রাস্তায় ক্রিকেট খেলা (Rastai Cricket Khela) প্রশ্ন উত্তর | Class 7 | WBBSE

 রাস্তায় ক্রিকেট খেলা (Rastai Cricket Khela) প্রশ্ন উত্তর | Class 7 | WBBSE


রাস্তায় ক্রিকেট খেলা প্রশ্ন উত্তর

 

. বন্ধনীতে দেওয়া একাধিক উত্তরের মধ্যে ঠিক উত্তরটি বেছে নিয়ে নীচের বাক্যগুলি আবার লেখো :

 

. বর্ষাকালে এমনই ছিল (মেয়ারো / ব্রাজিল / ত্রিনিদাদ)

উত্তর - মেয়ারো

 

. নেবুর পাতার করমচা / হে বৃষ্টি (ইতালিতে / লন্ডনে / স্পেনে) যা

উত্তর - স্পেনে

 

. (ধুত্তোর / নিকুচি  / ভাল্লাগেনা) মনে মনে বললাম

উত্তর - নিকুচি

 

. ভেতরে-ভেতরে (গুমোট / দুর্যোগপূর্ণ / হিংস্র) আবহাওয়াকে আমি ভয় পেতাম

উত্তর - হিংস্র

 

. অ্যামি ডাকে (হেড / টেল)

উত্তর - টেল


. কার্য-কারণ সম্পর্ক অনুযায়ী পাশাপাশি বাক্য লেখো :

 

. বর্ষাকালে রাস্তায় ক্রিকেট খেলার সুযোগ মিলত অল্পই

কারণ - যখনই খেলতে যেতাম বৃষ্টি এসে আমাদের তাড়া করে ফের উঠোনে ঢুকিয়ে দিত

 

. ওরা চ্যাঁচাতে লাগল, 'নেবুর পাতায় করমচা  /  হে বৃষ্টি, স্পেনে যা'

কারণ - অ্যামি আর ভার্ন রাস্তায় ক্রিকেট খেলতে যত ভালোবাসে বৃষ্টিতে ভিজতেও তত ভালোবাসে অ্যামি যখন সেলোদের উঠোনে দাঁড়িয়ে ঝমঝম বৃষ্টিতে সারা শরীর আর জামাকাপড় ভিজিয়ে জুবজুবে করে ফেলছিল তখন বন্ধু ভার্ন ক্রিকেট খেলার নেশার অ্যামির সঙ্গে যোগ দিল ভিজে ভিজে চেঁচিয়ে ওই কবিতা আওড়াতে লাগল

 

. ভেতরে ভেতরে হিংস্র আবহাওয়াকে আমি ভয় পেতাম

কারণ - প্রবল বৃষ্টি হয়, তার সঙ্গী বজ্র-বিদ্যুতের সৃষ্টি হয়, উপকূলে সমুদ্রে আছড়ে পড়ার সম্ভাবনা থাকে; ঝোড়ো হাওয়া বয়, বৃষ্টির শেষে সবকিছু মরার মতো হয়ে যায়

 

. লজ্জিত হয়ে মাটির দিকে তাকাই

কারণ - ভার্ন খুব সরল প্রকৃতির ছেলে ছিল সে তাই পুরোনো বেদনা বা অভিমান মুছে ফেলে বন্ধুত্ব বানানোর জন্য সেলোকে হাসিমুখে অন্তরঙ্গ আহ্বান জানাল

 

. খোলা মেজাজে বলে 'নে সেলো, তুইই আগে ব্যাট কর'

কারণ - তিন বন্ধু রাস্তায় ক্রিকেট খেলতে নেমে শুরুতেই টসে হেরে যায় সেলো এতে সে অযথা রেগে যায় প্রথমে খেলবে না বলে তাতেও তার রাগ মেটেনি বলে সে তাদের বাড়ির পিছনে ঝোপের ভিতরে বার্ন-এর ব্যাট-বল অনেক দূরে ছুঁড়ে দিয়েছিল ব্যাপারটা হাসিমুখে ভার্ন মেনে নিলেও তার চোখের কোণে জল চিক চিক করছে তা লক্ষ করেছিল

