কুমােরে পােকার বাসাবাড়ি (Kumore Pokar Basabari) প্রশ্ন উত্তর | Class 6 | Chapter 7

 পশ্চিমবঙ্গ বোর্ড ক্লাস 6 বাংলা পাঠ্যপুস্তক কুমােরে পােকার বাসাবাড়ি (Kumore Pokar Basabari) প্রশ্ন উত্তর | Class 6 | Chapter 7


কুমােরে পােকার বাসাবাড়ি প্রশ্ন উত্তর

 

. গােপালচন্দ্র ভট্টাচার্য বাংলা ভাষায় কী ধরনের লেখালেখির জন্য স্মরণী আছেন?

উত্তর - গােপালচন্দ্র ভট্টাচার্য বাংলা ভাষায় বিজ্ঞান বিষয়ক প্রবন্ধ রচনার জন্য স্মরণীয় হয়ে আছেন

 

. তাঁর লেখা একটি বইয়ের নাম লেখাে

উত্তর - তার লেখা একটি বইয়ের নাম হলবাংলার মাকড়সা।।

 

. নীচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখাে :

 

. কুমোরে-পােকার চেহারাটি কেমন?

উত্তর - কুমােরে-পােকার চেহারাটি লিকলিকে গায়ের রং আগাগােড়া মিশমিশে কালাে এবং শরীরের মধ্যস্থলের বোঁটার মতাে সরু অংশটি হলদে

 

. কুমােরে-পােকা কী দিয়ে বাসা বানায়?

উত্তর - কুমােরে-পােকা নরম কাদা মাটি দিয়ে বাসা বানায়।।

 

. কোনাে অদৃশ্য স্থানে কুমােরে-পােকা বাসা বাঁধছেতা কীভাবে বােঝা যায় ?

উত্তর - কোনাে অদৃশ্য স্থানে কুমােরে-পােকা বাসা বাঁধছে সেটা বােঝা যায় যখন তীক্ষ্ণস্বরে একটানা গুনগুন শব্দ করতে থাকে

 

. মাকড়সা দেখলেই কুমােরে-পােকা কী করে?

উত্তর - কোনােরকমে মাকড়সাকে একবার চোখে দেখলে কুমােরে-পােকা ছুটে গিয়ে তার ঘাড় কামড়ে ধরে শরীরে হুল ফুটিয়ে তার শরীরে বিষ ঢেলে দিয়ে মাকড়সাকে অসাড় করে দেয় কোনাে কোনাে মাকড়সাকে পাঁচ-সাতবার পর্যন্ত | হুল ফুটিয়ে থাকে

 

. নীচের বিশেষ্য শব্দগুলিকে বিশেষণ এবং বিশেষণ শব্দগুলিকে বিশেষ্য করাে :

লম্বাটে, স্থান, নির্বাচিত, নির্মাণ, সঞিত

বিশেষ্য

বিশেষণ

লম্বা

লম্বাটে

স্থান

স্থানীয়

নির্বাচন

নির্বাচিত

নির্মাণ

নির্মিত

সঞ্চয়

সঞ্চিত

 

. নীচের বাক্যগুলি থেকে অনুসর্গ খুঁজে বের করাে :

 

. বাসা তৈরির জন্য উপযুক্ত স্থান খুঁজতে বের হয়

উত্তর - অনুসর্গজন্য

 

. সেই স্থান থেকে নির্বাচিত স্থানে যাতায়াত করে রাস্তা চিনে নেয়

উত্তর - অনুসর্গথেকে

 

. সেই স্থানে কাদামাটি চাপা দিয়ে দেখেছি

উত্তর - অনুসর্গদিয়ে

 

. উপযুক্ত প্রতিশব্দ পাঠ থেকে খুঁজে লেখাে :

নির্মাণ, উপযােগী, ভরতি, সন্ধান, ক্ষান্ত

শব্দ

প্রতিশব্দ শব্দ

নির্মাণ

তৈরি

উপযােগী

উপযুক্ত

ভরতি

পূর্ণ

সন্ধান

খোঁজ

ক্ষান্ত

নিরস্ত

 

