Class 10 life science 1 chapter anushilan part 2



Class 10 life science 1 chapter anushilan part 2

 1. স্নায়ুকোশের অ্যাক্সোলেমা স্থানে স্থানে বিচ্ছিন্ন হয়ে র‍্যানভিয়ারের পর্ব গঠন করে। 

উঃ -সত্য


2. হাইড্রিলা ও পাতাশ্যাওলায়

প্রোটোপ্লাজমীয় চলন দেখা যায়। 

উঃ -সত্য


3. ন্যাস্টিক চলন উদ্দীপকের

তীব্রতা অনুযায়ী ঘটে। 

উঃ -সত্য


4. কেমোন্যাস্টিক চলনের উদ্দীপক হল

রাসায়নিক পদার্থ।

উঃ -সত্য


 5. অক্সিনের প্রবাহ মেরুবর্তী। 

উঃ -সত্য


6. ফ্লোরিজেন একপ্রকার প্রকল্পিত হরমোন।

উঃ -সত্য


 7. রিচমন্ড-ল্যাং প্রভাবের সঙ্গে

সম্পর্কযুক্ত হরমোনটি হল অক্সিন। 

উঃ -মিথ্যা (সাটোকাইনিন হবে)


৪. থাইরক্সিন একটি

আয়োডিনযুক্ত হরমোন।

উঃ -সত্য


 9. প্রাণী হরমোনের ক্ষরণ নিয়ন্ত্রিত

হয় ফিডব্যাক পদ্ধতি দ্বারা।

উঃ - সত্য


 10. ভ্যাসোপ্রেসিন, অ্যান্টিডাই

ইউরেটিক হরমোনের অপর নাম। 

উঃ -সত্য



11. শুক্রাশয় থেকে নিঃসৃত হয়

টেস্টোস্টেরন। 

উঃ -সত্য


12. নিল দানা দেখা যায় স্নায়ুকোশের অ্যাক্সনে।

উঃ -মিথ্যা(নিল দানা দেখা যায় স্নায়ুকোশের কোষদেহে)



13. হাইপোগ্লসাল একপ্রকার মোটর স্নায়ু। 

উঃ -মিথ্যা(হাইপোগ্লসাল একপ্রকার করোটিক স্নায়ূ



14. গুরুমস্তিষ্কের

গোলার্ধদ্বয়ের যোজক হল ভারমিস।

উঃ -মিথ্যা(লঘুমস্তিষ্কেরগোলার্ধদ্বয়ের যোজক হল ভারমিস


 15. অ্যামিবার গমন অঙ্গ

হল সিউডোপোডিয়া। 

উঃ -সত্য


16. মানুষের রেটিনায় রড কোশের

সংখ্যা বেশি। 

উঃ -সত্য



17. ইনসুলিন প্রেটিন বিপাকে বাধা দেয়।

উঃ-মিথ্যা (ইনসুলিন প্রেটিন বিপাকে সাহায্য করে)



বামস্তম্ভ-ডানস্তম্ভ মিলিয়ে উভয় স্তম্ভের ক্রমিক

সংখ্যাসহ সঠিক জোড়াটি পুনরায় লেখো :

বামস্তম্ভ।                 ডানস্তম্ভ

(i) একনেত্র দৃষ্টি (a) B কোশের নিঃসরণ

(ii) গ্লুকাগন (b) বীজ ও মুকুলের সুপ্তাবস্থাকে

ভঙ্গ করে।

(iii) জিব্বারেলিন | (c) দুটি চোখ দিয়ে দুটি বস্তু দেখা যায়

(iv) বনচাড়াল (d) প্রতিবর্ত কেন্দ্র

(v) ADH (e) প্রকরণ চলন

       (f) বৃক্কীয় নালিকায় জলের পুনঃশোষণ


উঃ -

(i) একনেত্র দৃষ্টি  (c) দুটি চোখ দিয়ে দুটি

(ii) গ্লুকাগন। ( a) B কোশের নিঃসরণ

(iii) জিব্বারেলিন | (b) বীজ ও মুকুলের সুপ্তাবস্থাকে ভঙ্গ করে

(iv) বনচাড়াল (e) প্রকরণ চলন

(v) ADH 

       (f) বৃক্কীয় নালিকায় জলের পুনঃশোষণ


উঃ -



Post a Comment (0)
Previous Post Next Post