![]() |
তিন অধ্যায়
মাকু বইয়ের অনুশীলন প্রশ্নের উত্তর দেখুন
প্রশ্ন - " চারদিক তার সুগন্ধ মো-মো করছে"- কোথায় কিসের সুগন্ধ পাওয়া গিয়েছিল? উত্তর -বটতলার হোটেলে ,স্বর্গের সুরুয়া রান্নার সুগন্ধ পাওয়া গিয়েছিল ।
প্রশ্ন- বটতলার হোটেলে কোথায় কিভাবে খাওয়া-দাওয়া করা হতো?
উত্তর -গাছের গুড়ির উপর কাঁচা কাঠের তক্তা ফেলে খাওয়া-দাওয়া হতো।
প্রশ্ন -"মনে হয় যেন ধোপার বাড়ি থেকে ফিরছে "-কাকে দেখে এরকম মনে হয়েছিল? কেন এরকম মনে হয়েছিল?
উত্তর -হোটেল ওয়ালাকে দেখে এরকম মনে হয়েছিল। কারণ হোটেলওয়ালার মুখে ভরা তার ঝুলো গোঁফ ,আর থুতনি ঢাকা ছাই রঙের দাড়ি দেখে এরকম সোনা টিয়ার মনে হয়েছিল।
প্রশ্ন- হোটেল ওয়ালার হোটেলে রাতে কি খাওয়া ব্যবস্থা থাকত ?
উত্তর -স্বর্গের সুরুয়া আর হাতের রুটি।
প্রশ্ন -টিয়া পুতুলদের জন্য কি দিয়ে ভাত রান্না করত ?
উত্তর -কাদা দিয়ে।
প্রশ্ন -টিয়া পুতুলের জন্য কি দিয়ে মাছ রান্না করত ?
উত্তর -গাঁদা ফুলের পাতা দিয়ে।
প্রশ্ন- "সেটি কাউকে বলবে না "।-
এখানে কি না বলার কথা বলা হয়েছে?
উত্তর -হোটেলওয়ালা রান্নার শেষের পাটে লুকিয়ে লুকিয়ে কি মসলা ডালে, সেটি কাউকে বলবে না ।
প্রশ্ন -"মকশো না করলে কি চলে?"- কথাটি কে কাকে বলেছিল? এখানে মকশো বলতে কী বোঝানো হয়েছে ?
উত্তর -হোটেলওয়ালা কথাটি বলেছিল সোনা টিয়াকে ।
এখানে মকশো বলতে সার্কাস পার্টির লোকেদের নিয়ে সার্কাস খেলা দেখানো কথা বলা হয়েছে ।
প্রশ্ন -ঘুমের সময় মাকু যদি পালিয়ে না যায় তার জন্য সোনা মাকুকে কিভাবে আটকে রেখেছিল?
উত্তর -পুটলির মুখে বড় সেফটিপিন দিয়ে নিজের ফ্রকের সঙ্গে মাকুর জামার কোণটা এঁটে ঘুমিয়ে পড়েছিল।
প্রশ্ন-" ওর নাম বেহারী"- এখানে কে কথাটি বলেছিল ?এখানে বেহারীটি আসলে কে ?
উত্তর -সোনা কথাটি বলেছিল এখানে বেহারী হইল মাকু।
প্রশ্ন -হোটেলের মালিক কি দিয়ে কালিয়া বানাত ?
উত্তর -কালো খরগোশ দিয়ে।
প্রশ্ন -"ভ্যালারে দামোদর নদী"- কথাটি কে কাদের উদ্দেশে বলেছিল?
উত্তর- সং সোনা-টিয়ার উদ্দেশ্যে বলেছিল।
প্রশ্ন- "ওটি না পেলে আমার সর্বনাশ হয়ে যাবে"।- এখানে কোনটি কথা বলা হয়েছে?
উত্তর- লটারি টিকিটের আটখানা কথা বলা হয়েছে।
চার অধ্যায়
প্রশ্ল- ঘড়িওয়ালার দাদা কে?
উত্তর -হোটেল ওয়াল ।
প্রশ্ন- হোটেলওয়ালাকে কে দাড়ি গোঁফ সাপ্লাই করত?
উত্তর-ঘড়িওয়াল ।
প্রশ্ন -হোটেল ওয়ালার ভাই কে ?
উত্তর -ঘড়িওয়ালা
প্রশ্ন-" এমন খেলা কেউ কখনো দেখেছো"? কথাটি কে কাদের উদ্দেশ্যে বলেছিল ?
এখানে কি খেলার কথা বলা হয়েছে?
উত্তর -হোটেল ওয়ালা সোনাটিয়াকে বলেছিল। এখানে জাদুকরের খেলা কথা বলা হয়েছে।
প্রশ্ন- হোটেলওয়ালার জন্মদিনে কি কি রান্নার কথা বলা হয়েছিল ?
উত্তর-ভূনি খিচুড়ি ,হরিণের মাংসের কোর্মা আর পায়েস ।
প্রশ্ন- "উটি আমাকে লুকিয়ে করতে হয়"। এখানে কি লুকিয়ে করার কথা বলা হয়েছে?
উত্তর -সুরূয়া তৈরি করার কথা বলা হয়েছে।।
প্রশ্ন -সং সপ্তাহে কতবার পোস্ট অফিস যায়?
উত্তর- তিনবার ।
প্রশ্ন -সং সপ্তাহে তিনবার পোস্ট অফিসে যায় কেন ?
উত্তর- সং একটা লটারি টিকিট কিনেছিল। লটারির টাকা পড়েছে কিনা জানতে সে পোস্ট অফিসে খবর আনতে যায় ।
প্রশ্ন-তোমার ভাই কেন লুকিয়ে -চুরিয়ে বোনের মধ্যে আসে?
কথাটি কে কাকে উদ্দেশ্যে বলেছিল ?
উত্তর -সোনা হোটেল ওয়ালে কে বলেছিল।
প্রশ্ন-°ওর নাম দিল স্বর্গের সুরুয়া"-
কে স্বর্গের সুরুয়া নাম দিয়েছিল?
উত্তর- জাদুকর ।
প্রশ্ন - সুরুয়ার স্বাদ কখন থেকে পাল্টে গিয়েছিল ?
উত্তর-যেদিন থেকে হোটেল ওয়ালার দাড়ি গোঁফ জোড়া মুখ থেকে সুরুয়ার মধ্যে খুলে পড়ে গিয়ে টক বক করে ফুটতে শুরু করেছিল ।সেই সেই দিন থেকে সুরুয়ার স্বাদ পাল্টে গিয়েছিল ।
প্রশ্ন -কোথায় জানোয়ারের খেলা দেখানো হত?
উত্তর -ঘাস জমিতে
প্রশ্ন -"বনে পেয়ারে সেঁধিয়েছে।"- এখানে পেয়া দার বর্ণনা দাও ।
উত্তর- খাঁকি কোট-প্যান্ট পরা একটা লোক। কাঁধে থলে। কোমরে লন্ঠন বাঁধা ।হাতে একটা লম্বা খাম নিয়ে ঝোপে ঝাড়ে কি যেন খুঁজে বেড়াচ্ছিল ।
প্রশ্ন "হোটেলওয়াল সোনাটিয়া কে নিয়ে তরতর করে গাছ ঘরে গুম হল।" এখানে গাছ ঘর কি?
উত্তর- গাছের ডালপালা দিয়ে তৈরি করা গাছের মধ্যে থাকা ঘর।