. তুমি প্রতিদিন পিপড়ে, মৌমাছি, মাকড়সা প্রভৃতি কীটপতঙ্গ তােমার চারপাশে দেখতে পাও তাদের মধ্যে কোনাে একটিকে পর্যবেক্ষণ করাে, আর তার চেহারা, স্বভাব, বাসা বানানাের কৌশল ইত্যাদি খাতায় লেখাে

কীটপতঙ্গের নাম

মৌমাছি

কোথায় দেখেছ

গাছের শাখায়/গাছের কোঠরে

চেহারা/গায়ের রং

ছােটো আকৃতির/দেহ হলদে, ডানা ধূসর রঙের

কীভাবে চলে

সাধারণত উড়ে বেড়ায়, বুকের উপর ভর দিয়ে চলে

কী খায়

ফুলের রস/মধু

বিশেষ বৈশিষ্ট্য

ফুল থেকে মধু সংগ্রহ করে, শরীরের প্রান্তভাগে হুল আছে

বাসাটি দেখতে কেমন

গােলাকৃতি

কীভাবে বানায়

মুখের লালা দিয়ে

 

. গঠনগতভাবে কোনটি কী ধরনের বাক্য লেখাে :

 

. ইতিমধ্যে মাটি শুকিয়ে বাসা শক্ত হয়ে গেছে

উত্তর - সরল বাক্য

 

. একবার হুল ফুটিয়ে নিরস্ত হয় না

উত্তর - সরল বাক্য

. কাজেই থেকে মনে হয় যে, কুমােরে-পােকা ইচ্ছামতাে ডিম পাড়বার সময় নিয়ন্ত্রণ করতে পারে

উত্তর - জটিল বাক্য

 

. ভিজা মাটির উপর বসে এবং লেজ নাচাতে নাচাতে এদিক ওদিক ঘুরে ফিরে দেখে

উত্তর - যৌগিক বাক্য

 

. নীচের প্রশ্নগুলি নিজের ভাষায় উত্তর লেখাে :

 

. কুমােরে-পােকার বাসাবাড়িটি দেখতে কেমন?

উত্তর - কুমােরে পােকার বাসাবাড়িটি দেখতে অনেকটা লম্বাটে ধরনের, প্রায় সওয়া ইঞ্চি লম্বা

 

. কুমােরে-পােকা বাসা বানানাের প্রস্তুতি কীভাবে নেয়?

উত্তর - কুমােরে-পােকার ডিম পাড়ার সময় হলে বাসা তৈরির জন্য উপযুক্ত স্থান খুঁজে বের করে মনােমতাে স্থান নির্বাচন করার পর কাদামাটির সন্ধান করতে থাকে সাধারণত কাদামাটির সন্ধান পেলেই ভালাে করে রাস্তা চিনে নেয় আশপাশে চল্লিশ-পঞ্চাশ গজ ব্যবধান থেকেই কাদামাটি আনার চেষ্টা করে

 

. কুমােরে-পােকার বাসা বানানাের প্রক্রিয়াটি নিজের ভাষায় লেখাে

উত্তর - কুমােরে-পােকা নির্বাচিত উপযুক্ত দেয়ালে বাসা তৈরি করে নির্দিষ্ট স্থানের আশপাশের চল্লিশ-পঞ্চাশ গজ ব্যবধান থেকে নরম কাদামাটি সংগ্রহ করে আনে যদি কাছাকাছি উপযুক্ত কাদামাটি না পাওয়া যায় তখন সে দেড়-দুশাে গজ দূর থেকেও মাটি সংগ্রহ করে থাকে উপযুক্ত মনে হলেই খুব ছােট্ট একডেলা করে মাটি মুখে করে নিয়ে আসে মাটির ডেলাটাকে দেয়ালে অর্ধ-চক্রাকারে বসিয়ে দেয় তাকে লম্বা আকৃতির করে তােলে ভিতরের দিকটি ফঁপা থাকে প্রায় সওয়া ইঞ্চি লম্বা হলেই গাঁথুনি বন্ধ করে দেয় বাসার ভিতরে বাচ্চাদের জন্য খাদ্য সঞ্চয় করে রেখে কাদা দিয়ে মুখ বন্ধ করে দেয় একটি বাসায় চার-পাঁচটি কুঠুরি তৈরি করে

