Class 5 poribesh quesrion 1to 12 page




 Class v 

পরিবেশ 

প্রথম পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী



(পঞ্চম শ্রেণি তোমাদের পরিবেশ বইতে যে সকল প্রশ্ন আছে তোমরা হয়তো খুঁজে পাওনা বা ভালো করে লিখে রাখতেও পারো না তার জন্য আমি প্রশ্নগুলো খুঁজে একদম রঙিন অক্ষরে লিখে দিয়েছি। এগুলি প্রথম পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ ।এই প্রশ্নগুলি রেডি করলে আশা করি আর কোন অন্য প্রশ্নের দরকার হবে না। ভালো লাগলো অবশ্যই কমেন্টে লিখবে।


প্রশ্ন- শরীরে বর্ম কোনটি ?

 উত্তর- শরীরে বর্ম চামড়া ।


প্রশ্ন- চামড়ার নিচে কি কি থাকে ?

উত্তর -মাংস-পেশী নার্ভ ,শিরা, ধমনী ।


প্রশ্ন - চামড়ার কাজ কি?

 উত্তর-  সূর্যের অদৃশ্য আলোর অতি বেগুনি রশ্মি হাত থেকে বাঁচায়। এবং বাইরে আঘাত থেকে রক্ষা করে।


 প্রশ্ন- সূর্যের ক্ষতিকারক রশ্মির নাম কি?

 উত্তর -অতিবেগুনি রশ্মি ।





প্রশ্ন- শরীরের নলের মত অংশগুলির নাম কি ?

 উত্তর- শিরা, ধমনী ।


                      দুই পাতা 

প্রশ্ন-শরীরের কোন অংশের চামড়া বেশি পুরু হয়?

 উত্তর -গোড়ালি চামড়া বেশি পুরু হয়?


 প্রশ্ন- শরীরে কোথাকার চামড়া পাতলা এবং পুরু কি করে বুঝবে?

 উত্তর- দুই আঙুল দিয়ে চামড়াটা ধরলে পাতলা এবং পুরু  বোঝা যাবে।


                     তিন পাতা 

প্রশ্ন- শরীরে কোনো জায়গা পুড়ে গেলে তাড়াতাড়ি কি করা উচিত ?

উত্তর - পোড়া অংশটা ঠান্ডা জলে ডুবিয়ে রাখতে হবে ।




            চার পাতা


প্রশ্ন -সাহেবদের রং ফর্সা হয় কেন ?

উত্তর -সাহেবদের শরীরে মেলানিন কম থাকে । তাই সাহেবদের রং ফর্সা হয়।


 প্রশ্ন- যাদের রং কালো তাদের শরীরে মেলালীন পরিমাণ কেমন থাকে ?

 উত্তর -যাদের রং কালো তাদের শরীরে মেলালীন পরিমাণ  বেশি থাকে।


 প্রশ্ন- ত্বকের রোদ লাগলে কোন ভিটামিন তৈরি হয়?

 উত্তর- ভিটামিন D ।



                    পাঁচ-পাতা

প্রশ্ন - নেলসন ম্যান্ডেলা কি জন্য বিখ্যাত?

উত্তর-কালো চামড়া মানুষেরা নিজেদের সম্মান বাঁচায় লড়াই করেছিল।




 প্রশ্ন- শরীরের চুলের কাজ কি? 

উত্তর -বাইরে আঘাত থেকে রক্ষা করা।


                   ছয় পাতা


প্রশ্ন- বয়স বাড়লে চুল সাদা হয়ে যায় কেন? উত্তর- বয়স বাড়লে শরীরে মেলালিন তৈরি কমে যায়। তাই চুল সাদা হয়।


 

                ৭-পাতা 


প্রশ্ন -কাকাতুয়া ঝুটি আসলে কি?

 উত্তর- জমাট বাধা পালক ।



প্রশ্ন -গন্ডারের খগ্গ আসলে কি?

 উত্তর- জমাট বাঁধা চুল।


 

প্রশ্ন -কোন প্রাণীর গায়ে কাঁটা থাকে?

 উত্তর -সজারু ।



                 ৮-পাতা 



প্রশ্ন -নখ দেখে কি করে বোঝা যায় রক্ত অল্পতা রোগ হয়েছে ?



