Class 9 history 2 chapter anushilan question answer part 2 wbbse

 নবম শ্রেণীর ইতিহাস দ্বিতীয় অধ্যায় অনুশীলন প্রশ্নের উত্তর দ্বিতীয় পর্ব



আগের পর্ব দেখুন

ঠিক বা ভুল নির্ণয় করো।

১. ফরাসি বিপ্লবের আদর্শ ছিল সাম্য, স্বাধীনতা ও মৈত্রী।


উত্তর-ঠিক


২. ১১টি ক্ষুদ্র জার্মান রাষ্ট্র নিয়ে রাইন রাষ্ট্রসংঘ গঠিত হয়।


ভুল-(ঠিক উত্তর হবে১৬ টি নিয়ে)



৩. ডাইরেক্টরির আমলে সিসঅ্যলপাইন প্রজাতন্ত্রের পরে নাম হয় ইটালি প্রজাতন্ত্র। 


উত্তর-ঠিক



৪. মহাদেশীয় অবরোধ ব্যবস্থা জারি

করেন নেপোলিয়ন বোনাপার্ট।


উত্তর-ঠিক


‘ক’ স্তম্ভের সঙ্গে ‘খ’স্তম্ভ মেলাও।

১.↑ ভাদেমিয়ার ঘটনা A কনফেডারেশন অব 

                                   রাইন

2.রাইন রাষ্ট্রসংঘ।       B সামরিক চক্র

3 জুন্টা                     C পূর্বতন ব্যবস্থা

4 অঁসিয়া রেজিম       D অক্টোবরের ঘটনা





উত্তর-

১.↑ ভাদেমিয়ার ঘটনা D অক্টোবরের ঘটনা

2.রাইন রাষ্ট্রসংঘ।       A কনফেডারেশন অব 

                                    রাইন

3 জুন্টা                     B সামরিক চক্র

4 অঁসিয়া রেজিম       C পূর্বতন ব্যবস্থা




1. লিপজিগের যুদ্ধ.  A রুশ যুদ্ধনীতি

2 গ্র্যান্ড ডাচি অব ওয়ারশ B ফরাসি বাহিনী

3 পোড়ামাটি নীতি.      C.জাতিসমূহের যুদ্ধ

4 গ্র্যান্ড আর্মি.        D প্রাশিয়াভুক্ত পোল্যান্ড


উত্তর-

1. লিপজিগের যুদ্ধ. C.জাতিসমূহের যুদ্ধ

2 গ্র্যান্ড ডাচি অব ওয়ারশ  D প্রাশিয়াভুক্ত

                                     পোল্যান্ড

3 পোড়ামাটি নীতি.       A রুশ যুদ্ধনীতি

4 গ্র্যান্ড আর্মি.     B ফরাসি বাহিনী  





প্রদত্ত রেখা মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত করো ও নাম লেখো।

১. ব্যাডেন-নেপোলিয়ন কর্তৃক গঠিত ‘রাইন রাষ্ট্রসংঘ’-এর অন্তর্গত একটি ক্ষুদ্র রাষ্ট্র। 




২. আইবেরিয় উপদ্বীপ—যেখানে

ব্রিটিশ শক্তির বিরুদ্ধে নেপোলিয়ন যুদ্ধে জড়িয়ে পড়েন।

৩. সেন্ট হেলেনা দ্বীপ—নেপোলিয়ন যেখানে তাঁর শেষ জীবন অতিবাহিত করেন।


৪. ওয়াটারলু—যেখানে

নেপোলিয়ন তাঁর জীবনের শেষ যুদ্ধে অংশগ্রহণ করেন।



শূন্যস্থান পূরণ করো।

১. নেপোলিয়ন-----দেশকে ‘গ্র্যান্ড ডাচি অব ওয়ারশ’- তে পরিণত করেন। 

উত্তর-পোল‍্যাণ্ড।


২. নেপোলিয়ন সুইটজারল্যান্ডে

হেলভেটিক প্রজাতন্ত্রের স্থলে গঠন করেন-----

উত্তর- সুইস্ কনফেডারেশন।


৩. নেপোলিয়ন----দেশের রাজা ষষ্ঠ চার্লসের সঙ্গে ফনটেন ব্ল্যু চুক্তি স্বাক্ষর করেন।

উত্তর-স্পেনের



Post a Comment (0)
Previous Post Next Post