বুনো হাঁস (Buno Has) অনুশীলনী প্রশ্ন উত্তর | Class 5 | Chapter 2 | WBBSE

বুনো হাঁস (Buno Has) অনুশীলনী প্রশ্ন উত্তর | Class 5 | Chapter 2 | WBBSE


বুনো হাঁস


. ঠিক শব্দটি বেছে নিয়ে বাক্যটি আবার লেখো :

 

. আকাশের দিকে তাকালে তুমি দেখ _____ (ঘরবাড়ি/ গাছপালা/ পোকামাকড়/ মেঘ-রোদ্দুর)

উত্তর - মেঘ-রোদ্দুর

 

. হিমালয় ছাড়া ভারতবর্ষের আরো একটি পর্বতের নাম হলো _____ (কিলিমানজারো/ আরাবল্লী/ আন্দিজ/ রকি)

উত্তর - আরাবল্লী

 

. এক রকমের হাঁসের নাম হলো _____ (সোনা/ কুনো/ কালি/ বালি) – হাঁস

উত্তর - বালি হাঁস

 

. পাখির ডানার _____ (বোঁ বোঁ/ শন শন/ শোঁ শোঁ/ গাঁক গাঁক) শব্দ শোনা যায়

উত্তর - শোঁ শোঁ শব্দ


. ‘এর সঙ্গেস্তম্ভ মিলিয়ে লেখো :

উত্তর –

 

বরফ

হিমানী

বুনো

বন্য

কুঁড়ি

কলি

চঞ্চল

অধীর

আরম্ভ

শুরু

 

. সঙ্গী – ( ঙ্ + গ্ ) – এমনঙ্গ্রয়েছেএরকম পাঁচটি শব্দ লেখো :

 

উত্তর - বঙ্গ, অঙ্গ, গঙ্গা, পতঙ্গ, মঙ্গল

 

. ঘটনাক্রম সাজিয়ে লেখো :

 

উত্তর –

 

) . বুনো হাঁস দক্ষিণ দিকে উড়ে যেত

 

) . হাঁসের ডানা জখম হল

 

) . আরেকটা বুনো হাঁসও নেমে এসে এটার চারদিকে উড়ে বেড়াচ্ছে

 

) . সারা শীত কেটে গেল

 

) . দেশে ফিরে ওরা বাসা বাঁধবে, বাচ্চা তুলবে


. শূন্যস্থান পূরণ করো :

 

. লাডাকের একটা বরফে ঢাকা নির্জন জায়গাতে আমাদের জোয়ানদের একটা ঘাঁটি ছিল

 

. জোয়ানদের মুরগি রাখার খালি জায়গা ছিল

 

. আস্তে আস্তে হাঁসের ডানা সারল

 

. দলে দলে বুনো হাঁস তীরের ফলার আকারে, কেবলই উত্তর দিকে উড়ে চলেছে

 

. ন্যাড়া গাছে পাতার আর ফুলের কুঁড়ি ধরল

 

. শব্দঝুড়ি থেকে বিশেষ্য বিশেষণ আলাদা করে লেখো :

উত্তর -

 

বিশেষ্য

বিশেষণ

লাডাক, শীতকাল, বরফ, তাঁবু, সঙ্গী

বুনো, জখম, গরম, ন্যাড়া, নির্জন, বেচারি, চঞ্চল

 

. ক্রিয়ার নীচে দাগ দাও :


. বাড়ির জন্য ওদের মন কেমন করত

উত্তর - বাড়ির জন্য ওদের মন কেমন করত

 

. পাখিরা আবার আসতে আরম্ভ করল

উত্তর - পাখিরা আবার আসতে আরম্ভ করল

 

. দেশে ফিরে ওরা বাসা বাঁধবে

উত্তর - দেশে ফিরে ওরা বাসা বাঁধবে

 

. সেখানে বুনো হাঁসরা রইল

উত্তর - সেখানে বুনো হাঁসরা রইল

 

. নিরাপদে তাদের শীত কাটে

উত্তর - নিরাপদে তাদের শীত কাটে


. বাক্য বাড়াও :

 

. একদিন একটা বুনো হাঁস দল ছেড়ে নেমে পড়ল (কোথায় নেমে পড়ল ?)

উত্তর - একদিন একটা বুনো হাঁস দল ছেড়ে নীচে একটা ঝোপের উপর নেমে পড়ল

 

. ওরা গরম দেশে শীত কাটিয়ে আবার ফিরে যাচ্ছে (কোথায় এবং কখন ফিরে যাচ্ছে ?)

