Antakatha Class 7 bengali anushilan antakatha story

 



গণিত ১.২ এর উত্তর দেখুন

Class 7 bengali


সপ্তম শ্রেণির (বাংলা)

"আত্মকথা"

লেখক -রামকিঙ্কর বেইজ


অনুশীলনীর প্রশ্ন ও উত্তর


হাতে-কলমে প্রশ্নের উত্তর


১. ঠিক উত্তরটি বেছে নিয়ে বাক্যটি আবার লেখো :



১.১ রামকিঙ্করের প্রথম শিল্পের ইস্কুল বাড়ির পাশের—

 কামার পাড়া/কুমোর পাড়া/পটুয়া পাড়া।

উঃ। কুমোর পাড়া।




১.২ ‘পোর্ট্রেট’ শব্দটির অর্থ হল—

প্রতিকৃতি/আত্ম-প্রতিকৃতি/প্রকৃতির ছবি।

উঃ।‘প্রতিকৃতি।





১.৩ ‘অয়েল পেন্টিং’ বলতে বোঝায়—জলরঙে আঁকা ছবি/মোমরঙে আঁকা ছবি/তেলরঙে আঁকা ছবি

উঃ।তেলরঙে আঁকা ছবি।



১.৪ রামকিঙ্করের ছবি বা মূর্তি অধিকাংশ ক্যারেকটারই যে খুব—

অসাধারণ/সাধারণ/ নগণ্য।

উঃ। সাধারণ।






৪. একটি বাক্যে উত্তর দাও :


৪.১ কী কী দিয়ে রামকিঙ্কর রঙের প্রয়োজন মেটাতেন?

উঃ। গাছের পাতার রস, বাটনা-বাটা শিলের হলুদ, মেয়েদের পায়ের আলতা ও মুড়িভাজা খোলার চাঁচা ভুসোকালি দিয়ে রামকিঙ্কর রঙের প্রয়োজন মেটাতেন।




৪.২ কার সৌজন্যে রামকিঙ্করের সাথে শান্তিনিকেতনের যোগাযোগ হয়?

উঃ। রামানন্দ চট্টোপাধ্যায়ের সৌজন্যে রামকিঙ্করের সাথে শান্তিনিকেতনের যোগাযোগ হয়।




৪.৩ শান্তিনিকেতনের আচার্য নন্দলাল বসু কাজের ক্ষেত্রে কেমন মনোভাব দেখাতেন।

উঃ। কাজের ক্ষেত্রে নন্দলাল বসু খুবই উদারতা দেখাতেন। বিশেষ কোনো নির্দেশ দিতেন না। প্রয়োজনে অল্পস্বল্প কথা বলতেন। তবে ইমপোজ করতেন না, কাজের পূর্ণ স্বাধীনতা দিতেন।




৪.৪ নন্দলাল বসুর কাজের কোন্ দিকটা শিল্পী রামকিঙ্করকে বেশি প্রভাবিত করেছিল।

উঃ। নন্দলাল বসুর কাজের সাদামাটা সুরটা শিল্পী রামকিঙ্করকে বেশি প্রভাবিত করেছিল।


Post a Comment (0)
Previous Post Next Post