![]() |
তৃতীয় শ্রেণি বাংলা "ঢেউয়ের তালে তালে"
অনুশীলনীর প্রশ্ন ও উত্তর
* হাতে-কলমে
—১. এককথায় উত্তর দাও :
১.১ অভিযানে লেখকের সঙ্গীর নাম কী? উঃ। অভিযানে লেখকের সঙ্গীর নাম অ্যালবার্ট জর্জ ডিউক।
১.২ অভিযানের নৌকাটির নাম কী? উঃ। অভিযানের নৌকোটির নাম ‘কনৌজ আংরে'।
১.৩ নৌকোটি কোন্ মহাসাগরের দিকে এগিয়ে যাচ্ছিল।
উঃ। নৌকোটি ভারত মহাসাগরের দিকে এগিয়ে যাচ্ছিল।
১.৪ লেখকের অভিযানের গন্তব্যস্থল কোথায় ছিল?
উঃ। লেখকের অভিযানের গন্তব্যস্থল ছিল আন্দামান।
১.৫ ডিউক হাসতে হাসতে গড়িয়ে পড়েছিল কেন?
উঃ। ডিউক হাসতে হাসতে গড়িয়ে পড়েছিল কারণ, লেখক যখন কচ্ছপটাকে ব্যাটারি ছুঁড়ে মেরেছিলেন, তখন সে আদর করছে ভেবে এগিয়ে এসেছিল।
১.৬ দুপুরবেলা মাছের সঙ্গে কার লড়াই চলছিল?
উঃ। দুপুরবেলা মাছের সাথে ডিউক এবং লেখকের লড়াই চলছিল।
১.৭ আংরের চারধারে যে চিড়িয়াখানা তৈরি হয়েছিল তাতে কারা ছিল সবচেয়ে দর্শনীয় বস্তু?
উঃ। আংরের চারধারে যে চিড়িয়াখানা তৈরি হয়েছিল তাতে সবচেয়ে দর্শনীয় বস্তু ছিল নানা রঙের মাছেরা।
২. শূন্যস্থান পূরণ করো !
২.১ জল কেটে এগিয়ে চলেছে--- ।
উঃ।-আংরে
২.২ আজ সকাল থেকে একটা---
নিয়ে বসেছে ডিউক।
উঃ।-সেক্সটান্ট
২.৩ আবার------চলেছে আমাদের পেছনে পেছনে।
উঃ।-কচ্ছপ
২.৪ ----খাওয়া যাক।
উঃ।-রসগোল্লা
২.৫ পিঁপড়েকে এখানে আসতে হলে প্রায়---
মাইল সাঁতরে আসতে হবে।
উঃ।-২০০
২.৬ চারধারে----ফুঁসছে।
উঃ।-জন
২.৭ হঠাৎ আওয়াজ করে ---ঝাপিয়ে পড়ে জলে।
উঃ।ডিউক