The Echoing Green Bengali Meaning (বঙ্গানুবাদ ) Class 7 English Chapter 10 | WBBSE

 The Echoing Green Bengali Meaning (বঙ্গানুবাদ ) Class 7 English Chapter 10 | WBBSE


The Echoing Green 


Page 99

 

The sun does arise,

সূর্য উঠে আসে আকাশে,

 

And make happy the skies.

আকাশকে করে খুশি

 

The merry bells ring

আনন্দের ঘন্টা বাজে

 

To welcome the spring.

বসন্তকে স্বাগত জানাতে

 

The skylark and thrush,

স্কাইলার্ক থ্রাশ,

 

The birds of the bush,

ঝোপেঝাড়ে থাকা পাখি,

 

Sing louder around,

গান গায় চারিপাশে,

 

To the bells’ cheerful sound,

ঘন্টার আনন্দমুখর ধ্বনিতে,

 

While our sports shall be seen

তখনই আমাদের খেলা দেখা যাবে,

 

On the echoing green.

ধ্বনিত-প্রতিধ্বনিত সবুজে

 

Old John with white hair

সাদা চুলের বৃদ্ধ জন

 

Does laugh away care,

চিন্তাকে উড়িয়ে দেয় হাসিতে,

 

Sitting under the oak,

ওক গাছের নিচে বসে,

 

Among the old folk.

তার অন্য বুড়ো বন্ধুদের সাথে

 

They laugh at our play,

আমাদের খেলা দেখে তারা হাসে,

 

And soon they all say:

শীঘ্রই তারা সবাই বলে:

 

‘Such, such were the joys ‘

এই, এই রকম ছিল আনন্দ

 

When we all, girls and boys,

যখন আমরা ছিলাম ছোট্ট ছেলেমেয়ে,

 

In our youth-time were seen

আমাদেরকেও দেখা গেছে যৌবনে,

 

On the echoing green!

ধ্বনিত-প্রতিধ্বনিত সবুজে!

 

Till the little ones weary

যেহেতু ছোট গুলো এখন ক্লান্ত,

 

No more can be merry;

তারা করবে না আর আনন্দ;

 

The sun does descend,

সূর্য চলেছে অস্তাচলে,

 

And our sports have an end.

আমাদের খেলাও এখানে থামে

 

Round the laps of their mother

মায়ের কোল ঘিরে তারা

 

Many sisters and brothers,

অনেক বোন ভাই,

 

Like birds in their nest,

ঠিক যেমন পাখিরা বাসায়,

 

Are ready for rest;

তারাও যায় বিশ্রামের আশায়;

 

And sport no more seen

আর যাবে না দেখা খেলা

 

On the darkening green.

ক্রমশ অন্ধকার হয়ে আসা সবুজে


<< Read More >>

 

Class 7 All Subject Solution >>

Click Here

Post a Comment (0)
Previous Post Next Post