 

.এইসব অসুবিধার জন্য অবশ্য বাসা নির্মাণে যথেষ্ট বিলম্ব ঘটে'—কোন্ অসুবিধাগুলির কথা প্রসঙ্গে বলা হয়েছে?

উত্তর - কুমােরে-পােকা কাছাকাছি কোনাে স্থান থেকে কাদামাটি সংগ্রহ করে বাসার একটি কুঠুরি নির্মাণ প্রায় শেষ করে এনেছে এমন সময় সেই স্থানে কাদামাটি চাপা দিয়ে বা বাসাটা সরিয়ে ফেললে দেখা যায় কুমােরে-পােকাটা বাসার সন্ধান না পেয়ে কোনাে একটা জলাশয়ের পাড়ে উড়ে গিয়ে ভিজে মাটি এনে নতুন করে কুঠুরি নির্মাণ শুরু করে যতবার বাসাটি সরিয়ে ফেলা হয় ততবারই ওই একই স্থানে বাসা তৈরি করতে থাকে এইসব অসুবিধার জন্য বাসা নির্মাণে যথেষ্ট বিলম্ব ঘটে

 

. কুমােরে-পােকার শিকার ধরার উদ্দেশ্য ব্যাখ্যা করাে শিকারকে সে কীভাবে সংগ্রহ করে ?

উত্তর - কুমােরে-পােকা ডিম পাড়ার আগে শিকার ধরে এনে কুঠুরির ভিতরে চিৎকার করে শুইয়ে রেখে তার ওপরে ডিম পাড়ে তাছাড়া ভবিষ্যতে বাচ্চাদের খাওয়ার জন্য শিকার ধরে এনে কুঠুরি মধ্যে সঞ্চয় করে রাখে এটাই শিকার ধরার তার মূল উদ্দেশ্য | কুমােরে-পােকা বেছে বেছে ভ্রমণকারী মাকড়সা শিকার করে থাকে মাকড়সাকে দেখতে পেলেই ছুটে গিয়ে তার ঘাড় কামড়ে ধরে শরীরে হুল ফুটিয়ে দিয়ে একরকম বিষ ঢেলে দেয় বিষের জ্বালায় মাকড়সা অসাড়ভাবে পড়ে থাকে তখন সে অসাড় মাকড়সাটিকে কুঠুরির মধ্যে এনে রাখে

 

. বাসার আর কোনাে খোঁজ খবর নেয় না'—কখন কুমােরে-পােকা তার বাসার আর কোনাে খোঁজ খবর নেয় না?

উত্তর - কুমােরে-পােকা বাসা তৈরি করে প্রত্যেকটি কুঠুরিতে একটি করে ডিম পাড়ে এবং ভবিষ্যৎ বাচ্চাদের জন্য কুরির ভিতরে খাদ্য সঞ্চয় করে রেখে কুঠুরির মুখ কাদামাটি দিয়ে বন্ধ করে দেয় ডিম পাড়া সম্পূর্ণ হয়ে গেলে সে তার ইচ্ছামতাে যে-কোনাে স্থানে চলে যায়, বাসার আর কোনাে খোঁজখবর নেয় না


<< Read More >>

Class 6 English (Blossoms) Solutions >> 

Click Here

 

Class 6 Bengali (সাহিত্যমেলা ) Solutions >> 

Click Here

 

Class 6 পরিবেশ ও বিজ্ঞান  Solutions >> 

Click Here


Class 6 অতীত ও ঐতিহ্য Solutions >> 

Click Here


Class 6 গণিত প্রভা  Solutions >> 

Click Here

Post a Comment (0)
Previous Post Next Post