চিত্রগ্রীব (Chitragrib) প্রশ্ন উত্তর | Class 6 | Chapter 14 | West Bengal Board

পশ্চিমবঙ্গ বোর্ড চিত্রগ্রীব (Chitragrib) প্রশ্ন উত্তর | Class 6 | Chapter 14 | West Bengal Board


চিত্রগ্রীব

 

. সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখ :

 

. চিত্রগ্রীব গল্পে 'করী' হল-

() পিঁপড়ে

() গেরো বাজ

() পায়রা

() হাতি (উত্তর)

 

. চিত্রগ্রীব হলো-

() পিঁপড়ে

() গেরো বাজ

() হাতি

() পায়রা (উত্তর)

 

. চিত্রগ্রীবের মা ছিল যে বংশের-

() হরবরা

() হরকরা (উত্তর)

() কিংকরা

() দরকরা

 

. ছোট অবস্থায় চিত্রগ্রীবের দেহের রং ছিলো-

() লাল (উত্তর)

() ধূসর

() হলুদ

() সাদা

 

. চিত্রগ্রীবকে খাওয়ানো হতো _________ বীজ

() গমের

() ভুট্টার (উত্তর)

() যবের

() ধানের

 

. মালসা থেকে চিত্রগ্রীব খেয়েছিলো

() ভাত

() ভুট্টার দানা

() জল (উত্তর)

() ধানের বীজ


. হপ্তা তিনেক বয়সে চিত্রগ্রীব মেরেছিলো-

() গোবরে পোকা

() উই পোকা

() প্রজাপতি

() পিঁপড়ে (উত্তর)

 

. চিত্রগ্রীবের বাবার চোখ ছিলো-

() সোনালি (উত্তর)

() ধূসর

() সাদা

() রূপালি

 

. চিত্রগ্রীবের শিক্ষার ভার নিয়েছিলো-

() কথক

() করী

() তার বাবা (উত্তর)

() তার মা

 

.১০ কত মাস বয়সে চিত্রগ্রীব উড়ার শিক্ষা লাভ করেছিলো-

() দুই মাস

() তিন মাস

() তিন সপ্তাহ

() দুই সপ্তাহ (উত্তর)

 

.১১ চিত্রগ্রীব ছাদের পাঁচিলে রোদ পোহাচ্ছিলো-

() ২টা' সময়

() ১টা' সময়

() ৩টা' সময় (উত্তর)

() ৪টা' সময়

 

.১২ চিত্রগ্রীবের পা ফসকে যাওয়ার পরে সে-

() পড়ে গিয়েছিলো

() ঘুমিয়ে পড়েছিলো

() অজ্ঞান হয়ে গিয়েছিলো

() উড়তে শিখে ছিলো (উত্তর)


.১৩ চিত্রগ্রীব তার মায়ের সাথে উড়ে ছিলো প্রায়-

() ১০ মিনিট (উত্তর)

() ২০ মিনিট

() ১৫ মিনিট

() মিনিট

 

.১৪ চিত্রগ্রীব হাঁপাচ্ছিল-

() দুঃখে

() ভয়ে

() উত্তেজনায় (উত্তর)

() আনন্দে

 

.১৫. চিত্রগ্রীব গল্পে ডিমে বসে তা দেয়

() মা পাখি

() বাবা পাখি

() বাবা মা দুই পাখি (উত্তর)

() উপরের কোনোটিই নয়

 

.১৬. চিত্রগ্রীবের পা ফসকে গেল

() গাছের ডাল থেকে

() বাড়ির ছাদ থেকে

() ছাদের পাঁচিল থেকে (উত্তর)

() নিজের বাসা থেকে

 

.১৭. কথক চিত্রগুপকে ওড়ার শিক্ষা দেওয়ার জন্য তাকে বসাতেন

() হাতের উপর

() কনুই এর উপর

() কব্জির উপর (উত্তর)

() মাথার উপর

 

. সংক্ষিপ্ত উত্তর দাও :

 

. চিত্রগ্রীবের বাবার কোন বিষয়টি অজানা ?

উত্তর - চিত্রগ্রীবের বাবা প্রতিদিন ডিমে তা দিলেও কবে কীভাবে সেই ডিম থেকে ছোট্ট ছানার জন্ম হবে তা তার অজানা

 

. পাখির জীবনের দুটি মধুর দৃশ্য কী কী?

