![]() |
![]() |
![]() |
বাংলা প্রশ্নের উত্তর দেখুন
প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন পত্র
2021
প্রাপ্ত নম্বর------ নির্ণায়কের স্বাক্ষর
গ্ৰেড -------- ------------
বিষয়-গণিত
শ্রেণী ---তৃতীয় পূর্ণমান ১০ সময়২০মিনিট
নাম- ---------------------------------- রোল ----
বিদ্যালয়ের নাম ------------------------------
-------------------------------------------------------
(১) .(ক) দুই শতক এক দশক দুই একক =
(২২২/২১২/২৩২)
উত্তর- ২১২
(খ) পাঁচশত সাত = (৫৭০/৫০৭/৫১৭)
উত্তর- ৫০৭
(গ) ছয় দশক চার একক = (৬৪/৭৪/৫৪)
উত্তর- ৬৪
(খ) বিশেষ বিন্যাসে নম্বর লেখা আছে, ঠিক
সেই ভাবে পরের দুটি সংখ্যা লেখ, ৩,৬,৯
উত্তর-
৩৬৯, ,৯৬৩ ,৬৯৩, ৩৯৬,
(২)যোাগফল নির্ণয় কর
উত্তর-
শতক দশক একক
৩ ০ ৪
+২ ৩ ২
-------------------------------------
৫ ৩ ৬
(৩)বিয়োগ ফল নির্ণয় কর।
উত্তর-
শতক দশক একক
৫ ৭ ২
- ২ ৫ ৮
-------------------------------------
৩ ১ ৪
(৪) নিচের অংকগুলির সমাধান নির্ণয় কর
(ক) একটি গাছে ১১২টি টগর ফুল ফুটেছে। প্রতি গাছে সমান সংখ্যক ফুল ফুটে থাকলে, এ রকম ৩ টি গাছে কত গুলি টগর ফুল ফুটেছে?
উত্তর- ১২২× ৩ =৩৬৬
গাছে ৩৬৬ টি টগর ফুল ফুটেছে।
(1) হাওড়া স্টেশন থেকে দিঘা বেড়াতে যাচ্ছি। সকালের ট্রেনে ২২১ জন এবং দুপুরের ট্রেনে ১৭২ জন যাচ্ছি। কোন ট্রেনে কতজন বেশি যাচ্ছি?
উত্তর-
সকালের ট্রেনে ২২১ জন
দুপুরের ট্রেনে ১৭২ জন
--------------------------------
মোট ৪১ জন
প্রথম ট্রেনে কতজন৪৯ জন বেশি যাচ্ছি।
(গ) মিহির বাজারে গিয়ে ১৬০ টাকার চাল, ৩৫ টাকার চিনি ও ৮ টাকার নুন কিনেছে। সে মোট কত টাকার জিনিস কিনেছে?
উত্তর-
১ ৬ ০ টাকার চাল,
৩ ৫ টাকার চিনি
৮ টাকার নুন
---------------------------
মোট ২ ০ ৩ টাকা
সে মোট ২ ০ ৩ টাকার জিনিস কিনেছে।