মাসিপিসি (Masipisi) অনুশীলনী প্রশ্ন উত্তর | Class 8 | WBBSE

মাসিপিসি (Masipisi) অনুশীলনী প্রশ্ন উত্তর | Class 8 | WBBSE


মাসিপিসি


নামকরণ

সমাজের শোষিত বঞ্চিত দরিদ্র অসহায় মানুষের কথা বর্ণিত হয়েছে কবিতায় বলা হয়েছে সমাজের দুর্বলতম অসহায় নারীদের কথা যায় দিনরাত খেটে মরে কেবলমাত্র একমুঠো অন্ন জোগাড়ের চেষ্টায় , যাদের তথাকথিত ভদ্রসমাজ কাজের মাসি বা কাজের পিসি বলে ডাকে যে ডাকের মধ্যে নেই সম্পর্কের শ্রদ্ধা বরং আছে চরম অশ্রদ্ধা নিজেদের অস্তিত্ব বিসর্জন দিয়ে পেটের তাগিদে তাদের চলতে হয় ক্ষমতাবান সমাজের ইচ্ছে অনুযায়ী আলোচ্য কবিতায় বিষয়বস্তুকে অতিক্রম করে বিষয়ের ব্যানায় পৌঁছে যায় তাই কবিতায় নামকরণ ' মাসিপিসি ' অত্যন্ত সার্থক এবং ব্যঞ্জনাময় হয়ে উঠেছে

 

.১. জয় গোস্বামীর লেখা দুটি কবিতার বইয়ের নাম লেখো

উত্তর - জয় গোস্বামীর লেখা দুটি কবিতার বইপ্রত্নজীবউন্মাদের পাঠক্রম '

 

.২. জয় গোস্বামীর লেখা একটি উপন্যাসের নাম লেখো

উত্তর - জয় গোস্বামীর লেখা একটি উপন্যাস হলো ' সেই সব শেয়ালেরা '


. নীচের প্রশ্নগুলির অভিসংক্ষেপে উত্তর দাও :

 

.১. অনেকগুলি পেট বাড়িতে ’ ... ‘ পেট ’ - এর আভিধানিক অর্থ কী ? এখানে কী অর্থে ব্যবহৃত হয়েছে ?

উত্তর - ' পেট ' শব্দটির আভিধানিক অর্থ হলো উদর বা জঠর কবিতায় ' পেট ' শব্দটি মাসিপিসিদের বড়ো পরিবারের অনেকজন সদস্য এবং তাদের ক্ষুধার্ত মানুষরূপে বোঝাতে ব্যবহৃত হয়েছে

 

.২. সাত ঝামেলা জোটায় ' — এখানে ' সাত ' শব্দটির ব্যবহারের কারণ কী ?

উত্তর - এখানে ' সাত ' শব্দটি বিভিন্ন বা নানা ধরনের ঝামেলার কথা বোঝাতে ব্যবহার করা হয়েছে

 

.৩.মাহিনাশব্দটি কবিতায় কী অর্থে ব্যবহৃত শব্দটির অন্য কোনো অর্থ তোমার জানা আছে ?

 উত্তর - কবিতার মাহিনা শব্দটি এখানেমাস ' অর্থে ব্যবহৃত হয়েছে এটি একটি হিন্দি শব্দ শব্দটির দ্বারা মাসিক বেতনও বোঝানো হয়

 

.৪. কোন্ শব্দ থেকে এবং কী করেজষ্টি ' শব্দটি এসেছে ?

উত্তর - ' জষ্টি ' শব্দটি বাংলাজ্যৈষ্ঠথেকে পরিবর্তিত হয়ে এসেছে বর্ণবিকার দ্বারা শব্দটির রূপান্তর ঘটেছে


. নীচের প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দাও :

 

.১. শুকতারাটি ছাদের ধারে , চাঁদ থামে তালগাছে ' — এই পঙ্ক্তিটির মাধ্যমে দিনের কোন সময়ের কথা বলা হয়েছে ? তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও

উত্তর - প্রদত্ত পঙ্ক্তিটির মাধ্যমে গভীর রাত এবং ভোরের মধ্যবর্তী সময়ের কথা বলা হয়েছে শুকতারা প্রথম নজরে আসে পূর্ব দিগন্তে , চাঁদও উদিত হয় পূর্বদিকে এখানে কবি বোঝাতে চেয়েছেন এখনো পর্যন্ত সূর্য ওঠেনি আবার কবি বলেছেন , ' চাঁদ থামে তালগাছে ' অর্থাৎ আকাশে এখনো চাঁদ রয়েছে থেকেই বোঝা যাচ্ছে রাত শেষ হয়ে আসছে , ভোরের সূচনা হতে চলেছে