উত্তর -নখেরর মাঝখানটা চামচের মতো হয়ে যায় এবং নখের রং ফ্যাকাসে হয়ে যায়।

প্রশ্ন- ডাক্তারেরা কোন রোগের জন্য নখ দেখেন ?

উত্তর- রক্ত অল্পতা ।


 


প্রশ্ন- কোন প্রাণী নখ লুকিয়ে রাখতে পারে ?

উত্তর -বিড়াল নখ লুকিয়ে রাখতে পারে।


              নয়- পাতা 


প্রশ্ন- পশুপাখিদের নখ বাড়ে না কেন?

 উত্তর- পশুপাখিরা নখ ঘষে । নখ বাড়তে দেয় না।



প্রশ্ন -কোন পাখি নখগুলি সূচালো  হয় ?

উত্তর- শিকারি পাখির।



 


                  দশ পাতা 


প্রশ্ন- কব্জি থেকে পাঁচটি আঙুলে মোট কয়টি হাড় থাকে ?

উত্তর-কব্জি থেকে পাঁচটি আঙুলে মোট পাঁচটি  হাড় থাকে ।


 প্রশ্ন- শরীরে মোট কয়টি হাড় আছে কি দেখে বোঝা যায় ?

উত্তর- কঙ্কাল।


                    ১১ পাতা 

প্রশ্ন -হাড় কে অস্বি বলে ।

  ঠিক / ভুল 

উত্তর- ঠিক 



প্রশ্ন -হাড়রের জোড়কে কি বলে ?

উত্তর -হাড়রের জোড়কে অস্থি-সন্ধি বলে ।


প্রশ্ন -কনুই থেকে কবজি পর্যন্ত হাড়ের নাম কি?

 উত্তর -কনুই থেকে কবজি পর্যন্ত হাতার নাম আলনা ও রেডিয়াস 


প্রশ্ন -কাঁধ থেকে কোমর পর্যন্ত হাড়ের নাম কি? উত্তর --কাঁধ থেকে কোন পর্যন্ত হাড়ের নাম হিউমেরাস।


 প্রশ্ন- মেরুদন্ডকে আর কি নামে চেনা যায়?

 উত্তর -মেরুদন্ডকে ভার্টিব্রা বা কশেরুকা চেনা যায়।


 প্রশ্ন -কোমর থেকে হাঁটু পর্যন্ত হাড়ের নাম কি?

 উত্তর- কোমর থেকে হাঁটু পর্যন্ত হাড়ের নাম ফিমার।


 প্রশ্ন- হাঁটুর নিচে থেকে গোড়ালি পর্যন্ত হাড়ের নাম কি?

 উত্তর- হাঁটুর নিচে থেকে গোড়ালি পর্যন্ত হাড়ের নাম -টিবিয়া ও ফিবুলা ।


প্রশ্ন- লিগামেন্ট কি ?

উত্তর- লিগামেন্ট হলো শরীরে থাকা দড়ির মতো জিনিস । যার মধ্যে তরল পদার্থ থাকে। যার সাহায্যে হাড়ের নড়াচাড়া হয়।


 প্রশ্ন -কি করলে অস্থি সন্ধি ভালো থাকে?

 উত্তর- জিমন্যাস্টিক করলে ।অস্থি সন্ধি ভালো থাকে।

প্রশ্ন -কি খেলে অস্থি সন্ধি ভালো থাকে ?

উত্তর -দুধ, ডিম খেলে অস্থি সন্ধি ভালো থাকে‌


 প্রশ্ন - কোন খনিজ মৌলটির অস্থি সন্ধি ভালো রাখে??

 উত্তর- ক্যালসিয়াম



                বারো পাতা 


প্রশ্ন- কোন কিছু টানতে বা উপরে তুলতে শরীরের কোন অংশ সাহায্য করে?

 উত্তর-পেশি।


 প্রশ্ন -পাখির ডানা শক্তপোক্ত হয় কেন ?

উত্তর -পাখির ডানার অস্থি গুলি খুব ভালো থাকার জন্য পাখির ডানা শক্ত হয়। 


প্রশ্ন- শরীরে হাড় দেখা যায় না এমন একটি প্রাণীর নাম করো।

 উত্তর- কেঁচো


পরের প্রশ্নগুলি দেখতে হলে এই লিংকে ক্লিক করুন।

Post a Comment (0)
Previous Post Next Post