চিঠি (Chithi) প্রশ্ন উত্তর | Class 6 | Chapter 8

 পশ্চিমবঙ্গ বোর্ড ক্লাস 6 বাংলা পাঠ্যপুস্তক চিঠি (Chithi) প্রশ্ন উত্তর | Class 6 | Chapter 8


চিঠি প্রশ্ন উত্তর

 

১.১ কবি জসীমউদ্দিনকে বাংলা কাব্য জগতে কোন্ অভিধায় অভিহিত করা হয়েছে?

উত্তর - কবি জসীমউদ্দিনকে বাংলা কাব্য জগতে ‘পল্লিকবি অভিধায় অভিহিত করা হয়েছে।

 

. তাঁর লেখা দুটি কবিতার বইয়ের নাম লেখাে

উত্তর - কবি জসীমউদ্দিনের লেখা দুটি কবিতার বইয়ের নাম—‘রাখালী’, ‘নক্সী কাথার মাঠ

 

. নীচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও :

 

. কবি কার কার থেকে চিঠি পেয়েছেন?

উত্তর - কবি লালমােরগ, চখাচখি, গাঙশালিক, বাবুই পাখি, কোড়াকুড়ী খােকা ভাই এর কাছ থেকে চিঠি পেয়েছেন

 

. লালমােরগের পাঠানাে চিঠিটি কেমন?

উত্তর - লালমােরগের পাঠানো চিঠিটি ভাের জাগানাের সুরে ভরা এবং শিশু উষার রঙিন হাসির রং করা

 

. চখাচখি কেমন চিঠি পাঠিয়েছে?

উত্তর - চখাচখি বালুচরের ঝিকিমিকিতে বর্ষার ঢেউ এর কত কিছু লেখা চিঠি পাঠিয়েছে

 

. গাঙশালিক তার চিঠিতে কী বলেছে?

উত্তর - গাঙশালিক তার চিঠিতে সে গাঙের পাড়ের মােড়ল হওয়ার কথা বলেছে

 

. বাবুই পাখির বাসার থেকে আসা চিঠিটি কেমন?

উত্তর - বাবুই পাখির বাসা থেকে আসা চিঠিটি ধানের পাতা তালপাতার বুনট-ধরা নকশা আঁকা

 

. কোড়াকুড়ির পাঠানাে চিঠিটির বর্ণনা দাও

উত্তর - কোড়াকুড়ির পাঠানাে চিঠিতে বর্ষাকালের ফসল খেতের সবুজপাতার আসরগুলি জলধারায় মেতে উঠে নাচছে আকাশ জুড়ে মেঘের গুরু গুরু ডাক শোনা যাচ্ছে এবং উদাস বাতাস আছড়ে পড়ে যেন কাকে চাইছে

 

. কার চিঠি পাওয়ায় কবির মনে হয়েছে নিখিল বিশ্ব এঁকে চিঠি পাঠিয়েছে?

উত্তর - খােকা ভাই এর চিঠি পাওয়ায় কবির মনে হয়েছে নিখিল বিশ্ব তাকে চিঠি পাঠিয়েছে

 

. এই কবিতায় কোন্ ঋতুর প্রসঙ্গ রয়েছে?

উত্তর - এই কবিতায় বর্ষা ঋতুর প্রসঙ্গ রয়েছে

 

. কবিতায় অন্য ঋতুর পটভূমি সত্ত্বেও খােকা ভাই এর চিঠির লেখনখানি শীতের ভােরের রােদের মতাে মিঠে মনে হওয়ার তাৎপর্য বুঝিয়ে দাও

উত্তর - শীতকালে ভােরের প্রথম রােদ যেমন আরামদায়ক তেমন মিঠে কবির কাছে খােকা ভাই এর চিঠির লেখনখানি অত্যন্ত তাৎপর্যপূর্ণ শীতের ভােরের রােদের মতাে কবির কাছে তাই উহা খুব মিষ্টি লাগছে কারণ ভালােবাসার উঃ পরশ নিয়ে আসে

 