 

.২. দু - ফোঁটা শিশির ঢাকায় ঘাসের থেকে ঘাসে ' এই পঙ্ক্তিটিতে যে ছবিটি ফুটে উঠেছে তা নিজের ভাষায় লেখো

উত্তর - এই পঙ্ক্তিটি দ্বারা কবি জয় গোস্বামী শীতের ভোরের এক সুন্দর ছবি ফুটিয়ে তুলেছেন এই পংপ্তিটিতে কবি বর্ণনা করেছেন ভোরের দিকে ঘাসে ঘাসে শিশির পড়ে , প্রতি ঘাসের মাথায় জমা হয় দু - এক ফোঁটা শিশিরবিন্দু তার .উপর সূর্যের আলো পড়ে তা জ্বলজ্বল করে ওঠে এবং এক মনোরম দৃশ্য তৈরি হয় মনে হয় যেন প্রতিটি শিশিরবিন্দু একে অপরের দিকে তাকিয়ে রয়েছে

 

. ' মাস মাহিনার হিসেবে তো নেইমাস মাহিনার হিসেব নেই কেন ?

উত্তর - জয় গোস্বামী রচিত মাসিপিসি কবিতায় মাসিপিসিরা দিন আনা দিন খাওয়া মানুষ তাদের কোনো বিশ্রাম নেই কাজ বন্ধ হলে এদের সেদিন রোজগার হয় না এই কঠিন পরিশ্রম রাতদিন এক করে ছুটে চলার মাঝে এরা দিন , মাস বা বছরের হিসাব রাখতে পারে না তাই সাল - মাহিনার হিসাব তাদের কাছে নিতান্তই অর্থহীন


. নীচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো:

 

. শতবর্ষ এগিয়ে আসে শতবর্ষ যায় ' — এই পঙ্ক্তিটির মধ্যে দিয়ে কবি কী বলতে চেয়েছেন ?

উত্তর - শ্রেণি বিভক্ত সমাজব্যবস্থায় সমাজের নীচুতলের শ্রমজীবী মানুষগুলি আজও সমানভাবে অবহেলিত এবং শোষিত তাদের কর্মপ্রবাহ চিরকালীন সভ্যতার অগ্রগতির সাথে সাথে সামগ্রিক উন্নয়নের ছোঁয়া তাদের স্পর্শ করতে পারেনি বছর পেরিয়ে গেলেও তাদের জীবনের গতির পরিবর্তন হয় না কঠিন পরিশ্রমের মধ্যে দিয়ে তারা দু - মুঠো অস্ত্রের জোগাড় করে তাই কবি বলেছন শতবর্ষ আসে যায় এই সব শ্রমজীবী মানুষের কাজের কোনো বিরাম ঘটে না

 

.২. ' মাসিপিসি ' কবিতায় এই মাসিপিসি কারা ? তাদের জীবনের কোন ছবি তুমি খুঁজে পাও ?

উত্তর - যে সমস্ত মহিলাগণ আমাদের বাড়িতে পরিচারিকার কাজ করেন , গ্রাম থেকে শহরে চাল শাকসবজির জোগান দেন কবিতায় তাঁদেরই মাসিপিসি বলা হয়েছে তবে কবি ব্যাপক অর্থে গ্রাম থেকে জীবিকার সন্ধানে শহরে আসা সমস্ত শ্রমজীবী মহিলাদেরই বুঝিয়েছেন উদয়াস্ত পরিশ্রম করে এই সব মহিলারা তাঁদের সংসার প্রতিপালন করেন তাঁদের জীবনে কোনো অবসর নেই , সমাজ তাঁদের সেবায় উপকৃত হয় বিনিময়ে প্রাপ্য সম্মান অর্থ তাঁরা পান না এককথায় চরম জীবনসংগ্রামের মধ্য দিয়ে তাঁদের দিন কাটে দিন , মাস বছর কেটে যায় তাঁদের কর্মধারায় কোনো পরিবর্তন আসে না

 

.৩. ' মাসিপিসি ' কবিতার এই মাসিপিসিদের মতো আর কাদের কথা তুমি বলতে পারো যাদের ট্রেনের উপর নির্ভর করে জীবন অর্জন করতে হয় ?