উত্তর - পাখির জীবনের দুটি মধুর দৃশ্য হলো, ডিম ফুটে বাচ্চা বেরোনো এবং সেই বাচ্চাটিকে ঠোঁটে ঠোঁট রেখে খাওয়ানো


. মা পায়রা তার বাচ্চাকে শক্ত বীজ কী করে খাওয়ায় ?

উত্তর - বাচ্চাটিকে শক্ত বীজ প্রথমে খেতে দেওয়া হয় না মা-পায়রা নিজে সেই বীজ

কিছুক্ষণ মুখে রেখে নরম করে বাচ্চাটিকে খাওয়ায়

 

. বাচ্চা পায়রার বয়স কত হলে খোপের বাইরে এসে জল খায় ?

উত্তর - হপ্তা পাঁচেক বয়সে সে নিজে থেকেই খোপের বাইরে এসে জল খেতে শুরু

করে

 

. চিত্রগ্রীব গল্পের ছবিগুলো কে এঁকেছেন ?

উত্তর - চিত্রগ্রীব গল্পের ছবিগুলো এঁকেছেন যুধাজিৎ সেনগুপ্ত

 

. 'আমার কাছে এক অলৌকিক ব্যাপার'— লেখক এর কাছে কোন বিষয়টি অলৌকিক ব্যাপার ?

উত্তর - লেখক এর কাছে অলৌকিক ব্যাপার হলোমা পায়রা জানে কেমন করে ঠিক জায়গায় ঠোকর দিতে হবে যাতে করে ডিমের খোলা টি ভেঙ্গে যাবে, অথচ বাচ্চার কিছু মাত্র ক্ষতি হবে না

 

. পায়রা কীভাবে আঁধির মধ্যেও উড়তে পারে ?

উত্তর - পায়রার চোখের সামনে একটি ছোটো পাতলা ফিনফিনে পর্দা থাকে, এই পর্দাই তাদের চোখকে ঝড়ের সময় রক্ষা করে

 

(হাতে কলমে' প্রশ্ন উত্তর)

 

. ধনগোপাল মুখোপাধ্যায়ের কোন বইয়ের চিত্ররূপ তুমি পড়লে?

উত্তর - ধনগোপাল মুখোপাধ্যায়ের লেখা 'Grey Neck' বা 'চিত্রগ্রীব' বইটির চিত্ররূপ আমরা পড়লাম


. তাঁর লেখা অন্য আর একটি বইয়ের নাম লেখো

উত্তর - তাঁর লেখা অন্য আর একটি বইয়ের নাম হলো—'Hari : the jungle lad'.

 

. ‘চিত্রগ্রীব' নামক ছবিতে গল্পটি পড়ে চিত্রগ্রীবের বাবা মায়ের আচরণ তোমার কেমন লাগল কয়েকটি বাক্যে লেখো বাবা-মায়ের সাহচর্যে চিত্রগ্রীব যেমন উড়তে শিখেছে, ঠিক তেমন কোন শিক্ষা তুমি প্রথম বাবা-মায়ের সাহচর্যে শিখেছমনে করে লেখো

উত্তর -চিত্রগ্রীবনামক ছবিতে গল্পটি পড়ে চিত্রগ্রীবের বাবা মা সম্বন্ধে আমরা অনেক কথা জানতে পারলাম

চিত্রগ্রীবের বাবা মা অত্যন্ত স্নেহশীল ছিলেন তাদের সন্তানের প্রতি শিশুকালে তাকে নিয়ম করে সময়মতো খাওয়ানো

এবং উড়তে শেখানো তাদের সন্তানস্নেহের পরিচয় দেয়

আমি আমার বাবা মাকে ছোটোবেলা থেকেই দেখছি তারাও আমার প্রতি অত্যন্ত স্নেহপ্রবণ মা এখনও আমাকে চোখে চোখে রাখেন বাবাও সকালে দিনের শেষে অফিস বা কাজ থেকে ফিরে আমাকে খুব আদর করেন যত্ন

নিয়ে পড়ান এমনিভাবেই আমি আমার বাবা মায়ের আচরণের সঙ্গে চিত্রগ্রীবের বাবা মায়ের আচরণের মিল খুজে পাই


<< Read More >>

Class 6 English (Blossoms) Solutions >> 

Click Here

 

Class 6 Bengali (সাহিত্যমেলা ) Solutions >> 

Click Here

 

Class 6 পরিবেশ ও বিজ্ঞান  Solutions >> 

Click Here


Class 6 অতীত ও ঐতিহ্য Solutions >> 

Click Here


Class 6 গণিত প্রভা  Solutions >> 

Click Here

Post a Comment (0)
Previous Post Next Post