.১০খুশির নূপুর ঝুমুর-ঝামুর বাজছে আমার নিরালাতে’–পঙক্তিটির অর্থ বুঝিয়ে দাও

উত্তর - কবির নিরালা নির্জন জীবনে খােকা ভাই এর চিঠি তার মনে আনন্দের নূপুর বাজছে যে নূপুরের আওয়াজ কবির মনে খুশির বান ডেকেছে কবি মন যে সুদূরে চলে যেতে চায়

 

, কবিতা থেকে এমন একটি শব্দ খুঁজে বের করাে যা কোনও ধ্বনির অনুকরণে তৈরি একটি উদাহরণ দেওয়া হল যেমনকলকল

উত্তর - কিচিরমিচির, গুরুগুরু, ঝুমুর-ঝামুর

 

. শব্দড়ি থেকে ঠিক শব্দ নিয়ে শূন্যস্থানে বসাও : শব্দঝুড়ি : স্রোতে, রঙিন, কঁাদন e

উত্তর - রঙ্গিন > রঙিন গঙ্গা > গাঙ স্রোতে > সোঁতে ক্রন্দন > কঁাদন

 

. ‘ঢেউ- ঢেউ-এখানে ঢেউ- শব্দটি পরপর দুবার ব্যবহার হওয়ায় অর্থ দাঁড়িয়েছে, অজঢেউ- . অর্থাৎ একই শব্দ পরপর দুবার ব্যবহারে বহুবচনের ভাব তৈরি হয়েছে এই কবিতাটি থেকে আরও তিনটি অংশ উদ্ধৃত করাে যেখানে এমন ঘটেছে

উত্তর - ঝাকে ঝাকে, ঝুমুর-ঝামুর, গুরু গুরু

 

. গাঙের পাড়ের মােড়ল’—শব্দ বন্ধটিতে পরপর দুবার এরসম্বন্ধ বিভক্তিটি এসেছে কবিতা থেকে এমন আরও তিনটি শব্দ বন্ধ খুঁজে বের করাে, যেখানে পরপর দুবারবাএরবিভক্তি প্রয়ােগে সম্বন্ধপদ তৈরি হয়েছে . উত্তর - পাখির বাসার থেকে’, কোড়াকুড়ীর বর্ষাকালের ফসল খেতে, শীতের ভােরের রােদের মতাে

 

. ‘কর্তা-কর্ম-ক্রিয়াপদক্রম অনুসারে নীচের বাক্যগুলিকে আবার লেখাে :

 

. লিখে গেছে গাঙ শালিকে গাঙের পাড়ের মােড়ল হতে

উত্তর - গাঙশালিকে গাঙের পাড়ের মােড়ল হতে লিখে গেছে

 

. ইহার সাথে পেলুম আজি খােকা ভাই এর চিঠি

উত্তর - আমি খােকা ভাই এর একটি চিঠি ইহার সাথে

 

. সবুজ পাতার আসরগুলি জলধারায় মেতে নাচছে

উত্তর - সবুজ পাতার আসরগুলি জলধারায় মেতে নাচছে

 

. উদাস বাতাস আছড়ে বলে কে যেন রা চাইছে কাকে

উত্তর - উদাস বাতাস আছড়ে কে যেন বা চাইছে কাকে বলে

 

. শীতের ভােরের রােদের মতাে লেখনখানি লাগছে মিঠি

উত্তর - লেখনখানি শীতের ভােরের রােদের মতাে মিঠি লাগছে

 

. নীচের বাক্যগুলিকে ভেঙে দুটি বাক্যে পরিণত করাে :

 

. চিঠি পেলুম লাল মােরগের ভাের জাগানাের সুরভরা

উত্তর - লাল মােরগের চিঠি পেলুম চিঠিটি ভাের জাগানাের সুরভরা

 

. সবুজপাতার আসরগুলি নাচছে জল ধারায় মেতে

উত্তর - সবুজপাতার আসরগুলি আছে সেগুলি জলধারায় মেতে নাচছে

 

. শীতের ভােরের রােদের মতাে লেখনখানি লাগছে মিঠি

উত্তর - শীতের ভােরের রােদ মিঠা তার লেখনখানি মিঠি লাগছে

 

