class 8 bangla nomuna question 2022

 


তৃতীয় পরীক্ষা ২০২২

Class - VIII
Subject - Bengali
M. - 70               Time - 2 hrs. 30mins.
অতিসংক্ষেপে নীচের প্রশ্নগুলির উত্তর দাও : (যে কোনো ৬ টি)
১.১. সুভাষচন্দ্র বসু পত্রটি কোথা থেকে লিখেছিলেন ?
১.২. ‘আদাব’ গল্পে কোন নদীর প্রসঙ্গ রয়েছে ?
১.৩. হরিচরণ বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি বইয়ের নাম লেখো ।
Time - 2 hrs. 30mins.
১.৪. সুভার প্রকৃত নাম কী ?
১.৫. গঙ্গার পাড়ে গিয়ে কোন্ দৃশ্য রঞ্জনের চোখে ভেসে উঠল ?
১.৬. নাগরাজনের অ্যালবামটি তাকে কে উপহার দিয়েছিলেন ?
৭. 'Martyrdom' শব্দটির অর্থ কী ?
১×৬
১.৮. সুভাকে কে ‘সু’ বলে ডাকত ?
সংক্ষেপে উত্তর দাও : (যে কোনো ২ টি)
২×২
২.১. সুভাষচন্দ্র কেন দিলীপ রায়ের প্রেরিত বইগুলি ফেরত পাঠাতে পারেননি ?
২.২. ‘ডাস্টবিনের দুই পাশে দুটি প্রাণী’ - প্রাণীদুটির পরিচয় দাও ।
২.৩. চন্ডিপুর গ্রামের বর্ণনা দাও ।
..৪. ‘আপনি সব ব্যবস্থা করুন’ - কোন ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে ?
জের ভাষায় লেখো: (যে কোনো ২ টি)
৫ × ২
১. ‘একক প্রচেষ্টায় এরূপ বিরাট কাজের দৃষ্টান্ত বিরল।' - কোন্ কাজের কথা বল
হয়েছে? একে বিরাট কাজ বলার কারণ কী ?
২. ‘প্রকৃতি যেন তাহার ভাষার অভাব পূরণ করিয়া দেয়’ - মানুষের ভাষার অভাব
কীভাবে প্রকৃতি পূরণ করতে পারে তা আলোচনা করো ।


৩.৩. ‘কী করবে ও ঠিক করে ফেলেছে।’- এখানে কার কথা বলা হয়েছে ? সে কী ঠিক
করে ফেলেছে? তার সিদ্ধান্ত অনুযায়ী সে পরবর্তী সময়ে চলতে পারল কি ?
৩.৪. ‘হঠাৎ যেন তার জনপ্রিয়তা কমে গেছে’ - কার এমন মনে হয়েছে? এই ‘জনপ্রিয়তা’
হঠাৎ কমে যাওয়ার কারণ কী ?
৪। অতি সংক্ষেপে উত্তর দাও : (যে কোনো ৬ টি)
৪.১. স্বাধীনতা বলতে কী বোঝো ?
৪.২. ‘ঘুরে দাঁড়াও’ কবিতায় কবি কোন আহ্বান জানিয়েছেন ?
৪.৩. ‘মাহিনা’ শব্দটির অর্থ কী ?
৪.৪. ‘আলাদীনের আশ্চর্য প্রদীপ’ কী ?
৪.৫. পরাধীন মানুষের স্বাধীনতা পাওয়ার পথগুলি কী কী ?
৪.৬. ‘সাত ঝামেলা জোটায়’ - এখানে ‘সাত’ শব্দটি ব্যবহারের কারণ কী ?
৪.৭. লোকটির দু আঙুলের ফাঁক দিয়ে কী খসে পড়ল ?
৪.৮. মানুষ পরাধীন হয় কখন ?
১×৬
৫। সংক্ষেপে উত্তর দাও : (যে কোনো ২ টি)
৫.১. ‘আগামীকালের রুটি / দিয়ে কি আজ বাঁচা যায়?
- এখানে ‘আগামীকাল’ আর ‘আজ’ বলতে কী বোঝানো হয়েছে ?
৫.২. ‘মাস মাহিনার হিসেব তো নেই’ - মাস মাহিনার হিসেব নেই কেন ?
৫.৩. ‘ইহকাল পরকাল’ - এই শব্দদ্বয় কী অর্থে ব্যবহৃত হয়েছে ?
৫.৪. ‘ঘুরে দাঁড়াও’ - কবি কীভাবে ঘুরে দাঁড়াতে বলেছেন ?
৬। নিজের ভাষায় উত্তর দাও : (যে কোনো ২ টি)
৫ × ২
৬.১. ‘মাসিপিসি’ কবিতায় ‘মাসিপিসি’ কারা ? তাঁদের জীবনের কোন ছবি কবিতায়
ফুটে উঠেছে ?
২ × ২


