত্তর-দুই মেরুতে যখন একটা রাত থাকে তখন ওই অঞ্চলের আকাশে এক বর্ণময় আলোর ছটা দেখা যায়। এই রঙিন আলো। আকাশে বিভিন্নভাবে খেলে বেড়ায়। এটিই হল মেরুপ্রভা বা অরোরা। উত্তর মেরুতে এটি সুমেরুপ্রভাব বা Aurora boreslis এবং দক্ষিণ মেরুতে Aurora austrialis নামে পরিচিত।

কানাডা, গ্রিনল্যান্ড, আইসল্যান্ড, নরওয়ে, অ্যান্টার্কটিকা প্রভৃতি অঞ্চলের আকাশে এই রঙিন আলোর রোশনাই দেখা যায়।

বায়ুমন্ডলের আয়োনোস্ফিয়ার স্তরে যেসকল গ্যাসীয় উপাদান আছে তার সাথে সংঘাত বাধে সূর্য থেকে আগত বিভিন্ন রশ্মি ও বস্তুকণায়। এ অবস্থায় গ্যাসীয় অণু ভেঙে পরমাণুতে পরিণত হয় এবং ইলেকট্রন ও প্রোটনের সাথে সংঘর্ষে ওই পরমাণু থেকে যে আলো বেরিয়ে আসে তা হল মেরুপ্রভা বা মেরুজ্যোতি বা অরোরা।






Post a Comment (0)
Previous Post Next Post