. আকাশ জুড়ে মেঘের কঁদন গুরু গুরু দেয়ার ডাকে

উত্তর - গুরু গুরু দেয়া ডাকছে মনে হচ্ছে আকাশ জুড়ে মেঘ কাদছে

 

. লিখে গেছে গাঙশালিকে গাঙের পাড়ের মােড়ল হতে

উত্তর - গাঙশালিক লিখে গেছে সে বলেছে গাঙের পাড়ের মােড়ল হতে

 

. নীচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখাে :

 

 ৯.১ কবি প্রকৃতির কোন কোন প্রতিনিধির কাছ থেকে কেমন সমস্ত চিঠি পেয়েছিলেন বিশদে লেখাে

উত্তর - কবি লাল মােরগের ভাের জাগানাের সুরভরা চিঠি পেলেন তার চিঠিতে যেন ঊষার প্রথম আলােয় রঙিন চখাচখির চিঠি পেলেন যেখানে বালুচরের ঝিকিমিকিতে ঢেউ- ঢেউ- কত কিছু লিখে গেছে ধান তালপাতার বুনট করা নকশা আঁকা বাবুই পাখির চিঠি কবি পেয়েছিলেন কোড়াকুড়ী চিঠিতে বর্ষাকালের ফসল খেতের সবুজপাতার আসরগুলাে জলধারায় মেতে নাচছে তাছাড়া খােকা ভাই এর চিঠি পেয়েছিলেন যা ভােরের রােদের মতাে মিঠে ছিল |

 

. খােকা ভাই এর চিঠিটির প্রসঙ্গে কবি যে সমস্ত উপমা তুলনাবাচক শব্দ ব্যবহার করেছেন তাদের ব্যবহারের সার্থকতা বুঝিয়ে দাও

| উত্তর - করি খােকা ভাই এর চিঠি পেয়ে খুবই আনন্দিত হয়েছেন তার চিঠিটা যেন শীতের ভােরের রােদের মতাে মিঠে লাগছিল এই উপমাটি ব্যবহার করেছেন খােকা ভাইয়ের চিঠিতে লেখা হরফকে রঙিন হাতের লেখা বলে তুলনা করেছেন এখানে তুলনাবাচক শব্দ হল মতাে

 

. তােমার প্রিয় বন্ধুকে তােমার জীবনের সবচেয়ে আনন্দের ঘটনাটি জানিয়ে একটি চিঠি লেখাে

254, Jamat Lane,

Chandigarh

April 3, 2022

 

প্রিয় ভিকি,

গত রবিবার ছিল আমার জীবনের সবচেয়ে আনন্দের দিনআমার হেলিকপ্টারে ফ্লাইট ছিলএটা আমার দীর্ঘদিনের লালিত ইচ্ছা পূরণ করেছেআমি শুধু ভাবছিলাম বাতাসের মানুষগুলো কেমন অনুভব করছেব্যক্তিগত অভিজ্ঞতা আমাকে সত্যিকারের তৃপ্তি দিয়েছে

আপনি জানেন, আমার ভাই সাহনেওয়াল এয়ারপোর্টে ইঞ্জিনিয়ার হিসাবে কাজ করছেনতিনি লুধিয়ানার উপর দিয়ে আমাদের ফ্লাইটের ব্যবস্থা করেছিলেনআমি আশ্চর্য হলাম যে নীচে আমাদের বাড়িটিকে একটি ছোট জায়গা বলে মনে হচ্ছেপুরুষ এবং মহিলাদের মাটিতে ছোট বিন্দুর চেয়ে বড় মনে হয়নিআমাদের শহরের একটি বায়বীয় দৃশ্য দেখে আমি রোমাঞ্চিত হয়েছিলাম

 

তোমার বন্ধু

রাজা


<< Read More >>

Class 6 English (Blossoms) Solutions >> 

Click Here

 

Class 6 Bengali (সাহিত্যমেলা ) Solutions >> 

Click Here

 

Class 6 পরিবেশ ও বিজ্ঞান  Solutions >> 

Click Here


Class 6 অতীত ও ঐতিহ্য Solutions >> 

Click Here


Class 6 গণিত প্রভা  Solutions >> 

Click Here

Post a Comment (0)
Previous Post Next Post