বাঘ (Bagh) প্রশ্ন উত্তর | Class 6 | Chapter 17 | West Bengal Board

 বাঘ (Bagh) প্রশ্ন উত্তর | Class 6 | Chapter 17 | West Bengal Board


বাঘ

 

. নবনীতা দেবসেনের প্রথম প্রকাশিত বইয়ের নাম কী?

উত্তর৷ নবনীতা দেবসেনের প্রথম প্রকাশিত বইয়ের নামপ্রথম প্রত্যয়

 

. তাঁর লেখা একটি অনণকাহিনির নাম লেখো

উত্তর - তাঁর লেখা একটি অণকাহিনির নাম ট্রাকবাহনে ম্যাকমোহনে

 

. নীচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও :

 

. পাখিরালয়ের বাসার কী পাওয়া যেত না?

উত্তর - পাখিরালারের বাসায় ছাগল, হরিণ, ভেড়া পাওয়া যেত না

 

. ছোট্ট বাঘ তার খিদে মেটানোর জন্য প্রথমে কী ধরতে গিয়েছিল?

উত্তর - ছোট্ট বাঘ তার খিদে মেটানোর জন্য প্রথমে পাখি ধরতে গিয়েছিল

 

. ছোট্ট বাঘের বাবা-মা বাসা বদলে কোথায় গিয়েছিল?

উত্তর - ছোট্ট বাঘের বাবা-মা বাসা বদলে সজনেখোলায় গিয়েছিল


. সুন্দরবনের বাঘ কী নামে পরিচিত?

উত্তর - সুন্দরবনের বাঘ রয়েল বেঙ্গল টাইগার নামে পরিচিত

 

. নীচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও :

 

. ভদ্র বাঘে হেথায় বাঁধে ডেরা-বাঘছানার এমন মনে হয়েছিল কেন?

 

উত্তর - বাঘ মাংসাশী প্রাণী পশুশিকার করে মাংস খাওয়াই তাদের প্রধান কাজ তাদের পাখিরালয়ের বাসায় ছাগল, হরিণ, ভেড়া প্রভৃতি পাওয়া যেত না তার ফলে বাঘকে না খেয়ে কাটাতে হত তাই বাঘ ছানার এমন মনে হয়েছিল

 

. ছোট্ট বাঘ পাখির ছানা ধরতে পারেনি কেন?

উত্তর - পাখিদের ডানা থাকার জন্য উড়তে পারে এই বাঘের বাচ্চা লাফিয়ে উঠে পাখির ছানা ধরতে গেলে

তারা কিচিরমিচির আওয়াজ করে ডানা মেলে উড়ে যায় এর ফলে ছোট্ট বাঘ পাখির ছানা ধরতে পারেনি

 

. বাঘের ছানা গর্ভে থাবা দিয়েই কেঁদে উঠেছিল কেন?

উত্তর - বাঘের ছানা জানত না যে কাঁকড়া তার দাঁড়া দিয়ে চিমটে ধরে এই বাঘের বাচ্ছা যখন কাঁকড়ার গর্তে থাবা দেয় তখন লাল ঠেঙো কাঁকড়া তার লম্বা দাড়া দিয়ে বাঘের বাচ্ছার থাবা কামড়ে ধরে এইজন্যই বাঘের ছানা গর্তে থাবা দিয়েই কামড়ের যন্ত্রণায় কেঁদে উঠেছিল

 

. বাঘছানাকে বাবা কীভাবে কাঁকড়ার হাত থেকে রক্ষা করল?

উত্তর - ছোট্ট বাঘের বাবা কাঁকড়ার কামড়ে ছানার কান্না শুনে সন্তানকে রক্ষার জন্য দৌড়ে এল সে তার মস্ত বড়ো থাবা দিয়ে কাঁকড়ার দাঁড়া কেটে দিল বাবা বাঘ থাবার আঘাত দিয়ে বাঘছানাকে কাঁকড়ার হাত থেকে রক্ষা করল

 

. বাঘ জননী লজ্জা পেয়েছিল কেন?

উত্তর - খিদের জ্বালা সহ্য করতে না পেরে বাঘের ছানা কাঁদায় মেনি মৎস্য ধরতে গেল তা দেখতে পেয়ে বাঘজননী অত্যন্ত লজ্জা পেল কারণ বাঘের ছানা তো আর মৎস্য শিকারি ভোঁদরের মতো প্রাণী নয় যে মৎস্য শিকার করবে


. উদাহরণ দেখে নীচের ছকটি সম্পূর্ণ করো :

বৎস্য-বাছা

উত্তর - ব্যাঘ্রবাঘ, মৎস্যমাছ

 

. সন্ধি করো : পাখিরালয়, কান্না

উত্তর - কাঁদ্ + না = কান্না || পাখির + আলয় = পাখিরালয়

 

. সমোচ্চারিত ভিন্নার্থক শব্দগুলির অর্থ লেখো :

 

উত্তর -

বন - অরণ্য। || পাড়ে তীরে। || বাড়ি গৃহ || বারি - জল। || বোন ভগিনী || পাবে সক্ষম

 

. নীচের শব্দগুলির কোন্টি বিশেষ্য কোন্টি বিশেষণ খুঁজে বার করে আলাদা দুটি স্তম্ভে লেখো এরপর বিশেষ্যগুলির বিশেষণের রূপ এবং বিশেষণগুলির বিশেষ্যের রূপ লেখো :

 

উত্তর -

বিশেষ্য

বিশেষণ

মন

শরীর

পেট

রাগ

সব্বোনেশে

ভদ্র

এক

মানসিক

শারীরিক

পেটুক

রাগী

সব্বনাশ

ভদ্রতা

ঐক্য

 

. নিম্নরেখ পদগুলির বিভক্তি অংশ আলাদা করে দেখাও :

. ভদ্র বাঘে হেথায় বাঁধে ডেরা

. পাখির সঙ্গে পেরে উঠবে নাকি?

. ছোট্ট বাঘের মতো হলুদ থাবা

উত্তর - বাঘেবাঘ + = ‘বিভক্তি

উত্তর - পাখিরপাখি + = ‘বিভক্তি

উত্তর - বাঘেরবাঘ + এর = ‘এরবিভক্তি

 

. নীচের বাক্যগুলির উদ্দেশ্য বিধেয় অংশ ভাগ করে দেখাও :

উত্তর -

উদ্দেশ্য

বিধেয়

. তার

. বাঘছানা

. লালঠেঙো সব কাঁকড়া

মনে মনে জমেছে কেবল রাগ

কি ধরতে পারে পাখি?

বেড়ায় হেঁটে


<< Read More >>

Class 6 English (Blossoms) Solutions >> 

Click Here

 

Class 6 Bengali (সাহিত্যমেলা ) Solutions >> 

Click Here

 

Class 6 পরিবেশ ও বিজ্ঞান  Solutions >> 

Click Here


Class 6 অতীত ও ঐতিহ্য Solutions >> 

Click Here


Class 6 গণিত প্রভা  Solutions >> 

Click Here

Post a Comment (0)
Previous Post Next Post