ইংরেজি প্রশ্ন দেখুন তৃতীয় পরীক্ষার
Class 3 poribesh question 3 unit examination
![]() |
তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পর- ২০১৭
পরিবেশ
তৃতীয় শ্রেণী
প্রাপ্ত নম্বর গ্রেড
------------- --------
পূর্ণমান - 20. ১ঘন্টা ৩০ মিনিত
পরীক্ষার্থীর নাম.......... রোল নং.........
(প্রাথমিক শিক্ষা পর্ষদের নির্দেশ অনুযায়ী নব প্রবর্তিত পর্যায়ক্রমিক মূল্যায়ন পদ্ধতি।)
১। একটি বাক্যে উত্তর দাও :
৬×২=১২
(ক) ছায়া কখন লম্বা হয় ?
উঃ.........
(খ) পূর্ণিমার পর থেকে কোন্ পক্ষ শুরু হয় ?
উঃ........
(গ) কৃষি সম্পদ কাকে বলে ?
উঃ
(ঘ) কাগজ তৈরি করতে কী কী লাগে ?
উঃ ........
(ঙ) পিনকোড বলতে কী বোঝো
উঃ.......
(চ) দিগন্তরেখা কাকে বলে ?
উঃ.......
২। সঠিক উত্তরের মাথায় টিক্ (~) চিহ্ন দাও :
৫×১=৫
.
(ক) বাজ সাধারণত পড়ে (ছোটো গাছে/উঁচু গাছে/ নীচু গাছে)।
(খ) যেসব জিনিস চাষ করতে হয় তাকে বলে (নির্মাণ শিল্প/প্রাকৃতিক সম্পদ)।
(গ) রামধনু দেখার সময় সূর্য আমাদের (সামনে/পিছনে/মাথার উপরে) থাকে।
(ঘ) অমাবস্যার পর চাঁদ ওঠে (পূর্ব/উত্তর/পশ্চিম) আকাশে।
(ঙ) ঔষধ পাওয়া যায় (জাম/বাসক/বকুল) গাছ থেকে।
৩। শূন্যস্থান পূরণ করো :৫×১=৫
(ক) সোজাসুজি----দিকে তাকালে চোখের ক্ষতি হয়।
(খ) পূর্ণিমার সন্ধ্যায় চাঁদটা ঠিক-----আকাশে ওঠে।
(গ) সুস্থ শরীর আমাদের-----হতে পারে।
(ঘ) রাস্তা তৈরির কাজে লাগে-----
ঙ)......... কাজ না করলে টেস্টার দিয়ে দেখে।
পরের পাতা
৪। নীচের বাক্যগুলির মধ্যে যেগুলো ঠিক তার জন্য সত্য এবং ভুল বাক্যের জন্য মিথ্যা লেখো :
(ক) দুপুর বেলা ছায়া পড়ো হয়।
(খ) চাঁদের নিজস্ব আলো আছে।
(গ) বনের গাছপালা প্রাকৃতিক সম্পদ।
(খ) বাতাসে ধূলো থাকলে চোখ জ্বলে।
(৩) জল, বায়ু, মাটি আর সূর্যের আলো প্রকৃতির প্রধান সম্পদ।
৫। কেউ জলে ডুবে গেলে তাকে জল থেকে তুলতে হবে। তখন কীভাবে সাবধান হবে ? পরে কী কী করবে ? এসব নিয়ে তোমার ভাবনা নীচের ছকে লেখো :
কাজ সাবধানতা
জল থেকে তোলার সময়-- -------------
পেটের জল বের করার সময়-- -------------
শ্বাস চালু করার সময়-- -------------
তারপরের সাবধানতা-- -------------
৬। নীচের প্রশ্নগুলির কয়েকটি বাক্যে উত্তর দাও। :৫×৩=১৫
(ক) মেঘ কাকে বলে ?
উঃ-----------------------------
------------------------------------------------
(খ) শরীর সুস্থ রাখতে কী কী করা উচিত ? উঃ-----------------------------
------------------------------------------------
(গ) দিগন্তরেখা কাকে বলে ?
উঃ-----------------------------
------------------------------------------------
(ঘ) “বে নী আ স হ ক লা” বলতে কী বোঝো ? এর পুরো নাম কী ?
উঃ-----------------------------
------------------------------------------------
(ঙ) চাষের ক্ষেত্রে কী ভাবে জল ব্যবহার করা উচিত ?