ভারত থেকে অ্যান্টার্কটিকা অভিযান শীতকালে (ডিসেম্বর ও জানুয়ারি) করা হয় কেন?

 প্রশ্ন:- ভারত থেকে অ্যান্টার্কটিকা অভিযান শীতকালে (ডিসেম্বর ও জানুয়ারি) করা হয় কেন?

উত্তর- ভারতে যখন শীতকাল (ডিসেম্বর-জানুয়ারি) তখন দক্ষিণ গোলার্ধে গ্রীষ্মকাল। ডিসেম্বর-জানুয়ারি মাসে সূর্যকিরণ দক্ষি

গেলার্ধে লম্বভাবে পড়ে এবং এই সময় দক্ষিণ গোলার্ধে দিন বড়ো ও রাত্রি ছোটো হয়। দীর্ঘসময় ধরে সূর্যকিরণে প্রভাবে ভূপৃষ্ঠ কিছুটা উত্তপ্ত হয় । দঃ গোলার্ধে অবস্থিত চিরতুষারাবৃত অ্যান্টার্কটিকায় গ্রীষ্মকালে কিছুটা বেশি উন্নতায় কারণে যেমন কাজ করার সুবিধা রয়েছে তেমনি এই সময় অ্যান্টার্কটিকায় প্রায় ২৪ ঘণ্টাই দিন থাকায়, দিনের আলোয় চলাফেরা করা সুবিধাজনক। এছাড়া এই সময় অ্যান্টার্কটিকা সংলগ্ন বরফ গলে যায় বলে জাহাজ পথে যাতায়াত

হয়। তাই শীতকালে ভারত থেকে অ্যান্টার্কটিকা অভিযান করা হয়।

Post a Comment (0)
Previous Post Next Post