Class 6 গণিত কষে দেখি (Koshe Dekhi) - 20 | Page - 233 | WBBSE

Class 6 গণিত কষে দেখি (Koshe Dekhi) - 20 | Page - 233 | WBBSE


কষে দেখি— 20

 

1. বৃত্তের ছবি দেখি নীচের প্রশ্নগুলির উত্তর খুঁজি :

সমাধান –

 

1. বৃত্তের ছবি দেখি ও নীচের প্রশ্নগুলির উত্তর খুঁজি :

(a) O বিন্দু হল বৃত্তের [কেন্দ্র]

(b) OQ সরলরেখাংশ হল বৃত্তের [ব্যাসার্ধ]

(c) PQ সরলরেখাংশ হল বৃত্তের [ব্যাস]

(d) OP সরলরেখাংশ হল বৃত্তের [ব্যাসার্ধ]

(e) MN সরলরেখাংশ হল বৃত্তের [জ্যা]

(f) M N বিন্দু দুটি বৃত্তকে দুটি [চাপে] ভাগ করেছে

(g) SR বৃত্তচাপ, SO RO ব্যাসার্ধ দ্বারা সীমাবদ্ধ বৃত্তাকার ক্ষেত্রের অংশ হল বৃত্ত [কলা]

(h) PQ ব্যাসের প্রান্তবিন্দু দুটি বৃত্তকে যে দুটি সমান অংশে ভাগ করে তাকে বলে [অর্ধবৃত্ত]

 

2. ঠিক বাক্যের পাশে (V) ভুল বাক্যের পাশে (x) চিহ্ন বসাই :

সমাধান –

 

(a) বৃত্তের সব ব্যাসই জ্যা [v]

(b) বৃত্তের সব জ্যা বৃত্তের ব্যাস [×]

(c) বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্যের দ্বিগুণ [v]

(d) বৃত্তকলা বৃত্তাকার ক্ষেত্রের অংশ[v]

(e) বৃত্তচাপ বৃত্তের অংশ[v]

(f) বৃত্তের কেন্দ্রে বৃত্তকার ক্ষেত্রের একটি নির্দিষ্ট বিন্দু [v]

(g) যে-কোনো দুটি ব্যাস অবশ্যই পরস্পরছেদী[v]


3. একটি 3 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত অঙ্কন করি (স্কেল পেনসিল-কম্পাসের সাহায্যে) ওই বৃত্তের কেন্দ্র, ব্যাসার্ধ, ব্যাস, জ্যা, বৃত্তচাপ নাম দিয়ে চিহ্নিত করি

সমাধান - কেন্দ্র = O, ব্যাসার্ধ = OA, OB, ব্যাস= AB, জ্যা=PQ, বৃত্তচাপ = MPN

 

3. একটি 3 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত অঙ্কন করি (স্কেল ও পেনসিল-কম্পাসের সাহায্যে)। ওই বৃত্তের কেন্দ্র, ব্যাসার্ধ, ব্যাস, জ্যা, বৃত্তচাপ নাম দিয়ে চিহ্নিত করি।

4. পাশের বৃত্তের অধিবৃত্তাংশে হলুদ রং উপবৃত্তাংশে সবুজ রং দিই

 

4. পাশের বৃত্তের অধিবৃত্তাংশে হলুদ রং ও উপবৃত্তাংশে সবুজ রং দিই।

5. কোনো দুটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য যথাক্রমে 2 সেমি 4 সেমি হলে বৃত্ত দুটির ব্যাসের দৈর্ঘ্য না মেপে হিসাব  করি

সমাধান - ব্যাসার্ধ = 2 সেমি

So, ব্যাস= 4 সেমি

 

ব্যাসার্ধ = 4 সেমি

So, ব্যাস= সেমি

 

6. কোনো বৃত্তের বৃহত্তম জ্যা-এর 10 সেমি হলে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য কী হবে হিসাব করে লিখি

সমাধান -

বৃহত্তম জ্যা = ব্যাস 10 সেমি

ব্যাসার্ধ=10/2

= 5 সেমি

<< Read More >>

Class 6 English (Blossoms) Solutions >> 

Click Here

 

Class 6 Bengali (সাহিত্যমেলা ) Solutions >> 

Click Here

 

Class 6 পরিবেশ ও বিজ্ঞান  Solutions >> 

Click Here


Class 6 অতীত ও ঐতিহ্য Solutions >> 

Click Here


Class 6 গণিত প্রভা  Solutions >> 

Click Here

Post a Comment (0)
Previous Post Next Post