সেতুসংস্কারের বিষয় তুলে ধরে দৈনিক পত্রিকার সম্পাদককে পত্র:

  সংবাদপত্রের সম্পাদক কে চিঠি

 

 

 জীর্ণ সেতুসংস্কারের বিষয় তুলে ধরে দৈনিক পত্রিকার সম্পাদককে পত্র:
সম্পাদক সমীপেষু
আজকাল
২১ বি বি রোড,
কলকাতা: ৭০০০৩৬
 
               বিষয় : জীর্ণ সেতু সংস্কার

সবিনয় নিবেদন,
বীরভূমে ইলাম বাজারের নতনহাট শহর সংলগ্ন অজয় নদীতে ১৯৭০ সাল নাগাদ একটি সেতু নির্মিত হয়েছিল। তারপর বহুদিন এই গৌণ সেতুটির কোনো প্রকৃত রক্ষণাবেক্ষণ হয়নি। বর্তমানে এই সেতুটির জরাজীর্ণ অবস্থা। এই সেতু দিয়ে গ্রাম-গ্রামান্তরে বেশ কিছু প্রয়োজনীয় সামগ্রী বোঝাই
গাড়ি যাতায়াত করে। কয়েকটি স্কুল এবং কলেজের ছাত্র-ছাত্রীরাও এই সেতু নিয়মিত ব্যবহার করে। সেতুটির অবস্থা এতই বিপজ্জনক যে যেকোনো দিন দুর্ঘটনা ঘটতে পারে। একারণে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গকে আপনার বহুল প্রচারিত সংবাদপত্রের মাধ্যমে আমি বিষয়টি সম্পর্কে অবগত করতে চাইছি। তাঁরা যদি অনুগ্রহ করে এবিষয়ে সত্বর পদক্ষেপ গ্রহণ করেন, তাহলে ভালো হয়। সেতুটির সংস্কার করা অবিলম্বে প্রয়োজন।
আশা করি, এই বিষয়টির গুরুত্ব বিবেচনা করে আমার পত্র প্রকাশ করে বাধিত করবেন।
বিকাশ বর্মণ
নতুন হাট
কাটোয়া, পূর্ব বর্ধমান
১২ ফেব্রুয়ারি, ২০১০

  শিক্ষামূলক ঘুমনে অংশগ্রহণ করার জন্য প্রধান শিক্ষকের নিকট আবেদন পত্র

 

Post a Comment (0)
Previous Post Next Post