শিকল পরার গান (Shikal Porar Gan) অনুশীলনী প্রশ্ন উত্তর | Class 8 | WBBSE

 শিকল পরার গান (Shikal Porar Gan) অনুশীলনী প্রশ্ন উত্তর | Class 8 | WBBSE


শিকল পরার গান

 

. কবি কাজী নজরুল ইসলাম কোথায় জন্মগ্রহণ করেন?

উত্তর - কবি কাজী নজরুল ইসলাম বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন

 

. তিনি কী কী ধরনের গানের রচয়িতা ?

উত্তর - কাজী নজরুল ইসলাম শ্যামাসংগীত, গজল, দেশাত্মবােধক, ইসলামি রাগপ্রধান, হাসির গান প্রভৃতি নানা ধরনের গানের রচয়িতা ছিলেন

 

২. নীচের প্রতিটি প্রশ্নের উত্তর একটি বাক্যে লেখাে :


.শিকল-পরা ছলবলতে কবি প্রকৃতপক্ষে কী বােঝাতে চেয়েছেন ?

উত্তর -  শিকল-পরা ছলবলতে, কবি প্রকৃতপক্ষে ভারতীয় স্বাধীনতাকামীদের স্বাধীনতা অর্জনে কারাবরণ করে শিকল পরার ভীতি দূর করাকে বােঝাতে চেয়েছেন

 

.ক্ষয় করতে আসা মােদের সবার বাঁধন-ভয়বাঁধন-ভয়ক্ষয় করতে কারা, কোথায় এসেছেন ?

উত্তর - কবি-সহ তাঁর অনুগামী দেশভক্তরাবাঁধন-ভয়ক্ষয় করতে ব্রিটিশের কারাগারে এসেছেন

 

.মুক্তি-পথের অগ্রদূতের চরণ-বন্দনা কীভাবে রচিত হয় ?

উত্তর - দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার জন্য ব্রিটিশদের হাতে আক্রান্ত হওয়া এবং মুক্তিকামী দেশভক্তদের পায়ে শিকল পরার মাধ্যমে তাঁদের চরণ-বন্দনা রচিত হয়

 

. মােদের অস্থি দিয়েই জ্বলবে দেশে আবার বজ্ৰানলপঙক্তিটিতেআবারশব্দটি ব্যবহৃত হয়েছে কেন?

উত্তর - পুরাণ কাহিনি অনুসারে, দধীচি মুনির হাড় দিয়ে নির্মিত বজ্রে বৃত্রাসুরকে বধ করা হয়েছিল বর্তমানে দেশভক্তদের হাড় দিয়ে পুনরায় নির্মিত বজে ইংরেজ শক্তিকে নাশ করার প্রসঙ্গেআবারশব্দটি ব্যবহৃত হয়েছে


৩. নীচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখা :


. স্বাধীনতাকামী মানুষের মুক্তির বাসনা কীভাবেশিকল-পরার গান কবিতায় ধরা পড়েছে, তা আলােচনা করাে

উত্তর - কবি কাজী নজরুল ইসলামেরবিষের বাঁশি কাব্যের অন্তর্গতশিকল-পরার গান কবিতায় সমগ্র স্বাধীনতাকামী ভারতবাসীর মুক্তির বাসনা তীব্রভাবে প্রকাশিত হয়েছে কবি ভারতের মুক্তিপিয়াসি মানুষের মনে সাহস জোগানাের জন্য এবং মুক্তির বাসনাকে চরিতার্থ করার জন্য বলেছেন- শৃঙ্খলিত হয়ে তাঁদের কারাগারে প্রবেশ করা একটা ছলনামাত্র এই শিকল পরেই তাঁরা পরাধীনতার শৃঙ্খলকে চূর্ণ করবেন এই কারাবরণের মাধ্যমে তারা মুক্তিপিয়াসি মানুষের মন থেকে কারাবরণের ভীতিকে দূরীভূত করতে চান ব্রিটিশরা যে ভয় দেখিয়ে তাঁদের শাসনজাল বিস্তার করছে, সেই ভয়ের কণ্ঠ রােধ করেই সকলকে সাহসী করে তুলতে চান আলােচ্য কবিতায় দেশকে ব্রিটিশদের কবল থেকে মুক্ত করতে সমস্ত কষ্ট স্বীকার করে নিজেদের জীবন বলিদানের মাধ্যমে দেশের স্বাধীনতাকামী মানুষের মুখে হাসি ফোটানাের বার্তা ঘােষিত হয়েছে কবি বলেছেন, দেশভক্তদের শরীরের হাড় দিয়ে পুনরায় বজ্র তৈরি হয়ে ব্রিটিশ শাসনের বিনাশ ঘটাতে দেশে বজ্রের আগুন জ্বলবে এভাবেই স্বাধীনতাকামী মানুষের মুক্তির বাসনা কবিতাটিতে ধ্বনিত হয়েছে

 

.বাঁধন-ভয়কে করব মােরা জয়’—কেন এই বাঁধন ? কারা, কীভাবে এইবাঁধন-ভয়কে জয় করবে ?

