![]() |
নবম শ্রেণীর
ভূগোল
অনুশীলন প্রশ্নের উত্তর
সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো
১। উত্তর-পূর্ব ভারতের ‘প্রবেশদ্বার' হল –
(ক) শিলিগুড়ি (খ) শিলং (গ) কলকাতা
(ঘ) সুন্দরবন
উঃ। (ক) শিলিগুড়ি
২। পশ্চিমবঙ্গের ওপর দিয়ে প্রসারিত হয়েছে
(ক) কর্কটক্রান্তি রেখা (খ) মকরক্রান্তি রেখা(গ) বিষুবরেখা
(ঘ) মূলমধ্যরেখা
উঃক) কর্কটক্রান্তি
৩। আয়তনে প্রতিবেশী রাজ্যগুলির মধ্যে পশ্চিমবঙ্গের স্থান হল –
(ক) দ্বিতীয় (খ) তৃতীয় (গ) চতুর্থ
(ঘ) পঞ্চম
উঃ (খ) তৃতীয়
৪। জনসংখ্যার বিচারে প্রতিবেশী রাজ্যগুলির মধ্যে পশ্চিমবঙ্গের স্থান—
(ক) প্রথম (খ) দ্বিতীয় (গ) তৃতীয় (ঘ) চতুর্থ
উঃ-(খ) দ্বিতীয়
৫। ভূ-প্রকৃতি অনুসারে পশ্চিমবঙ্গকে ভাগ করা যায়—(ক) ২টি ভাগে (খ) ৩টি ভাগে (গ) ৪টি ভাগে (ঘ) ৫টি ভাগে |
উঃখ) ৩টি ভাগে
৬। পশ্চিমবঙ্গের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ হল—
(ক) কাঞ্চনজঙ্ঘা (খ) সান্দাকফু (গ) টাইগার হিল (ঘ) কোনোটাই নয়
উঃ খ) সান্দাকফু
৭। সক্রিয় বদ্বীপ দেখা যায় পশ্চিমবঙ্গের—(ক) উত্তরের সমভূমি (খ) গাঙ্গেয় বদ্বীপ (গ) সুন্দরবন (ঘ) মেদিনীপুর |
উঃ (গ) সুন্দরবন
৮। নিয়মিত জোয়ারভাটা হয় পশ্চিমবঙ্গের—(ক) মাতলা (খ) লিস (গ) সুবর্ণরেখা (ঘ) তিস্তা নদীতে
উঃ(ক) মাতলা
১। পশ্চিমবঙ্গের রাঢ় অঞ্চল দিয়ে প্রবাহিত একটি নদীর নাম হল—(ক) ময়ূরাক্ষী (খ) তোর্সা (গ) বিদ্যাধরী (ঘ) জলঢাকা
উঃ(ক) ময়ূরাক্ষী
১০। পশ্চিমবঙ্গের একটি পূর্ববাহিনী নদীর নাম হল-
(ক) মহানন্দা (খ) দামোদর (গ) পিয়ালি (ঘ) মেচি
উঃ (খ) দামোদর
১১। পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চলে প্রবাহিত একটি নদী হল – (ক) তিস্তা (খ) দামোদর
(গ) গোসাবা (ঘ) সুবর্ণরেখা
উঃ(ক) তিস্তা
১২। পশ্চিমবঙ্গে সারাবছরে ঋতু দেখা যায়—(ক) ৪টি (খ) ৫টি (গ) ৬টি (ঘ) ৭টি
উঃ (ক) ৪টি
১৩। পশ্চিমবঙ্গ—
(ক) নিরক্ষীয় জলবায়ু, (খ) মৌসুমি জলবায়ু
(গ) পার্বত্য জলবায়ু (ঘ) তুন্দ্রা জলবায়ু অঞ্চলে অন্তর্গত
উঃ (খ) মৌসুমি জলবায়ু
১৪। পশ্চিমবঙ্গে কালবৈশাখী ঝড় দেখা যায়-
(ক) এপ্রিল-মে (খ) জুন-জুলাই (গ) আগস্ট-সেপ্টেম্বর (ঘ) মে-জুন মাসে
উঃ(ক) এপ্রিল-মে
১৫। পশ্চিমবঙ্গে সর্বাধিক বৃষ্টিপাত হয় – (ক) সুন্দরবন (খ) দিঘা-শংকরপুর (গ) পার্বত্য (ঘ) হাওড়া অঞ্চলে
উঃ (গ) পার্বত্য
বাক্যটি 'সভ্য' হলে 'ঠিক' এবং
'অসভ্য' হলে 'ভুল' লেখো
১। ভূ-প্রকৃতি অনুসারে পশ্চিমবঙ্গকে ৩টি প্রধান ভাগে ভাগ করা যায়।
উঃ ঠিক
২। পশ্চিমবঙ্গের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম
হল সান্ডাকফু।
উঃ ঠিক
৩। পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের সর্বোচ্চ
শৃঙ্গ হল শুশুনিয়া।
উঃ মিথ্যা
৪। সিংগালিলা শৈলশিরা পশ্চিমবঙ্গকে
নেপাল থেকে পৃথক করেছে।
উঃ ঠিক
৫। গোসাবা নদীটি হল সুন্দরবন অঞ্চলের নদী।
উঃ ঠিক
৬। কংসাবতী ও কেলেঘাই নদী দুটির
মিলিত প্রবাহের নাম হলদি নদী।
উঃ ঠিক
৭। পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের নদীগুলি জোয়ারের জলে পুষ্ট।
উঃ মিথ্যা
৮। পশ্চিমবঙ্গের শুষ্কতম জেলা পুরুলিয়া।
উঃ ঠিক
৯। তিস্তা নদী জেমু হিমবাহ থেকে উৎপন্ন হয়েছে।
উঃ ঠিক
১০। সুন্দরবনের কর্দমাক্ত নীচু জলাভূমি ও
বনভূমি ‘বাদা’ নামে পরিচিত।
উঃ ঠিক
১১। পশ্চিমবঙ্গের উপকূল অঞ্চলে এপ্রিল-মে মাসে ঘূর্ণিঝড় হয় তা ‘আশ্বিনের ঝড়’
নামে পরিচিত।
উঃ মিথ্যা
১২। দুর্গাপুর, আসানসোল ও রানিগঞ্জ
শহর তিনটি পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের অন্তর্গত।
উঃ ঠিক
১৩। সিংগালিলা শৈলশিরার উল্লেখযোগ্য শৃঙ্গ হল টাইগার হিল।
উঃ ঠিক
১৪। সুন্দরবন অঞ্চলের বনভূমিকে ম্যানগ্রোভ অরণ্য বলে।
উঃ ঠিক
পরের পর্ব