মোরা দুই সহোদর ভাই (Mora Dui Sohodor) প্রশ্ন উত্তর | Class 6 | Chapter 20 | WBBSE

 মোরা দুই সহোদর ভাই (Mora Dui Sohodor) প্রশ্ন উত্তর | Class 6 | Chapter 20 | WBBSE


মোরা দুই সহোদর ভাই


. কবি কাজী নজরুল ইসলামের কোন্ কবিতা প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গে সমগ্র বাংলায় আলোড়ন সৃষ্টি হয়েছিল?

উত্তর - কবি কাজী নজরুল ইসলামেরবিদ্রোহীকবিতা প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গে সমগ্র বাংলা সৃষ্টি হয়েছিল

 

. তাঁর লেখা দুটি কবিতার বইয়ের নাম লেখো

উত্তর - তাঁর লেখা দুটি কবিতার বই হলঅগ্নিবীণা বিষের বাঁশি

 

. নীচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও :

 

.মোরা দুই সহোদর ভাই' কবিতায় সহোদর কারা?

উত্তর - মোরা দুই সহোদর ভাই কবিতায় হিন্দু মুসলমান হল সহোদর

 

. 'আমাদের হীন-দশা এই তাই’ – আমাদের এই হীন দশার কারণ কী?

উত্তর - আমাদের এই হীন দশার কারণ-ঈশ্বরের সৃষ্টি নিয়ে আমরা মতভেদ করি, ঝগড়া করি, একে অপরে হানাহানি করি তাই


.বাইরে শুধু রঙের তফাত ভিতরে ভেদ নাই'—‘রঙের তফাতবলতে কবি কী বুঝিয়েছেন?

উত্তর - রঙের তফাত বলতে কবি বুঝিয়েছেন যে হিন্দু মুসলমান সকলেরই গায়ের রং হয়তো এক নয় কিন্তু ভিতরে অর্থাৎ সকলের রক্তের রং এক

 

. নীচের প্রশ্নগুলির নিজের ভাষায় উত্তর লেখো :

 

.এক বৃন্তে দুটি কুসুম এক ভারতে ঠাঁই' পঙ্ক্তিটিতে প্রদত্ত উপমাটি ব্যাখ্যা করো

উত্তর - কবি কাজী নজরুল ইসলাম হিন্দু মুসলমান দুই সম্প্রদায়ের মধ্যে ঐক্য সাধনের জন্য এই উপমাটি ব্যবহার করেছেন আমরা দেখি যে ফুলের গাছে একটি বৃত্তে দুটি ফুল ফুটে থাকতে, আবার এও দেখি যে ফুল দুটি হয়তো একইরকম নয় কিন্তু বৃত্ত একটাইএকই গাছ থেকে সৃষ্টি তেমনি কবি বলতে চেয়েছেন যে হিন্দু মুসলমানকে আমরা আলাদা করে দেখি বটে কিন্তু আসলে তারা একই ঈশ্বরের দ্বারা সৃষ্ট অর্থাৎ সহোদর ভাই অতএব এদের কোনো ভেদাভেদ নাই


. সব জাতিরই লকে তার দান যে সমান করে'—কার, কোন্ দানের কথা এখানে বলা হয়েছে?

উত্তর - আলোচ্য অংশে সকলের সৃষ্টিকর্তা ঈশ্বররের দানের কথা বলা হয়েছে

ঈশ্বরের দানগুলি হলসূর্য চন্দ্রের আলো, বৃষ্টির জল আবার মহামারি, রোগ, বন্যা, প্রাকৃতিক দুর্যোগকেও শ্বরের দান বলা হয়েছে কারণ এগুলি প্রকৃতি আমাদের সকলকে সমানভাবে দান করে

 

.চাঁদ-সুরুষের আলোকেই কমবেশি কি পাই’—চাঁদ সুরুষের আলো কী? কবির এই প্রশ্নটির অন্তর্নিহিত অর্থ বুঝিয়ে দাও

উত্তর - রাত্রিবেলায় চাঁদ আমাদের যে কিরণ দেয় এবং দিনের সূর্যের আলো অর্থাৎ রৌদ্রকেচাঁদ সুরুষের আলোবলা হয়েছে

কবি বলতে চেয়েছেন যে হিন্দু মুসলমান একই ঈশ্বরের সৃষ্টি এদের মধ্যে কোনো তফাত নাই, যদিও আমরা অনেকেই নিয়ে ভেদাভেদ করি কবির মতে হিন্দু মুসলমান একই ঈশ্বরের সৃষ্টি এবং ঈশ্বরের যাবতীয় দান, যেমন চাদের সূর্যের আলো, বর্ষার জল র্থাৎ বৃষ্টি, বন্যা, নানারকম অসুখ-বিসুখ, মহামারি সবই আমরা একই ঈশ্বরের বিচার্য থেকে পেয়ে থাকি এবং সমানভাবে পেয়ে থাকি তাহলে আমাদের মধ্যে তফাতটা কোথায় থাকেআর সেই কারণেই আমরা হিন্দু-মুসলমান সহোদর ভাই এর বিষয় তর্ক করা মানে ঈশ্বরের নীতিকে অমান্য করা বা অশ্রদ্ধা করা

 

. নীচের বাক্যগুলি থেকে সমাপিকা অসমাপিকা ক্রিয়া চিহ্নিত করে লেখো :

 

. মোরা বিবাদ করে খোদার উপর করি যে খোদকারি

উত্তর - করেঅসমাপিকা ক্রিয়া, করি-সমাপিকা ক্রিয়া

 

. দুই জাতি ভাই সমান মরে মড়ক বলে দেবো

উত্তর - করেঅসমাপিকা ক্রিয়া

 

. সন্ধিবিচ্ছেদ করো : সহোদর, সৃষ্টি, বৃষ্টি, শাস্তি

 

সহোদর = সহ + উদয়

শাস্তি= শাস + তি

বৃষ্টি= বৃষ + তি

 

. ‘বিউপসর্গ যোগে পাঁচটি শব্দ তৈরি করো

উত্তর - () বিবাহ, () বিষাদ, () বিবাদ, () বিনাশ () বিষয়

 

. নীচের বিশেষ্য শব্দগুলিকে বিশেষণে রূপান্তরিত করে লেখো :

কুসুম, ভারত, সৃষ্টি, বিবাদ, জাতি, রং


উত্তর - কুসুমকুসুমিত

বিবাদবিবাদী

ভারতভারতীয়

জাতিজাতীয়

সৃষ্টি-সৃষ্ট

রংরাঙা

 

.নীচের বাক্যগুলির উদ্দেশ্য বিধেয় অংশ ভাগ করে দেখাও :

উদ্দেশ্য

বিধেয়

. হিন্দু আর মুসলিম মোরা

দুই জনারই মাঠেরে ভাই

. দুই সহোদর ভাই

সমান বৃষ্টি ঝরে

. বন্যাতে দুই ভায়ের কুটির

সমানে যায় ভেসে

. চাঁদ সুরুষের আলো কেহ

কম বেশি কি পাই


<< Read More >>

Class 6 English (Blossoms) Solutions >> 

Click Here

 

Class 6 Bengali (সাহিত্যমেলা ) Solutions >> 

Click Here

 

Class 6 পরিবেশ ও বিজ্ঞান  Solutions >> 

Click Here


Class 6 অতীত ও ঐতিহ্য Solutions >> 

Click Here


Class 6 গণিত প্রভা  Solutions >> 

Click Here


Post a Comment (0)
Previous Post Next Post