Class ix history 1st chapter anushilan solution

 







বিভাগ গ সংক্ষিপ্ত প্রশ্নাবলি



২-৩টি বাক্যে উত্তর দাও।

১. অঁসিয়া রেজিম বলতে কী বোঝ? 


উঃ-অঁসিয়া রেজিম (Ancien Regime)-এর অর্থ হল পূর্বতন সমাজ । এস্টেট জেনারেলের আহ্বানের মধ্য দিয়ে এই কথাটির ব্যবহার শুরু হয়। ফরাসি সংবিধান সভার প্রথম দিকের বেশ কিছু অনুশাসনে ‘পূর্বেকার অবস্থা' এই।আখ্যাটির উল্লেখ মেলে। ফরাসি সংবিধানের একটি ধারাতেও বলা হয় – পূর্বতন সমাজের কোনো চিহ্ন রাখা যাবে না।অর্থাৎ ফরাসি বিপ্লবে পূর্বেকার সমাজব্যবস্থাকে অঁসিয়া রেজিম বলে উল্লেখ করা হয়েছে।


২. তৃতীয় সম্প্রদায়।কারা?

উঃ- ফ্রান্সের শ্রমজীবী মানুষ ছিল তৃতীয় সম্প্রদায়ভুক্ত। এদের বেশি ভাগ শহরে বাস করত খেটে খাওয়া শ্রমিকরা সাঁ কুলোৎ,,ব্রা ন‍্যু নামে পরিচিত ছিল শহরের শ্রমজীবী শ্রেণী মধ্যে নানা ধরনের শ্রমিক ছিল যেমন রোজমজুর, মালি ,কমিশন এজেন্ট পরিচায়ক পাচক ,কোচোয়ান। ভোর থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত এদের কাজ করতে হতো। পরিশ্রম অনুসারে বেতন পেতেন না ।একজন শ্রমিক দিনে যা আয় করত তার ৭৫ ভাগ রুটি কিনতে চলে যেত। হেরিং, মাছ শুঁটকি মাছ, সাদা পনির দিয়ে তারা পেটে খিদে মেটাত। পোশাক ,বাহস্থান ঠিকমতো যুক্ত না । অনেক শ্রমিক ভিক্ষাবৃত্তি করে জীবন কাটাত।


 ৩. ভূমিদাস কারা?

উঃ-


 ৪. ফিজিওক্র্যাটস কারা?

উঃ-ফিজিওক্র্যাটস হলেন ফরাসিতে উদ্ভব এক অর্থনীতিবিদ গোষ্ঠী।

ফরাসি অর্থনৈতিক নীতির বিরোধিতা অষ্টাদশ শতকে ফ্রান্তে সরকারের অর্থনৈতিক নীতিগুলি ছিল জনস্বার্থবিরোধী। তাই সরকারের আর্থিক নীতিগুলি কঠোরভাবে সমালোচিত হয়। এসময়ে ফ্রান্সে

ফিজিওক্র্যাটস নামে এক অর্থনীতিবিদ গোষ্ঠীর উদ্ভব ঘটে। এই গোষ্ঠীর নেতা ছিলেন অর্থনীতিবিদ কুয়েসনে। এই গোষ্ঠীর অন্য সদস্যরা ছিলেনতুর্গো, মিরাবো, নেমুর ও গুর্নে প্রমুখ।



৫. প্যাট্রিশিয়ান ও প্লেবিয়ান কারা?

উঃ-প্যাট্রিশিয়ান- হলেন ফরাসিতে আভিজাত্য পরিবার।

প্লেবিয়ান- হলেন ফরাসিতে তৃতীয় সম্প্রদায় মানুষ।



 ৬. টেনিস কোর্টের শপথ বলতে কী বোঝ?

উঃ-

মাথাপিছু ভোটের দাবি না মানায় তৃতীয় সম্প্রদায়ের প্রতিনিধিরা নিজেদেরকে জাতীয় সার্বভৌম ক্ষমতার অধিকারী বলে ঘোষণা করেন। তাঁরা নিজেদের সভাকে জাতীয় পরিষদ (National Assembly) নাম দেন। এই পরিষদ এক ঘোষণায় বলে যে, কর ধার্যের অধিকার রয়েছে একমাত্র তাঁদেরই। এই প্রেক্ষাপটে রাজা ষোড়শ লুই জাতীয় পরিষদকে বেআইনি ঘোষণা করেন। তিনি সভাকক্ষে তালা ঝুলিয়ে দেন।

তৃতীয় সম্প্রদায়ের সদস্যরা সভাকক্ষের তালা বন্ধ দেখে ক্ষুব্ধ হন। তারা তখন জিয়াত্যর নেতৃত্বে নিকটবর্তী একটি টেনিস কোর্টে সমবেত হন। এখানে তাঁরা শপথ নিয়ে বলেন, ফ্রান্সের নতুন সংবিধান তৈরি

না হওয়া পর্যন্ত তাঁরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবেন। তাঁদের এই শপথ টেনিস কোর্টের শপথ(Tennis Court Oath) (২০ জুন, ১৭৮১ খ্রি.) নামে পরিচিত।



 ৭. কেন ফরাসি বিপ্লববিরোধী কোয়ালিশন গঠিত হয়েছিল? 