উত্তর - পরাধীনতার শৃঙ্খল থেকে দেশ তথা সমগ্র ভারতবাসীকে মুক্ত করতে ইংরেজদের বিরুদ্ধে প্রতিবাদী আন্দোলনে নামায় রাজদ্রোহিতার অপরাধে কবিসহ তাঁর দেশভক্ত অনুগামীদের ব্রিটিশ কারাগারে আটক করা হয়েছিল

কবি কাজী নজরুল ইসলাম তাঁর অনুগামী অন্যান্য দেশভক্তরা নির্দ্বিধায় কারাবরণের মাধ্যমে ইংরেজ শক্তিকে বিকল করার পরিকল্পনা করেছিলেন তাই কবির উদাত্ত ঘােষণা—“শিকলবাঁধা পা নয় শিকলভাঙা কল।।অর্থাৎ, শিকল পরা তাঁদের একটা ছলনামাত্র এইশিকলপরেই তাঁরা ইংরেজ প্রদত্ত শিকলকে বিনাশ করবেন এবং স্বেচ্ছা কারাবরণের মাধ্যমে মুক্তিপিয়াসি সাধারণ মানুষের মন থেকে কারাবরণের ভীতিকে দূর করবেন


৪. দল বিশ্লেষণ করাে :

 বন্ধনী, ঝঞ্ঝনা , বজ্রানল , সর্বনাশ, অস্থি

বন্ধনী - বন্- - নী

উত্তর - মুক্তদল, নী ( টি), রুদ্ধদলবন্ ( টি)

ঝঞ্ঝনা - ঝন্ - - না

উত্তর - মুক্তদল-, না ( টি), রুদ্ধদল-ঝন (১টি)

বজ্ৰানল - বজ-রা-নল

উত্তর - মুক্তদলরা (১টি), রুদ্ধদলবজ, নল  ( টি)

সর্বনাশ - সর--নাশ

উত্তর - মুক্তদল - (১টি), রুদ্ধদল সর, নাশ ( টি)

অস্থি - অস্-থি

উত্তর - মুক্তদল-থি (১টি), রুদ্ধদলঅস্ (১টি)

 

৫. ধ্বনি পরিবর্তনের কোন নিয়ম এখানে কাজ করেছে দেখাও :

বাঁধন > বন্ধন > বাঁধন (নাসিকীভবন)

পরিয়া > পইর্যা > পরে (অভিশ্রুতি)


৬. বাক্যে রূপান্তর করাে :

. ভয়-দেখানাে ভূতের মােরা করব সর্বনাশ (জটিল বাক্যে)

উত্তর - ভয় দেখানাে যে ভূত আমরা তার সর্বনাশ করব

. মােরা ফাঁসি পরে আনব হাসি মৃত্যুজয়ের ফল (যৌগিক বাক্যে)

উত্তর - মােরা ফাঁসি পরব এবং মৃত্যুজয়ের ফল স্বরূপ হাসি আনব

. তােদর বন্ধ কারায় আসা মােদের বন্দী হতে নয় (চলিত গদ্যে)

উত্তর - তােদের বন্ধ কারায় আমাদের বন্দি হতে আসা নয়

 

৭. পদ চিহ্নিত করাে :

. তােমরা বন্ধ ঘরের বন্ধনীতে করছ বিশ্বগ্রাস

উত্তর -  তােমরাসর্বনাম, বন্ধবিশেষণ, ঘর  বিশেষ্য, বন্ধনীবিশেষ্য, করছক্রিয়া, বিশ্বগ্রাসবিশেষ্য

.  মােরা ফাঁসি পরে আনব হাসি মৃত্যু জয়ের ফল

উত্তর -  মােরাসর্বনাম, ফাঁসিবিশেষ্য, পরেক্রিয়া, আনবক্রিয়া, হাসিবিশেষ্য, মৃত্যু জয়বিশেষ্য, ফলবিশেষ্য

. এবার আনব মাভৈঃ-বিজয়মন্ত্র বলহীনের বল

উত্তর -  এবারঅব্যয়, আনবক্রিয়া, মাভৈঃবিশেষণ, বিজয়মন্ত্রবিশেষ্য, বলহীনবিশেষণ, বলবিশেষ্য

 

৮. ব্যাসবাক্য-সহ সমাসের নাম লেখাে :

শিকল-ঝঞ্জনা = শিকলের ঝঞ্চনাসম্বন্ধ তৎপুরুষ সমাস 

চরণ বন্দনা = চরণকে বন্দনাকর্ম-তৎপুরুষ সমাস; চরণের বন্দনাসম্বন্ধ তৎপুরুষ সমাস

বজ্ৰানল = বজের অনলসম্বন্ধ তৎপুরুষ সমাস; ব্রজ রূপ অনলরূপক কর্মধারয় সমাস

মৃত্যুজয়  = মৃত্যুকে জয়কর্ম তৎপুরুষ সমাস ; মৃত্যু হতে জয়অপাদান তৎপুরু সমাস


<< Read More >>

 

Class 8 All Subject Solution >>

Click Here

Post a Comment (0)
Previous Post Next Post