 

. ওর চোখের কোণে জল চিকচিক করে দেখতে পাই

কারণ - রাস্তায় তিন বন্ধু ক্রিকেট খেলতে গিয়ে একদিন অ্যামি আর ভার্ন প্রথমে ব্যাট করতে দেয়নি সেলোকে তাই রাগে সেলো তার নিজের বাড়ির পিছনের ঝোপে খুব দুরে ভার্নের ব্যাট বল নিয়ে ছুড়ে দিয়েছিল এতে ভার্ন-এর চোখে জলে এসে গেলেও সে কোনো রাগ দেখায়নি এরপর নতুন বছরের গোড়ার দিকে ক্রিকেট খেলার জন্য অ্যামির সঙ্গে ভার্ন আবার রাস্তায় নেমে খুব হাসি মুখে নতুন ব্যাট-বল দেখিয়ে প্রথমেই সেলোকে ব্যাট করার জন্য ডাকল এটা দেখে সেলো নিজেই তার পূর্বকৃত ভুলের জন্য লজ্জিত হল

 

. নীচের বাক্যাংশগুলি কোন্ বিশেষ অর্থ প্রকাশ করেছে লেখো :

 

. বাতাস ছুটে এসে বদ মেজাজ ঝাপট মারত

উত্তর - ঝড়

 

. জামাকাপড় জুবজুবে

উত্তর - পোশাক পরা অবস্থায় আচমকা প্রবল বর্ষণে ভিজে যাওয়া

 

. বৃষ্টির ভয়ানক হাতুড়ি পড়তে লাগল

উত্তর - মুষলধারে বৃষ্টি

 

. তার মুখ উদ্ভাসিত

উত্তর - বন্ধুত্বে মুগ্ধ

 

. ভার্ন ড্যাবড্যাব করে চায়

উত্তর - অসম্ভব খুশি

 

. নীচের বিশেষ্যগুলি বিশেষণে আর বিশেষণগুলি বিশেষ্যে বদলে বাক্যরচনা করো :

উত্তর -

 

 

 

বাক্য গঠন

গোমড়া (বিশেষণ)

গোমড়ামুখো (বিশেষ্য)

আমি গোমরামুখের সাথে মেলামেশা করতে পছন্দ করি না

হুজুগে (বিশেষণ)

হুজুগ (বিশেষ্য)

কৌতুক পেলেই ছেলেটি আনন্দে লাফিয়ে ওঠে

চিৎকার (বিশেষ্য)

চিৎকারপূর্ণ (বিশেষণ)

যে কোন শহর কোলাহলপূর্ণ জায়গা

সাহসী (বিশেষণ)

সাহস (বিশেষ্য)

সাহস করে এগিয়ে যান, আপনি সুফল পাবেন

অভিনব (বিশেষণ)

অভিনবত্ব (বিশেষ্য)

এবারের ক্লাব পুজোয় নতুন কিছু দেখা যায়নি

 

. নীচের বাক্যগুলিতে কোন্ কোন্ শব্দে বচন কীভাবে নির্দেশিত হয়েছে তা লেখো :

 

. ওরা হাসছে

উত্তর - সর্বনামটি বহুত্ববোধক বুঝিয়েওরাহাসছে অর্থাৎ বহুবচন হয়েছে

 

 . ঝুলে-পড়া মেঘগুলো ঘন কালো হয়ে উঠত

উত্তর - গুলো প্রত্যয় যোগ করেমেঘগুলোবহুবচন হয়েছে

 

. অ্যামি আমাদের উঠোনে

উত্তর - অ্যামিএকবচনআমিসর্বনামের বহুত্ববোধকআমাদের' বোঝাতে বহুবচন হয়

 

. এমন সময় কলজেটা যেন লাফ দিয়ে উঠল

উত্তর - টা প্রত্যয় যোগে একত্ববোধককলজেটা' একবচন বোঝানো হয়েছে

 