উঃ-


৮. কীভাবে ফ্রান্সে সন্ত্রাসের

শাসনের অবসান ঘটে? 

উঃ-

জ্যাকোবিন সরকার বৈদেশিক আক্রমণ থেকে ফ্রান্সকে রক্ষা করার উদ্যেগ নেয়। কিন্তু এসময়ে বামপন্থী নেতা হিবার্ট এবং দক্ষিনপন্থী নেতা দাঁতোর বিরোধিতায় ফ্রান্সে গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি হয়। রোবসপিয়র কঠোর হাতে এদের দমন করেন। মিলিশিয়া (সেনাবাহিনির ছোটো দল)-র সাহায্যে ট্যালিয়েন, ফুসে ও কেরিয়া নিষ্ঠুরভাবে অভ্যন্তরীণ বিদ্রোহ দমন করেন। একবছরের শাসনকালে জ্যাকোবিন সরকার প্রায় চল্লিশ হাজার বিদ্রোহী ও বিদ্রোহী মদতদাতাদের গিলোটিনে হত্যা করে এবং বিনাবিচারে আটকে রাখে। রোবসপিয়ের ও তাঁর অনুগামীদে

মৃত্যু (২৭ জুলাই, ১৭৯৪ খ্রিক পূরলদাকোবিন শাসনের অবসান ঘটে।



৯. মানুষ ও নাগরিকের অধিকার

ঘোষণার মূল দুটি শর্তের উল্লেখ করো। 

উঃ-



১০. সংবিধান সভা

গঠনে কারা সক্রিয় ভূমিকা নেয়?


উঃ-


বিভাগ ঘ বিশ্লেষণধর্মী প্রশ্নাবলি

৭-৮টি বাক্যে উত্তর দাও।

১. অঁসিয়া রেজিম বলতে কী বোঝ সংক্ষেপে লেখো।

উঃ-


২. বিপ্লবের প্রাক্কালে ফ্রান্সে কৃষকদের অবস্থা কেমন

ছিল? 

উঃ-


৩. দৈবরাজতন্ত্রের ধারণা বলতে কী বোঝ? ৪. ফরাসি

বিপ্লবের পক্ষে জনমত গঠনে ফরাসি দার্শনিকদের ভূমিকা

কীরূপ ছিল ? 

উঃ-


৫: অভিজাত শ্রেণির বিদ্রোহের সংক্ষিপ্ত পরিচয়

দাও। 

উঃ-


৬. এস্টেস্ট জেনারেলের মধ্যেকার দ্বন্দ্বের সংক্ষিপ্ত

পরিচয় দাও। 


উঃ-



৭. টীকা: টেনিস কোর্টের শপথ। 


উঃ-


৮. বাস্তিল

দুর্গের পতন ও তার গুরুত্ব লেখো।


উঃ-


 ৯. জাতীয় সভা তথা

সংবিধান সভার কার্যাবলি সংক্ষেপে লেখো। 

উঃ-


১০, ফরাসি

বিপ্লবে নারীদের অংশগ্রহণের সংক্ষিপ্ত পরিচয় দাও।

চন্ন

লি

মান 8

দায়

া?

টের

নাধী

মান





বিভাগ ও ব্যাখ্যামূলক প্রশ্নাবলি

১৫-১৬টি বাক্যে উত্তর দাও।




১. ফ্রান্সকে রাজনৈতিক কারাগার বলা হয় কেন? 


উঃ-

২. ফ্রান্সকে

ভ্রান্ত অর্থনীতির জাদুঘর বলা হয় কেন? 

উঃ-



৩, ফরাসি বিপ্লবের

প্রাক্কালে ফ্রান্সের কর ব্যবস্থার পরিচয় দাও। কর

আদায়কারী কর্মচারীদের সংক্ষিপ্ত পরিচয় দাও। 

উঃ-






৪. বিপ্লব

পূর্ববর্তী ফ্রান্সে সমাজ কাঠামো কীরূপ ছিল? 

উঃ-


৫. দার্শনিকগণ

২ ফরাসি অর্থনৈতিক নীতির কীভাবে বিরোধিতা করেন?

দার্শনিকগণ ফরাসি স্বৈরাচারের কীভাবে বিরোধিতা করেন?


উঃ-


৬. জ্যাকোবিন দলের পরিচয় দাও। জ্যাকোবিন শাসনের

পরিচয় দাও।


উঃ-

 ৭. ফরাসি বিপ্লবে শহুরে জনতার কীরূপ

অংশগ্রহণ ঘটে? এই বিপ্লবে গ্রাম্য দরিদ্র জনতার ভূমিকা

কীরূপ ছিল?





Post a Comment (0)
Previous Post Next Post