উত্তর - ওরা গরম দেশে শীত কাটিয়ে শীতের শেষে আবার নিজেদের দেশে ফিরে যাচ্ছে

 

. পাহাড়ের বরফ গলতে শুরু করল (কোথাকার পাহাড় ?)

উত্তর - লাডাক অঞ্চলের নীচের দিকের পাহাড়ের বরফ গলতে শুরু করল

 

. আবার ঝোপঝাপ দেখা গেল (কেমন ঝোপঝাপ ?)

উত্তর - আবার সবুজ ঝোপঝাপ দেখা গেল

 

. গাছে পাতার আর ফুলের কুঁড়ি ধরল (কেমন গাছে ?)

উত্তর - ন্যাড়া গাছে পাতার আর ফুলের কুঁড়ি ধরল

 

. বাক্য রচনা করো :


রেডিয়ো - আমি রেডিওতে খবর শুনলাম।

চিঠিপত্র - লেখালেখির প্রতি তার আগ্রহ জন্মেছিল এক ঘনিষ্ঠ কলেজ বন্ধুর সাথে দীর্ঘ চিঠিপত্র থেকে।

থরথর - আমি থরথর করে ভয়ে কাঁপছি

জোয়ান - জোয়ানরা আমাদের দেশের সীমানা রক্ষা করে।

তাঁবু - আমরা পাহাড়ে তাঁবু করে ছিলাম ।

 

১১. নীচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো :

 

১১. জোয়ানদের ঘাঁটি কোথায় ছিল ?

উত্তর - লাডাকের একটা বরফে ঢাকা নির্জন জায়গাতে জোয়ানদের ঘাঁটি ছিল

 

১১. জোয়ানরা কী কাজ করে ?

উত্তর - জোয়ানরা দেশের নিরাপত্তা রক্ষা করে, বাইরের শত্রু আক্রমণ করলে যুদ্ধ করে দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখে

 

১১. দুটো বুনো হাঁস দলছুট হয়েছিল কেন ?

উত্তর - একটা বুনো হাঁসের ডানা জখম হওয়ায় সে নীচে নেমে পড়েছিল তার সঙ্গী আরেকটা বুনো হাঁস তার পেছন পেছন নীচে নেমে এসে তার চারদিকে উড়ে বেড়াচ্ছিল এইভাবে দুটো বুনো হাঁস দলছুট হয়েছিল

 

১১. বুনো হাঁসেরা জোয়ানদের তাঁবুতে কী খেত ?

উত্তর - বুনো হাঁসেরা জোয়ানদের তাঁবুতে টিনের মাছ, তরকারি, ভুট্টা, ভাত, ফলের কুচি এইসব খেত


১১. হাঁসেরা আবার কোথায়, কখন ফিরে গেল ?

উত্তর - হাঁসেরা আবার শীতের শেষে নিজেদের দেশে ফিরে গেল

 

১১.এমনি করে সারা শীত দেখতে দেখতে কেটে গেল’ – কেমন করে সারা শীত কাটল ? এরপর কী ঘটনা ঘটল ?

উত্তর - লেখিকা লীলা মজুমদারের লেখাবুনো হাঁসগল্পে, সারা শীতকাল বুনো হাঁস দুটো জোয়ানদের তাঁবুতে থেকে গেল জোয়ানদের দেখাশোনায় জখম হওয়া বুনো হাঁসটার ডানা আস্তে আস্তে সেরে উঠল তখন সে একটু একটু করে উড়তে চেষ্টা করত আর তাঁবুর ছাদ অবধি উঠে, ধুপ করে পড়ে যেত এইভাবে সারা শীত কাটল

এরপর একদিন জোয়ানরা সকালের কাজ সেরে এসে দেখল বুনো হাঁস দুটো উড়ে চলে গেছে

 

১৩. লীলা মজুমদারের জন্ম কোন শহরে ?

উত্তর - লীলা মজুমদারের জন্ম কলকাতা শহরে

 

১৩. তাঁর শৈশব কোথায় কেটেছে ?

উত্তর - তাঁর শৈশব শিলং পাহাড়ে কেটেছে

 

১৩. ছোটোদের জন্য লেখা তাঁর দুটি বইয়ের নাম লেখো

উত্তর - ছোটোদের জন্য লেখা তাঁর দুটি বইয়ের নাম হলবদ্যিনাথের বড়িগল্পসল্প


 << Read More >>

<< Class 5 All Subject Solution >>

Click Here

Post a Comment (0)
Previous Post Next Post