উত্তর - কলকাতার বহু বাড়ির পরিচারিকাদেরই ট্রেনের উপর জীবিকা নির্ভর করে কারণ বহুদূর থেকে তাদের আসতে হয় ট্রেনের হকারদের জীবিকাও সম্পূর্ণ রূপেই ট্রেনের উপর নির্ভর করে


.৪. রবীন্দ্রনাথ ঠাকুরেরওরা কাজ করেকবিতাটি তুমি পড়ে নাও ' মাসিপিসি ' কবিতার সঙ্গেওরা কাজ করেকবিতা কোন সাদৃশ্য তোমার চোখে পড়ল তা আলোচনা করো

উত্তর - ওরা কাজ করেকবিতার সঙ্গে আলোচ্য কবিতার বিষয়বস্তুর যে সাদৃশ্য দেখা যায় তা হলো কাজের ভিত্তিতেই মানব সভ্যতা গড়ে ওঠে বেঁচে থাকে যুগে যুগে তারাই মানুষের দৈনন্দিন জীবনের প্রয়োজন মিটিয়ে এসেছে রাজার পরিবর্তন হয় , সাম্রাজ্যের অবসান ঘটে কিন্তু মেহনতি মানুষের পরিশ্রমের কোনো পরিবর্তন আসেনা তাদের কর্মধারায় কখনও ছেদ পড়ে না এটাই উভয় কবিতার মূল বিষয়বস্তু রবীন্দ্রনাথ তাঁর কবিতায় শ্রমজীবী মানুষের কর্মসংস্কৃতির ধারা বয়ে চলার কথাটি বোঝাতে ' চিরকাল ' শব্দটি ব্যবহার করেছেন একই ধরনের সাদৃশ্য আমরা জয় গোস্বামী রচিত আলোচ্যমাসিপিসি ' কবিতায় দেখতে পাই যেখানে কবি বলেছেন শতবর্ষ এগিয়ে আসে শতবর্ষ যায়

 

. নির্দেশ অনুযায়ী বাক্য পরিবর্তন করোঃ

.১. ফুল ছুঁয়ে যায় চোখের পাতায় , জল ছুঁয়ে যায় ঠোটে ( জটিল বাক্যে )

উত্তর - যেমন ফুল ছুঁয়ে যায় চোখের পাতায় , তেমন জল ছুঁয়ে যায় ঠোঁটে

 

. ঘুমপাড়ানি মাসিপিসি রাত থাকতে ওঠে ( জটিল বাক্যে )

উত্তর - যে মাসিপিসি ঘুমপাড়ানি তারা সব রাত থাকতে ওঠে

 

. অনেকগুলো পেট বাড়িতে , একমুঠো রোজগার ( যৌগিক বাক্যে )

উত্তর - অনেকগুলো পেট বাড়িতে কিন্তু একমুঠো রোজগার

 

সারমর্ম

সমাজের একেবারে তলার দিকের অসহায় নারীদের কথা বলা হয়েছে কবিতায় যাদের সমাজে চলতি নাম কাজের মাসি বা কাজের পিসি পেটের পীড়ার কারণে ভোরে কাজে যেতে হয় এবং ক্লান্ত শরীর নিয়ে গভীর রাতে বাড়ি ফিরতে হয়।এই মাসিপিসিদের বাড়িতে অনেক বড়ো পরিবার কিন্তু তাদের রোজগার সামান্য বা একমুঠো তারা শ্রমদান করে থাকথিত ভদ্র সমাজের বিলাসব্যসনের পথ প্রশস্ত করে , অথচ তাদের প্রাপ্য মজুরিটুকুও সমাজ তাদের দিতে চায়না , বরং নানা কৌশলে তাদের শোষণ এবং পীড়ন করে দিন, বছর, মাস গণনা হয় না, তাদের জীবন পরিবর্তন হয় না। তাই কবি বলেছেন, শতাব্দী এলে তারা বনগাঁর লালগোলায় চালের বস্তা তুলে পরিবারের ভরণপোষণের জন্য শহরের দিকে চলে যায়, সামান্য আয়ের আশায়।মাসিপিসির জীবন জীবিকার কোনো পরিবর্তন ঘটে না এইসব মানুষের দুঃখবেদনাকে কবি পরিস্ফুটিত করেছেন আলোচ্য কবিতায়


<< Read More >>

 

Class 8 All Subject Solution >>

Click Here

Post a Comment (0)
Previous Post Next Post