. পকেট থেকে একটা পেনি বার করে বলেটস কর

উত্তর -একটাবিশেষণ যোগ করে একটা পেনি বুঝিয়ে একবচন হয়েছে

 

. নিম্নরেখ অংশের কারক-বিভক্তি নির্দেশ করো :

 

. সবে দৌড়ে ফিরেছি বৃষ্টি থেকে

উত্তর - অপাদান কারকেথেকেবিভক্তি

 

. আর মুখ একেবারে ভেজা

উত্তর - কর্মকারকে শূন্যবিভক্তি

 

. আমি দাঁড়িয়ে রইলাম

উত্তর - কর্তৃকারকে শূন্যবিভক্তি

 

. আমি ছিটকে চলে গেলাম খাটের তলায়

উত্তর - স্থানাধিকরণেয়বিভক্তি

 

. ভার্ন রাস্তা থেকেচেঁচিয়ে ডাকে

উত্তর - অপাদান কারকেথেকেবিভক্তি

 

. নীচের বাক্যগুলি থেকে উপযুক্ত প্রশ্ন তৈরি করো :

 

. রাস্তায় ক্রিকেট খেলতে ওদের যত আনন্দ, ঝমঝম বৃষ্টিতেও যেন তত

উত্তর - ওদের কীসে কীসে আনন্দ?

 

. ভার্ন আলশের তলায় আশ্রয় নিয়েছিল

উত্তর - ভার্ন কোথায় আশ্রয় নিয়েছিল?

 

. আবার কী ভয়ঙ্কর বজ্রপাতের শব্দে আকাশ কেঁপে উঠল

 উত্তর - আকাশ কী শব্দে কীভাবে কেঁপে উঠল?

 

. দৌড়ে যাই যেখানে ভার্নের ব্যাট আর বল রেখেছিলাম

উত্তর - সেলো কোথায় দৌড়ে গিয়েছিল?

 

. আমি অনেকবার ঠিক করেছি সাহসী হব, কিন্তু যখনই বাজ পড়ত অমনি ছিটকে ঢুকতাম খাটের তলায়

উত্তর - অনেকবার সাহসী হওয়ার চেষ্টা করেও সেলো বাজ পড়লেই কী করত?

 

. উদ্ধৃতি চিহ্ন পরিহার করে বাক্যগুলি নিজের ভাষায় লেখো :

 

.আমি দু-নম্বর ব্যাট’, ভার্ন বলল

উত্তর - ভার্ন বলল যে, সে দু-নম্বর ব্যাট

 

. সে বলে, ‘সেলো, ব্যাট আর বল কোথায় ?

উত্তর - ব্যাট আর বল কোথায় আছে তা সে সেলোকে জিজ্ঞাসা করল

 

.ভার্ন’, সে চেঁচিয়ে ডাকে, ‘এই ভার্ন, দ্যাখ, সেলো!’

উত্তর - সেলো যে এসেছে তা সে চেঁচিয়ে ভার্নকে দেখতে বলল

 

. কোনটি কোন্ দেশের মুদ্রা উল্লেখ করো :

উত্তর -

 

দেশ

মুদ্রা

রুবল

রাশিয়া

টাকা

বাংলাদেশ

পেনি

ইংল্যান্ড

ডলার

মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, ইথিয়োপিয়া, হংকং, মালয়

পেসো

আর্জেন্টিনা, কলম্বিয়া, কিউবা, ডোমিনিকান রিপাবলিক, উরুগুয়ে, ফিলিপাইন, মেক্সিকো

 

১০. নীচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও :

 

১০. তোমার রাজ্যের কোন্ দিকে সমুদ্র রয়েছে?

