কাজী নজরুলের গান (Kazi Nazruler Gaan) প্রশ্ন উত্তর | Class 7 | WBBSE

 কাজী নজরুলের গান (Kazi Nazruler Gaan) প্রশ্ন উত্তর | Class 7 | WBBSE


কাজী নজরুলের গান প্রশ্ন উত্তর

 

. কাজী নজরুল ইসলাম ব্যতীত কোন্ মনীষীর নাম পাঠ্যাংশে খুঁজে পেলে?

উত্তর - কাজী নজরুল ইসলাম ব্যতীত অন্য যে মনীষীর নাম খুঁজে পাওয়া গেল তিনি হলেন নেতাজি সুভাষচন্দ্র বসু

 

. এই ছিল তখনকার কোনো স্বদেশি মিটিং-এর রীতি’—কোন্ রীতির কথা এখানে বলা হয়েছে?

উত্তর - নেতাজির বক্তৃতার আগে নজরুল ইসলামের কোনো স্বদেশি গান গাওয়াই ছিল স্বদেশি মিটিং-এর রীতি

 

. পাঠ্যাংশে কার, কেমন দেহসৌষ্ঠবের পরিচয় ধরা পড়েছে?

উত্তর - পাঠ্যাংশে নজরুল ইসলামের দেহসৌষ্ঠবের পরিচয় ধরা পড়েছে তিনি গৌরবর্ণ, উন্নত ললাট অতীব সুপুরুষ ছিলেন

 

. টীকা লেখো

কাজী নজরুল ইসলাম, নেতাজি সুভাষচন্দ্র বসু, স্বদেশি যুগ

উত্তর

 

কাজী নজরুল ইসলাম : বিজলী পত্রিকায়বিদ্রোহী' কবিতাটি প্রকাশ করে গোটা বাংলার কাছে নজরুল হয়ে উঠেছিলেন বিদ্রোহী কবি তাই তাঁর কণ্ঠে ধ্বনিত হয়কারার লৌহকপাট ভেঙে ফেল কর রে লোপাট' আজীবন অসাম্প্রদায়িক এই মানুষটি দেশমাতৃকার পরাধীনতার গ্লানিমোচনে ব্রতী ছিলেন

 

নেতাজি সুভাষচন্দ্র বসু - ১৮৯৭ খ্রিস্টাব্দে কটক শহরে সুভাষচন্দ্র জন্মগ্রহণ করেন দেশসেবায় সব সুখ ত্যাগ করে ভারতজননীর শৃঙ্খল মোচনে ঝাঁপিয়ে পড়েছিলেন ১৯৩৮, ১৯৩৯ খ্রিস্টাব্দে তিনি জাতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন আজাদ হিন্দ ফৌজের নেতৃত্ব গ্রহণ করেছিলেন

 

স্বদেশি যুগ - ইংরেজ সরকারকে ভারত থেকে হটানোর নিমিত্ত বাংলায় একদল সদ্য যুবক গড়ে তুলেছিলেন স্বদেশি দল যারা ইংরেজদের সঙ্গে সম্পূর্ণ অসহযোগিতা করতে চেয়ে বিদেশি দ্রব্য বর্জনের পথে হেঁটেছিলেন এঁরা নজরুলের দেশাত্মবোধক গানকে পছন্দ করতেন

 

. কাজী নজরুল ইসলামের গান শুনে লেখকের মনে কোন্ অনুভূতির সৃষ্টি হল? তখন তিনি কী করলেন?

উত্তর - কাজী নজরুল ইসলামের গান শুনে লেখকের অল্প বয়সের রক্ত টগবগ করে ফুটতে আরম্ভ করে লেখক তখন স্কুলে না গিয়ে রাস্তা দিয়ে ছুটে বাড়ি চলে আসেন এবং উত্তেজনা কমানোর জন্য নিজের প্রিয় সঙ্গী তবলাকে টেনে নেন ডুবে যান তবলার বোলে

 

. শিক্ষকের সাহায্য নিয়ে নীচের বিষয়গুলির মধ্যে কাজী নজরুলের লেখা কোন্ কোন্ গান খুঁজে পেলে লেখো

উত্তর

 

স্বদেশপ্রেম বিষয়ক কারার লৌহকপাট/নমঃ নমঃ নমো বাংলাদেশ মম

প্রকৃতি বিষয়ক  তৃষিত আকাশ কাঁপে রে

হাসির গান/ছড়ার গান মোমের পুতুল মমির দেশে রুমঝুম খেজুর পাতায়

প্রেমের গান বলেছিলে ভুলিবে না মোরে, ভুলে গেলে হায় কেমন করে

ধর্মীয় অনুষঙ্গের গান 'আমার কালো মেয়ের পায়ের তলায় দেখে যা আলোর নাচন'


<< Read More >>

 

Class 7 All Subject Solution >>

Click Here

Post a Comment (0)
Previous Post Next Post