৬.২. কবি ‘হায় হায়’ কোন প্রসঙ্গে বলেছেন? কেন বলেছেন ?
৬.৩. ‘স্বাধীনতা’ কবিতায় দুটি ‘পক্ষ’ আছে - ‘আমি পক্ষ’ আর ‘তুমিপক্ষ’। এই ‘আমিপক্ষ’
আর ‘তুমিপক্ষ’ - এর স্বরূপ বিশ্লেষণ করো । এই ক্ষেত্রে ‘সে পক্ষ’ নেই কেন ?
৬.৪. ‘এবার ঘুরে দাঁড়াও’ আর ‘এখন ঘুরে দাঁড়াও’ - পঙ্ক্তিদুটির ‘এবার’ আর ‘এখন’
শব্দদুটির প্রয়োগ সার্থকতা বুঝিয়ে দাও ।
৭। অতি সংক্ষেপে উত্তর দাও : (যে কোনো ৫টি)
৭.১. অপু কীসের পার্ট করবে ভেবেছিল ?
৭.২. দুর্গার কী অসুখ করেছিল ?
৭.৩. হরিহর বাড়ির জন্য কত টাকা পাঠিয়েছিল ?
৭.৪. দুর্গাকে দেখতে কে কে আসে ?
৭.৫. হরিহরকে দুর্গা কী আনতে বলেছিল ?
১×৫
৭.৬. সুরেশ কোন্ স্কুলে পড়ে ?
৭.৭. কে অপুকে গান শোনাতে বলে ?
৮। নিজের ভাষায় উত্তর দাও : (যে কোনো ১ টি)
৫ × ১
৮.১. ‘কেন এসব মিছিমিছি ছাড়িয়া যাওয়া’ - কোন্ কোন্ জিনিস ‘মিছিমিছি’ ছেড়ে
যাবে বলে অপুর মনে হয়েছিল ?
৮.২. রাজকুমার অজয়ের পরিচয় দাও। তার প্রকৃত নাম কী ? অপুর সঙ্গে তার সম্পর্ক
কেমন ছিল ?
১। যে কোনো ৬টি প্রশ্নের উত্তর দাও :
৯.১. সমাস কাকে বলে ?
৯.২. বাংলা ভাষায় লিখিত কয়টি রূপ দেখতে পাওয়া যায় ও কী কী ?
৯.৩. ‘ছোটোদের পথের পাঁচালী’ কোন্ রীতিতে লেখা উপন্যাস ?
১×৬

৯.৪. ক্রিয়ার কাল কয়প্রকার ও কী কী ?
৯.৫. ‘আপনাদিগের’ - এর চলিত ভাষার রূপটি কী ?
৯.৬. ‘দ্বন্দ্ব’ শব্দের অর্থ কী ?
৯.৭. ‘সমস্ত পদ’ কাকে বলে ?
৯.৮. ‘ পূর্বপদ’ বলতে কী বোঝ ?
১০। যে কোনো ২ টি প্রশ্নের উত্তর দাও :
১০.১. সন্ধি ও সমাসের পার্থক্য লেখ।
১০.২. সাধু রীতি ও চলিত রীতির পার্থক্য লেখ।
১০.৩. সমাস কয়প্রকার ও কী কী ?
১০.৪. অশুদ্ধি সংশোধন কর :
শারিরিক, প্রতিযোগীতা, মধূসুদন, উজ্জল

লেখ : (যে কোনো ১টি)
২×২
৪×১
১১.১ হাসপাতালের সামনে জোরে মাইক বাজানো অমার্জনীয় অপরাধ। এই মর্মে
সচেতনতা গড়ে তুলতে সংবাদপত্রে চিঠি লেখো ।
১১.২ জীর্ণ সেতু সংস্কারের বিষয় তুলে ধরে দৈনিক পত্রিকার সম্পাদককে পত্র ।
৬×১
১২. প্রবন্ধ লেখক( যেকোনো একটি)
১২.১ বিজ্ঞান মনস্কতা ও কুসংস্কার
১২.২ খেলাধুলার প্রয়োজনীয়তা

Post a Comment (0)
Previous Post Next Post