উত্তর - আমার রাজ্যের দক্ষিণ দিকে সমুদ্র রয়েছে

 

১০. খেলাধুলা নিয়ে লেখা তোমার পড়া বা শোনা একটি গল্পের নাম লেখো

 উত্তর - আমাদের পাঠ্যপুস্তকেই পড়েছি শরদিন্দু বন্দ্যোপাধ্যায় রচিতগাধার কানগল্পটি

 

১০. ঘরের ভিতরের বাইরের দুটি খেলার নাম লেখো

উত্তর - ঘরের ভিতরের খেলা দাবা ক্যারাম এবং বাইরের খেলা ক্রিকেট ফুটবল

 

১০. তোমার রাজ্যের একজন বিখ্যাত ক্রিকেট খেলোয়াড়ের নাম লেখো

উত্তর - সৌরভ গাঙ্গুলি আমাদের রাজ্যের বিখ্যাত ক্রিকেট খেলোয়াড়

 

১০. তোমার জানা ঋতুবিষয়ক যে-কোনো একটি ছড়ার প্রথম পক্তি লেখো

উত্তর - বিষ্টি পড়ে টাপুরটুপুর, নদেয় এল বান

 

১১. নীচের প্রশ্নগুলির দু / একটি বাক্যে উত্তর দাও

 

১১. মাঠের খেলাধুলার সঙ্গে রাস্তার খেলাধুলার ফারাকগুলি লেখো

উত্তর - মাঠের খেলাধুলায় অনেক নিয়মকানুন মানতে হয় কিন্তু রাস্তার খেলায় অতটা নয় তা ছাড়া বৃষ্টি হলে মাঠের খেলা বন্ধ হয়ে যায়, রাস্তায় তা হয় না

 

১১. সমুদ্রের ধারে ঝড় কীভাবে ভয়ংকর হয়ে ওঠে?

উত্তর - সমুদ্রের ধারে জল উপকূলে প্রবলভাবে আছড়ে পড়ে, ভয়ংকর ঝোড়ো হাওয়া বয়, কাছাকাছি গাছপালা আর ঘরবাড়ি ভেঙে দেয়

 

১১. গল্পে মোট -টি কিশোর চরিত্রের সন্ধান পেলে? গল্পের একমাত্র বয়স্ক চরিত্রটি কে?

উত্তর - গল্পে মোট চারটি চরিত্র সেলো, বার্ন, অ্যামি এই তিন কিশোর, আর একমাত্র বয়স্ক চরিত্র হল সেলোর মা ১১. সেলো ভার্নের ব্যাট বল কেন কোথায় ছুঁড়ে ফেলে দিয়েছিল ?

উত্তর - সেলো প্রথমেই ব্যাট করতে চেয়েছিল, কিন্তু টসে হেরে যায় বলে ভার্ন-এর ব্যাট-বল তাদের বাড়ির পিছনে ঝোপের মধ্যে ফেলে দিয়েছিল

 

১১. তাদের বিবাদ কীভাবে মিটে গেল ?

উত্তর - বর্ষাকাল কেটে গেলে একদিন ঝলমলে আকাশ দেখে ভার্ন নতুন ব্যাট-বল কিনে আনল তার সাথে ছিল অ্যামি তাদের দুজনকে রাস্তায় দেখে সেলো লজ্জিত মুখে এগিয়ে গেল অ্যায়ি ভার্ন ভীষণ খুশি হল সরলপ্রাণ ভার্ন প্রথমে সেলোকেই ব্যাট করতে বলল, এবং তাতেই তাদের বিবাদ মিটে গেল

 

১২. ‘রাস্তায় ক্রিকেট খেলা' গল্পটি পড়ে কোন্ কোন্ অনুষঙ্গে মনে হল যে গল্পটি বিদেশি গল্প ?

উত্তর - এই গল্পে মেয়ারো শব্দটি ভারতীয় নয় মেয়ারো ওয়েস্ট ইন্ডিজের একটি ক্ষুদ্র শহর অ্যামি, ভার্ন আর সেলো এই তিনটি চরিত্র যে ভারতীয় নয় তাও স্পষ্ট বোঝা যায় ছাড়া গল্পে স্পেন শব্দটি দেখে স্পষ্ট বোঝা যায় যে এটি একটি বিদেশি গল্প


<< Read More >>

 

Class 7 All Subject Solution >>

Click Here

Post a Comment (0)
Previous Post Next Post